নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিভৃতা। ভালোবাসি পড়তে। একটু আধটু লেখালেখির অপচেষ্টা চলে মাঝেমাঝে।

নিভৃতা

সামুতে আট বছর আগে কোনভাবে যুক্ত হলেও আমার ব্লগিং জীবন আসলে শুরু জানুয়ারি, ২০২০ থেকে।

নিভৃতা › বিস্তারিত পোস্টঃ

গল্প: ভয় - ১১

৩০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৭



১ম পর্ব - Click This Link



তারপর বীথির হাত থেকে চাবির গোছাটা নিয়ে ওর একটি হাত মুঠো করে ধরলেন।  শান্ত কণ্ঠে বললেন,
---চলো বীথি।
বীথি বিনাবাক্যব্যয়ে আসলাম খানের সাথে সাথে ঘর থেকে বেরিয়ে এলো। আসলাম খান ঘর থেকে বেরিয়ে চুপচাপ দরজাটা লক  করলেন। একটি কথাও বললেন না বীথির সাথে। বীথি কোনরকমে সাহস সঞ্চয় করে কিছু একটা বলতে চাইলো। কিন্তু গলা দিয়ে কোন স্বরই বের হলো না। আসলাম খান স্বাভাবিক কণ্ঠে বললেন,

---- কিছু বলতে হবে না তোমাকে। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ থাকাটা অত্যন্ত স্বাভাবিক। তার উপর তোমার বয়সও অল্প। ঐ তালাবদ্ধ ঘরে কী আছে তা দেখার আগ্রহ তোমার হতেই পারে। এজন্য তোমার অনুতপ্ত বা দুঃখিত হওয়ার কোন কারণ নেই। চলো বাগানে। বিকেলের চা টা খেয়ে নেই।

আসলাম খানের কথা শুনে বীথি যেন হাফ ছেড়ে বাঁচলো। আসলাম খানের দিকে তাকিয়ে কৃতজ্ঞতার হাসি হাসলো। আসলাম খানও হাসলেন। হেসে বললেন,
---তোমার জন্য একটা খুশির খবর আছে।
---কী খুশির খবর?
---বাগানে গিয়ে বলব। চলো।
বীথি বাগানের দিকে পা বাড়াতেই আসলাম খান বললেন,
---দাঁড়াও একটু। আমি আসছি।
আসলাম খান বীথির ঘরে চলে গেলেন। তারপর বীথির শালটা হাতে নিয়ে বেরিয়ে এলেন। ঝোঁকের মাথায় শালটা পড়তে বীথি ভুলে গিয়েছিল। বেশ ঠাণ্ডা পড়েছে আজকাল। আসলাম খান ওকে সযত্নে শালটা নিজের হাতে পরিয়ে দিলেন। আবার এক অদ্ভুত ভাল লাগায় আচ্ছন্ন হয়ে গেল বীথি। কী যেন এক  আকর্ষণ শক্তি আছে লোকটার। লোকটা কাছে এলেই একটা অন্যরকম ভাল লাগায় মনটা ভরে ওঠে। শালটা পরিয়ে দিয়ে আসলাম খান বললেন,

---বাইরে অনেক ঠাণ্ডা। ঠাণ্ডা লেগে যেতে পারে তোমার।

বীথি আসলাম খানের সাথে বাগানে আসলো। বাগানটা এমনিতেই সুন্দর। কিন্তু আজ যেন আরো বেশি মনমোহন হয়ে উঠেছে। শীতের ফুলগুলো যেন পেখম মেলে তাকিয়ে আছে। শীতটা তো ফুলের মৌসুম। তাই বাগানের নিজস্ব সৌন্দর্যের সাথে এসে শীতকালীন সৌন্দর্য্য যোগ হওয়ায় মনে হচ্ছে বেহেশত যেন মাটিতে নেমে এসেছে। চেয়ারে বসতে বসতে আসলাম খান বললেন,
---জানো, শীতটা আমার প্রিয় ঋতু। এই ঋতু হলো ঘুরে বেড়ানোর ঋতু। শীত এলে আমি ঘুরতে বেরিয়ে যাই অনেকদিনের জন্য। এবারও যাবো।
--কোথায় বেড়াতে যাবেন?
---প্রথমে যাবো কক্সবাজার। সাগর দেখেছ কখনও?
বীথি মাথা নেড়ে না বলল।  
----তাহলে দেখার জন্য তৈরি হয়ে নাও।
বীথি অবাক চোখে তাকিয়ে রইল।
----কী আমার সাথে বেড়াতে যেতে ভয় হচ্ছে বুঝি?
বীথি লজ্জা পেয়ে বলল,
---না তো। কী যে বলেন।

বীথির একটু একটু ভয় ঠিকই করছিল। কিন্তু ও সেটা প্রকাশ করলো না।

---আজ রাতেই আমাদের ফ্লাইট। গোছগাছ করে নাও সবকিছু। বীথি বিস্মিত হয়ে বলল,
---আজই? আমার তো ক্লাস চলছে।
---তুমি অনেক মেধাবী। এসব তুমি পুষিয়ে নিতে পারবে। চিন্তা করো না।

বীথি ভয়ে ভয়ে সব গোছগাছ করতে লাগলো। আসলাম খানকে ও বিশ্বাসও করতে পারছে না আবার অবিশ্বাসও করতে পারছে না। রূপম আহমেদের কথা মনে পড়লো ওর। লোকটা বলেছিল আসলাম খানের পরবর্তী শিকার বীথি। কী করবে এখন বীথি? ও কি এখান থেকে পালিয়ে যাবে? কিন্তু আসলাম খান যদি নিরপরাধ হন তাহলে এটা তো হবে ওর জীবনের সবচেয়ে বড় ভুল এবং বোকামি।

হঠাৎই বীথির মনে হলো বাড়িটা যেন একটু তাড়াতাড়িই আজ নিঝুম হয়ে গেল। রাত মাত্র আটটা বাজে। এখনও তো ডিনারই হয়নি। কাজের লোকেরা সব ডিনারের পর ঘরে যায়। বীথি নিজের ঘর থেকে বেরিয়ে এলো। কিচেনে বা সারা বাড়িতে কোন কাজের লোক নেই। এত তাড়াতাড়ি সবাই গেলো কোথায়?

---কী ব্যাপার বীথি? কাকে খুঁজছ?
আসলাম খানের কণ্ঠ শুনে চমকে উঠে ফিরে তাকালো বীথি। পেছনে কখন এসে আসলাম খান দাঁড়িয়েছেন ও টেরও পায়নি। কোনরকমে ঢোক গিলে ও বলল,

----না মানে, কাজের লোকগুলো কোথায় যে গেল বুঝতে পারছি না।
---ওরা সব তো বাড়ি চলে গেছে।
----বাড়ি চলে গেছে মানে? কোয়ার্টারে?
---ধুর কোয়ার্টারে হতে যাবে কেন? ওদের আসল বাড়িতে।
----আসল বাড়িতে! সবাই একসাথে?

কেমন যেন এক অস্বস্তি আর ভয় ধীরে ধীরে গ্রাস করতে লাগলো বীথিকে। কেমন যেন অদ্ভুত লাগছিল সব কিছু।

---আজ তো আমরা বেড়াতে চলে যাবো। বাড়ি তালাবদ্ধ রেখে যাবো। তো ওরা শুধু শুধু এখানে পড়ে থেকে কী করবে? তাই ভাবলাম ওদের ছুটি দিয়ে দেই। ওরাও বাড়িতে গিয়ে এনজয় করুক।

বীথি কিছু বলল না। ওর কিছুই ভাল লাগছিল না। কান্না পাচ্ছিল খুব। কিন্তু কেন ও নিজেও বুঝতে পারছিল না।

---শোন, এখনই বেরিয়ে পড়বো আমরা। বাইরেই ডিনার করবো। তোমার সব গোছানো শেষ তো?
বীথির মুখ দিয়ে কোন কথাই বের হচ্ছিল না। অদ্ভুত এক আতঙ্কে বুকটা ঢিপ ঢিপ করছিল। তবে কি খারাপ কিছু ঘটতে চলেছে ওর সাথে? ও কোনরকমে ঘাড় নেড়ে হ্যাঁ বলল।

   সাড়ে আটটার দিকে দারোয়ান একটা ট্যাক্সি ডেকে আনলো। ট্যাক্সিতে সব লাগেজ তোলা হল। বীথি সব ভাবনা চিন্তার উর্ধ্বে চলে গেছে ততক্ষণে। ও পুতুলের মত গিয়ে গাড়িতে উঠে বসলো। আসলাম খান ওর পাশে বসলেন। ওরা একটা রেস্টুরেন্টে ডিনারটা সেরে নিলো। ওদের ফ্লাইট রাত একটায়। তাই আসলাম খান বীথিকে নিয়ে উদ্দেশ্যহীন ঘোরাঘুরি করলেন অনেকটা সময়।

অনেক কথা বললেন যার বেশির ভাগই অর্থহীন। বীথি শুধু অন্যমনস্কভাবে হু হা করে গেলো। আজ আসলাম খানের কোন কথাই ওর কানে মধু বর্ষণ করতে পারছিল না। ফ্লাইটের সময় ঘনিয়ে আসতেই ওরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওয়ানা হলো। রাস্তাঘাট ততক্ষণে নিস্তব্ধ হয়ে গেছে। মানুষের চলাচল কমে এসেছে। শুধু মাঝে মাঝে  নিস্তব্ধতা ভেদ করে দূরপাল্লার গাড়িগুলো ছুটে যাচ্ছে। আর ওদের মত কিছু রাত্রির যাত্রীবাহী ট্যাক্সি, প্রাইভেট কার চলাচল করছে। কিন্তু সংখ্যায় তা খুবই কম। দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। একসময় ওদের ট্যাক্সি এসে এমন এক জায়গায় থামলো যেখানে এয়ারপোর্টের কোন চিহ্ন বীথি দেখতে পেলো না।

আসলাম খান ট্যাক্সি থেকে নেমে বীথিকে নামতে বললেন। বীথি ট্যাক্সি থেকে নামলো। আসলাম খান টাকা দিয়ে ট্যাক্সি ছেড়ে দিলেন। বীথি চারদিকে তাকিয়ে এয়ারপোর্টের কোন চিহ্ন কোথাও দেখতে পেলো না। যেহেতু ও কখনও এয়ারপোর্ট দেখেনি তাই ভাবলো আশেপাশেই হয়তো কোথাও এয়ারপোর্ট আছে। কিন্তু ওকে অবাক করে দিয়ে আসলাম খান একটা শাটার লাগানো ঘরের দিকে গেলেন।
চলবে

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: সর্বনাশ!
বোকা মেয়েটার তবে কি হবে?

রুপম কি পিছু নিয়েছে? ক্লাইমেক্সেতো দম আটকে দিলেন ;)

অপেক্ষা . . .

+++

৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৭

নিভৃতা বলেছেন: আল্লাহ আল্লাহ করেন।

আপনার মন্তব্যগুলো অনেক মজার হয়। ভালো লাগে।

ভালো থাকবেন।

২| ৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:১২

রাজীব নুর বলেছেন: বীথি খুব বেশি সহজ সরল।

৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৮

নিভৃতা বলেছেন: অনেকবার বললেন এই কথা। নতুন কিছু বলেন এবার। :(

৩| ৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:১৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এখন ভয় হচ্ছে।

পিশাচ নয় তো :(

৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৪০

নিভৃতা বলেছেন: হতেও পারে। :)

মন্তব্যের জন্য এবং গল্পের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এমন গুণীজনের মন্তব্য পেলে ভালো লাগে খুব।

৪| ৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:২৮

নেওয়াজ আলি বলেছেন: চলনসই লেখা।

৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৪১

নিভৃতা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ গল্পের সাথে থাকার জন্য। শুভ কামনা অফুরান।

৫| ৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৪৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভালোই চলছিল এখনতো ভয় হচ্ছে :((


৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৫৪

নিভৃতা বলেছেন: ভয়কে এবার জয় করতে হবে :)

৬| ৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৫৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি কিন্তু সত্যি পিশাচ ডরাই। বদহকলে মানুষ খাইলায়, মাইগ্গো মাই!

৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১৯

নিভৃতা বলেছেন: সৃষ্টির সেরা জীব অইয়া পিশাচরে ডরাইলে অইবো কেমনে। :)

৭| ৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:১২

করুণাধারা বলেছেন: মনে হচ্ছে বীথিকে মেরে ফেলবেন না! দেখা যাক উৎকণ্ঠার অবসান কিভাবে হয়!!

গল্পে লাইক।

৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ১:১৬

নিভৃতা বলেছেন: দেখা যাক কী হয়।
মন্তব্যে অনেক অনেক ভালো লাগা।

ভালো থাকবেন। সাথে থাকবেন।

৮| ৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ১:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার গল্প বলার কৌশল খুব সুন্দর।
ভয় পড়ে ভয়ই লাগছে।
শুভেচ্ছা রইলো

৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ১:১৮

নিভৃতা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনার মন্তব্য পেয়ে ভালো লাগছে খুব।
শুভ কামনা রইল আপনার জন্যও।

৯| ৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ২:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমারে খাইলিলে লেখালেখি করব কে?

৩১ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:০৩

নিভৃতা বলেছেন: খাইতোনায়। চিন্তা করিয়ইন না। :)

১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:১০

নীল আকাশ বলেছেন: মোহাম্মাদ আব্দুলহাক ভাই অসাধারণ একজন লেখক। এত গূণী লেখক ব্লগে হাতে গোনা আছে।
এই পর্বে এই গল্পের নাম নিয়ে আমি কমপ্লেইন তুলতে চাই। ছবি নিয়েও একই কথা। এর কোনটাই এই গল্পের জন্য উপযুক্ত নয়।
বেশি ছোট হয়ে যাচ্ছে পর্বগুলি। এত ছোট ভাল লাগছে না। লাস্ট লাইন এমনও তো হতে পারতো-
শাটার একটানে আসলাম খুলে ফেলতেই ভিতরে কী আছে দেখে বীথি সাথে সাথেই চমকে উঠলো......

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:১৫

নিভৃতা বলেছেন: গল্প নাম কী হলে ভালো হতো? একটা নাম দিন। আব্দুলহাক ভাই সত্যি অসাধারণ লিখেন। উনার মত গুণী লেখক খুব কমই আছে। এভাবে সবাই লিখতে পারে না।
ভেতরে তো চমকে ওঠার মতো কিছু নাই।

১১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২৪

নীল আকাশ বলেছেন: এখানেই তো আসল খেলা! পাঠক আগ্রহ এভাবেই ধরে রাখতে হয়।
ভেতরে তো চমকে ওঠার মতো কিছু নাই। কে বললো? একটা গাড়ি তো আছে। এখানে গাড়ি থাকবে কেন?

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১০

নিভৃতা বলেছেন: তাই তো। এটা তো ভেবে দেখিনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.