![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওয়াশিংটন পোস্ট পত্রিকার একটা খবরে এসে চোখ আটকে গেলো। হেডলাইনটা এরকম - কপি রাইটের আওতায় যুক্তরাষ্ট্রের নবম সার্কিট আপীলাত আদালত ইউটিউব থেকে '‘ইনোসেন্স অব মুসলিমস’ মুভি খানা সরিয়ে ফেলতে ২৪ ঘন্টার সময় দিয়েছে।
আদালতে এক আবেদনের প্রেক্ষিতে গুগলকে ইউটিউব থেকে সমালোচিত ‘ইনোসেন্স অব মুসলিমস’ সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। ‘ইনোসেন্স অব মুসলিমস’ একটি ইসলাম বিরোধী ভিডিও, যা ২০১২ সালে প্রচন্ড বিতর্কের মুখে পড়ে।
‘ইনোসেন্স অব মুসলিমস’ অভিনেত্রী ক্যান্ডি লি গার্সিয়ার অভিযোগের প্রেক্ষিতে এ আদেশ দিলেন আদালত। ২-১ ভোটে যুক্তরাষ্ট্রের নবম সার্কিট আপীলাত আদালত গার্সিয়ার আবেদন গ্রহণ করে গুগল এবং ইউটিউবকে এ আদেশ দেন।
গার্সিয়া তার অভিযোগে বলেন, ‘ইনোসেন্স অব মুসলিমস’ আসলে সম্পূর্ণ ভিন্ন একটি ছায়াছবি। তাঁকে এ ধরণের ছবির জন্য চুক্তি করা হয়নি। তিনি এর প্রেক্ষিতে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ এনে আদালতের স্মরণাপন্ন হন।
উল্লেখ্য, হযরত মোহম্মদ (সাঃ) কে কটাক্ষ করার কারণে ‘ইনোসেন্স অব মুসলিমস’ ছবিটি সারা দুনিয়া জুড়ে বিতর্কের মুখে পড়ে। বাংলাদেশেও ২০১২ সালের ১৭ সেপ্টেম্বর এই ভিডিও প্রদর্শন ঠেকাতে ইউটিউব বন্ধ করে দেয় সরকার ।
যাক - অবশেষে বোধোদয় ঘটলো।
সূত্রঃ ওয়াশিংটন পোস্ট
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৭
নিয়ানডার্থাল বলেছেন: হ্যাঁ .. সেটাই !!
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০১
বেকার সব ০০৭ বলেছেন: এখন সরিয়ে ফেল্লেই হয়
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৯
নিয়ানডার্থাল বলেছেন: "বেকার সব ০০৭ বলেছেন: এখন সরিয়ে ফেল্লেই হয় "
।। সহমত ।।
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৮
পথহারা নাবিক বলেছেন: @লেখক প্রথম ছবিটা সরিয়ে ফেলুন!!
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৫
নিয়ানডার্থাল বলেছেন: হুম্ .. .. সরালাম।
অনেক ধন্যবাদ, আপত্তি করার জন্য ।
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খুবই ভাল একটা সংবাদ,,,কিন্তু কার্যকর হলেই হয়
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৭
নিয়ানডার্থাল বলেছেন: ধন্যবাদ।
শুভেচ্ছা রইলো ।
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৫
সীমানা ছাড়িয়ে বলেছেন: খবরটা শুনে ভাল লাগল। অন্যায়কে স্তব্ধ হতেই হবে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৫
নিয়ানডার্থাল বলেছেন: হতেই হবে !!
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪১
উদাস কিশোর বলেছেন: এখন সরিয়ে ফেল্লেই হয় আর কি !