নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিভৃতা। ভালোবাসি পড়তে। একটু আধটু লেখালেখির অপচেষ্টা চলে মাঝেমাঝে।

নিভৃতা

সামুতে আট বছর আগে কোনভাবে যুক্ত হলেও আমার ব্লগিং জীবন আসলে শুরু জানুয়ারি, ২০২০ থেকে।

নিভৃতা › বিস্তারিত পোস্টঃ

বানান বিভ্রাট - ০১

২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:০৬


ছবি: ইন্টারনেট

ছোটখাটো কিছু বানান সব সময়ই বিভ্রান্তিকর। যেমন "কী" লিখবো নাকি "কি", নাকি যেকোন একটি লিখলেই হবে। আবার হ্রস্ব উ-কার হবে নাকি ও-কার। "ফুটে" যেমন ঠিক "ফোটে" বানানও ঠিক। তাহলে লিখবো কোনটা? কী যে এক যন্ত্রণা এই বিভ্রান্তিকর বানানগুলো! স্বেচ্ছায় কেউ বানান ভুল করতে চায় না। তবু ভুল হয়েই যায় মাঝে মাঝে। শত সতর্কতা সত্ত্বেও।

যেমন এই ব্লগেই, এত ভালো ভালো লিখেন সবাই। কিন্তু অনেকেরই এই ছোটখাটো বানানগুলো নিয়ে সমস্যা আছে বোঝা যায়। অনেক বানান ভুল হয় আমারও। চেষ্টা করে কিছু সংশয়ের সমাধান বের করতে পেরেছি। এই স্বল্প জ্ঞানে যতটুকু সম্ভব আর কী। সেগুলোর দুটি আজ আপনাদের সাথে শেয়ার করবো। হয়তো কারো কাজে লাগলেও লাগতে পারে।

১• যে "কী" দ্বারা প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেয়া সম্ভব সেই "কী" তে হ্রস্ব ই-কার বসে এবং বিশেষ্যবাচক "কী" তে দীর্ঘ ই-কার বসে। যেমন,

তুমি কি জনি? উত্তর: হ্যাঁ।
তোমার নাম কী? উত্তর: জনি।
তুমি কি কাজটা করতে পারবে? উত্তর: হ্যাঁ।
তোমার কী লাগবে? উত্তর: বই

২• যেসব ক্রিয়াবাচক শব্দকে সাধুরূপে প্রকাশ করা যায় সেগুলোতে হ্রস্ব ই-কার বসে। যেগুলোকে সাধুরূপে প্রকাশ করা যায় না সেগুলোতে ও-কার বসে। যেমন,

গাছে ফুল ফোটে। এখানে "ফোটে" শব্দটির সাধুরূপ সম্ভব নয়। কিন্তু

"ফুল ফুটলে গাছগুলো খুব সুন্দর দেখায়।" এই বাক্যে "ফুটলে" শব্দটিকে সাধুরূপে "ফুটিলে" লেখা সম্ভব।

একই ভাবে- "ফুল তুলে মালা গাঁথি।" "মেয়েটি রোজ ফুল তোলে।"
"আমি ভুলে গিয়েছিলাম।"
"কেউ ভোলে না, কেউ ভোলে।"

আজ এ পর্যন্তই।
কোন ভুল হলে ধরিয়ে দিবেন। কারণ ভুল তো মানুষ মাত্রই হয়।

ধন্যবাদ সবাইকে।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এই সব বানান নিয়ে আমিও মহা ঝামেলায় আছি

২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৪৪

নিভৃতা বলেছেন: আমাকেও ভীষণ যন্ত্রণা করে।

২| ২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৪২

নেওয়াজ আলি বলেছেন: চরম বাস্তবতার অনন্য লিখনী।

২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৪৫

নিভৃতা বলেছেন: অনেক শুভ কামনা আপনার জন্য

৩| ২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অসাধারণ একটি পোস্ট।

২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৪৫

নিভৃতা বলেছেন: অশেষ কৃতজ্ঞতা জানাই

৪| ২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:০৬

রাজীব নুর বলেছেন: বানান ভুল করি আমি সবচেয়ে বেশি।

২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৪৬

নিভৃতা বলেছেন: আমিও প্রচুর বানান ভুল করি। কিন্তু পরিমানে সেটা এখন অনেক কমে এসেছে।

৫| ২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি এমন ভুলে ভরা মানুষ, যতই বকা হোক না, আমার ভুল হবেই হবে

২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৪৭

নিভৃতা বলেছেন: আমারও প্রচুর ভুল হয়।

৬| ২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৮

আহমেদ জী এস বলেছেন: নিভৃতা,




বেভুল না হলে সঠিকটা শিখবো কি করে ! এতো ব্যাকরণের কচকচানির চেয়ে ভুলই ভালো । কেউ ভুল বানান শুদ্ধ করে পড়ে নিতে পারলে বুঝবো "এলেম" আছে............ :)

( আপনার নিকেরও বানান বিভ্রাট ছিলো :P )

২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৫৪

নিভৃতা বলেছেন: বেভুল না হলে সঠিকটা শিখবো কি করে !
আমিও তো সেটাই বললাম। ভুল করেছি বলেই কিছু শিখতে পেরেছি। এই সামান্য একটু শেখাটা আপনাদের শেয়ার করলাম। আর কিছু না।
নিকটা ভুল ছিল বলেই তো শত অনুরোধে ঠিক করালাম। তবে এটা আমার অজান্তে হয়েছে। সেই আট বছর আগের টাইপিং মিসটেক। :)

৭| ২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার অনুচ্ছেদ ২-এর ব্যাখ্যাটা এরকম হবে মনে হয় :

আদিতে হ্রস্ব-উ-কার যুক্ত অসমাপিকা ক্রিয়াপদের সাধুরূপকে চলিত রূপে লিখলে তার আদিতে হ্রস্ব-উকার থাকবে। যেমন, উঠিয়া, ছুটিয়া, ফুটিয়া, পুড়িয়া, ঘুরিয়া, ছুঁড়িয়া, জুড়িয়া, শুনিয়া, ইত্যাদি চলতি রূপে হবে উঠে, ছুটে, ফুটে, পুড়ে, ঘুরে, ছুঁড়ে, শুনে, ইত্যাদি।

কর্তা তৃতীয় পুরুষ হলে সাধারণ অভ্যাস বা সাধারণ বর্তমান কালে উপোরোক্ত ক্রিয়াপদগুলোর আদিতে ও-কার হবে। যেমন, সে ওঠে, মামা ছোটে, ফুল ফোটে, কাগজ পোড়ে (কিন্তু কাগজ পুড়ে যায়), সে বই ছোঁড়ে, কাজ জোটে, সে শোনে, ইত্যাদি।

সোনাবীজ আপনাদের জন্য এই ব্লগে বাংলা একাডেমী প্রমিত বাংলা বানানের নিয়ম শেয়ার করেছেন। ওগুলো পড়লে বানানের ব্যাপারে আরো বিশদ জানা যায়।

২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৫৭

নিভৃতা বলেছেন: একদম ঠিক। কিন্তু এত কঠিন ব্যাকরণ না দিয়ে একটু সহজে বুঝিয়ে দিলাম আর কী। বানানের নিয়মটা আমার কাজে লাগবে খুব। অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

৮| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৫৭

করুণাধারা বলেছেন: কি/কী এর গোলমাল এ জীবনে আমার ঠিক হবে না। :(

২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২৫

নিভৃতা বলেছেন: আমার এই সমস্যা এখন আর হয় না। তবে বানান ভুল এখনও প্রচুর হয়। :(-?

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১৩

মিরোরডডল বলেছেন: ইন্টারেস্টিং পোষ্ট ।
কমেন্ট লিখবো কি আমিতো চিন্তিত কখন আবার কি বানান ভুল করি :- )

আপু আমিতো শুনেছিলাম একসময় বাংলায় ভুল বললেও এখন ি আর ী ম্যাটার করেনা । দুটোই রাইট । ইজ ইট ট্রু ?

০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫৬

নিভৃতা বলেছেন: চিন্তিত হওয়ার কোন কারণ নাই। আমি এখানে আমি যেটুকু শিখেছি সেটুকু শেয়ার করেছি, কারো কাজে লাগতে পারে এই ভেবে।

আপনি ঠিকই শুনেছেন। অনেক ক্ষেত্রেই এখন কি এবং কী ম্যাটার করে না। কিন্তু কিছু ক্ষেত্রে করে।

. "কি: যার উত্তর হ্যাঁ/না-এর মধ্যে সীমাবদ্ধ অর্থাৎ সম্মতিজ্ঞাপন প্রশ্নে ‘কি’ বসে। হ্যাঁ/না বোঝাতে ‘কি’ বসে। যেমন: তুমি কি খাবে? এই কি’র উচ্চারণ সংক্ষিপ্ত হবে। যেমন : হ্যাঁ/না। কি সর্বনাশ, কি জ্বালা।

কী: যার উত্তর বিষয়ের উপর নির্ভরশীল অর্থাৎ বিষয়জ্ঞাপন প্রশ্নে ‘কী’ বসে। ইংরেজি Wh (Who, What, Which, When, Where, How) দিয়ে প্রশ্ন করা হলে ‘কী’ বসে।। নির্দিষ্ট করে জানার জন্য কী, কোন, কোন উপায়ে, কবে, কেমন, কত, কোথায়, কখন, কিভাবে, কিসের জানতে চাইলেও কী ব্যবহৃত হয়। আবেগ/সন্দেহ /বিস্ময় /লজ্জা/ঘৃণা/সন্দেহ বোঝাতে ‘কী’ বসে। কী টেনে উচ্চারণ করতে হয়। যেমন: তুমি কী খাবে?—ভাত। What is your name? /Who are you? /Where will you go?/তুমি কী খাও?/এই কী’র উচ্চারণ দীর্ঘ হবে—ভাত। কী পড়—বই না পেপার। কী আশ্চর্য! কী সুন্দর!"

প্রমিত বাংলা বানানের রীতি থেকে কপি পেস্ট করে দিলাম।

অনেক শুভ কামনা আপনার জন্য। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.