নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিভৃতা। ভালোবাসি পড়তে। একটু আধটু লেখালেখির অপচেষ্টা চলে মাঝেমাঝে।

নিভৃতা

সামুতে আট বছর আগে কোনভাবে যুক্ত হলেও আমার ব্লগিং জীবন আসলে শুরু জানুয়ারি, ২০২০ থেকে।

নিভৃতা › বিস্তারিত পোস্টঃ

বাসনা ছুরি - ০৩

২০ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪৯




২য় পর্ব - Click This Link

তিন

---মা, আমি আর পারছি না। এই মেয়েটা যত দিন যাচ্ছে তত অদ্ভুত হয়ে উঠছে।
---এখন এসব কথা বলে কী হবে শুনি। তখন তো আমার কথা কানে তোলনি।
বললেন তানির মা রওশন আরা। বিকেলবেলা খাবার টেবিলে বসে চা খেতে খেতে কথা বলছিল ওরা।
---তখনকার কথা বাদ দাও তো মা। এখন কী উপায় তা বলো।
---ওকে অত ভয় পাওয়ার কিছু নেই। সবাই জানে ও স্বাভাবিক না।
---কিন্তু যত দিন যাচ্ছে ও আমার জন্য একটা অস্বস্তির কারণ হয়ে উঠছে।

এমন সময় তিতলি এসে ঘরে ঢুকল। তিতলি এসে ঘরে ঢুকতেই দুজন চুপ হয়ে গেলো। তানি এটা সেটা কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। তানি কাজ করছিল ঠিকই কিন্তু অনুভব করছিল এক জোড়া শীতল দৃষ্টি তাকে অনুসরণ করে চলেছে। তানির শরীরটা সিরসির করে ওঠে। একটা ভয় যেন পা থেকে মাথা পর্যন্ত গড়িয়ে গড়িয়ে উঠে পড়ে। কবে যে এই ভয় থেকে মুক্তি পাবে সে কে জানে। আবীরকে কতবার বলল মেয়েটাকে কোন হোস্টেলে পাঠিয়ে দিতে। কিন্তু কে শোনে কার কথা। তানি নুডলসেের বাটিটা মায়ের দিকে এগিয়ে দিয়ে বলল,
---মা ওর নুডলসটা দিয়ে দাও তো।
তানির আজকাল তিতলিকে সরাসরি কোন কথা বলতেও কেমন জানি বাঁধে। রওশন আরা তিতলিকে নুডলসটা খেতে বললেন। তিতলি প্রথমে বাথরুমে গেলো। লক্ষ্মী মেয়ের মত হাতমুখ ধুয়ে এলো। আশ্চর্য! ছয় বছরের ছোট্ট একটা মেয়ে ও। কোন কিছুই ওকে বলে করাতে হয় না। সব এক নিয়মে করে যায়। যেন কেউ ওর কানে কানে ফিসফিস করে বলে দেয় আর ও সেই নিয়মে চলে। টেবিলে বসে কোন শিশুসুলভ উৎপাতই ও করে না। যাই দেয়া হয় তাই বিনাবাক্যব্যয়ে খেয়ে নেয়। এইটুকু বাচ্চা মেয়ের এমন আচরণ ভীষণ অবাক করে তানিকে। প্রতিদিনের মতই বাধ্য মেয়ের মত নুডলসটা খেয়ে নিজের রুমে চলে গেল তিতলি। তানি যেন হাঁফ ছেড়ে বাঁচলো। রওশন আরা তানিকে উদ্দেশ্য করে বলে উঠলেন,
---এতটুকুনি একটা মেয়ে, মুখ দিয়ে রা বের হয় না একে এত ভয় পাওয়ার কী আছে বাপু কিছুই বুঝি না।
---মা, তুমি তো সবই জানো। তাহলে কেন বার বার একই কথা বলো?
---জানি বলেই বলি। ঐ দিন যদি .....
রওশন আরা কিছু একটা বলতে যাবেন তখনই আবীরের গাড়ির শব্দ পাওয়া গেলো। তানি বলে উঠলো,
---চুপ করো তো মা। কতবার বলেছি এসব কথা এভাবে বলো না।

রওশন আরা চুপ করে সেখান থেকে চলে গেলেন। আবীর এসে ঘরে ঢুকল। তানির দিকে একবার তাকিয়ে তিতলির রুমে গিয়ে ঢুকলো। তিতলি ওর পড়ার টেবিলে বসে হোমওয়ার্ক করছে। এটা ওর প্রতিদিনের রুটিন। সন্ধ্যায় নাশতা সেরে সোজা পড়ার টেবিলে। তিতলি ওর রুটিন মত সব কাজ করে। একটুর জন্যও ওর রুটিনের এদিক সেদিক হয়না কখনো। মাত্র ছয় বছরের একটা মেয়ের মধ্যে এমন দায়িত্ববোধ অবাক করার মত। দিন দিন মেয়েটা দুর্বোধ্য হয়ে উঠছে। মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে আবীর বলে,
---মামনি আজ কী হোমওয়ার্ক করছ?
তিতলি কোন কথা না বলে হোমওয়ার্কের খাতাটা তুলে দেখায়। আবির খাতাটা একটু দেখে বলে,
---আজ রিশাদ এসেছিল স্কুলে?
তিতলি মাথা নেড়ে হ্যাঁ বলে।
---আর কী কী হলো আজ স্কুলে?
তিতলি নীরব।
---আজ সারাদিন কী কী করলে,
তিতলি নীরব।
---ছবি এঁকেছ নতুন কোন?
তিতলি মাথা নেড়ে হ্যাঁ বলল। তারপর আর্টের খাতাটা বের করে দেখালো। আবীর তাকিয়ে দেখলো কচি হাতের আঁকিবুকি। আর সব কালো রঙ।
---কী এঁকেছ বলো তো আমাকে।

তিতলি নীরব। বিষাদের ছায়া নেমে আসে আবীরের মুখটায়। ব্যথিত চোখে তাকিয়ে থাকে মেয়ের দিকে। নিজের মেয়ে তার সাথে কথা বলে না। এমন না যে ও বোবা। কথাই বলতে পারে না। তাহলেও না হয় নিজেকে সান্ত্বনা দেয়া যেত। কিন্তু মেয়েটা কথা বলতে পারে এবং খুব ভাল কথা বলে। কিন্তু ও কথা বলে হাতেগোনা বিশেষ কজনের সাথে। বাকি সবাই হাজার চেষ্টা করলেও ওর মুখ দিয়ে টু শব্দটিও বের করতে পারে না। এমন কি নিজের বাবা-মার সাথেও এই মেয়ে কথা বলে না। স্কুল থেকেও প্রায়ই অভিযোগ আসে, তিতলি প্রশ্ন করলে উত্তর দেয় না। একদিন তো প্রিন্সিপাল বলেই ফেললেন,
---মি: আবীর আপনার মেয়েকে প্রতিবন্ধীদের স্কুলে দেন। আপনার মেয়ের জন্য ক্লাসে পড়ার পরিবেশ নষ্ট হয়।

কিন্তু আবীর জানে ওর মেয়ে প্রতিবন্ধী নয়। ও আর সবার মতোই স্বাভাবিক। শুধু......। বুকটা ভারী হয়ে ওঠে। এমন সময় তানি এসে রুমে ঢুকে। বলে,
---কেন বৃথা চেষ্টা করছ বলো তো? চলো। ওকে ওর মত থাকতে দাও।

আবীর ও তানি নিজেদের ঘরে চলে এলো।
---আগামীকাল আমি একজন ডাক্তারের অ্যাপয়েণ্টম্যাণ্ট নিয়েছি। সাইকোলজিস্ট। তিতলিকে কাল ওর কাছে নিয়ে যাবো আমরা।
---সাইকোলজিস্ট কেন? কী দরকার এসবের?
---আমি চাই ও আর সবার মত স্বাভাবিক হোক। আমার সাথে তোমার সাথে সবার সাথে কথা বলুক। খিলখিল করে হাসুক। খেলুক, বায়না ধরুক। তুমিও কি তা চাও না?"
---না, চাই না। তুমি বরং ওকে কোন হোস্টেলে দিয়ে দাও। এটাই আমাদের জন্য ভাল। ও সামনে থাকলে আমি সব সময় ভয়ে কাঁটা হয়ে থাকি। একটা অস্বস্তি আমাকে কুরে কুরে খায়।
---অসম্ভব। ওকে কিছুতেই আমি হোস্টেলে দিবো না। আমি ওকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবো।
---বড্ড ভুল হয়ে গেছে।
---কী ভুল।
---কী ভুল তুমি ভালোই জানো।
---আর একবার ঐ কথা উচ্চারণ করবে তো....
---করবে তো কী?
---আসলেই ভুল হয়েছে আমার। মস্ত ভুল।
---কী বলতে চাইছো তুমি?
---আমার সব সর্বনাশের মূল হলে তুমি।
---আর তুমি ধুয়া তুলসী পাতা তাই না?
এমন সময় রওশন আরা এসে ঘরে ঢুকলেন।
---কী শুরু করলি তোরা? তোদের রোজকার এই ঘ্যানঘ্যানে আমি অসহ্য হয়ে গেছি।
---অসহ্য তো আমিও হয়ে গেছি মা। আমি আর পারছি না।
---অসহ্য হয়ে গেছ তো বসে আছো কেন? দূর হও আমার বাড়ি থেকে?
---কী বললে তুমি? এত বড় সাহস তোমার! আমাকে তুমি বাড়ি থেকে বের হয়ে যেতে বলছো? আমি না থাকলে তোমার কী হাল হত ভেবে দেখেছ? আমি ছিলাম বলেই আজ বেঁচে আছ।
---হাল এমন কিছু ভালো তো এখনো নেই। তোমার কারণেই আমার এই হাল হয়েছে। এমন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ঢের ভাল ছিল। এমন জীবন কে চেয়েছিল?
---এই কথা তখন মনে ছিল না? তখন তো বেড়ালের মত মিউ মিউ করছিলে আমার আঁচল ধরে।
---তানি!
চিৎকার করে উঠলো আবীর। রওশন আরা আবীরের দিকে তাকিয়ে তাড়াতাড়ি বলে উঠলেন,
---শান্ত হও বাবা। মাথাটা ঠান্ডা করো। এভাবে চিৎকার চ্যাঁচাম্যাচি করে কারো কোন ভাল হবে না।

তারপর মেয়েকে টেনে অন্য ঘরে নিয়ে গেলেন। তানি গলা তুলে বলতে থাকলো,
---ছাড়ো আমাকে। আজ এর একটা বিহিত করতে দাও আমাকে।
রওশন আরা মেয়ের মুখ চেপে ধরলেন। ধীরে ধীরে স্তিমিত হতে লাগলো তানির গলা। আবীর ধপাস করে বসে পড়লো চেয়ারে। এই জীবনটাই কি চেয়েছিল ও? পাপ, ঘোর পাপ! ঘোর পাপের বেড়াজালে আটকে পড়েছে সে। অন্ধকার থেকে গভীর অন্ধকারে ডুবে চলেছে তার জীবন। সেই অমানিশার অতল অন্ধকারে ডুবে ডুবে ছটফট করা ছাড়া আর কিছুই করার নেই তার আজ।

তিতলি আপন মনে ওর কাজ করে যাচ্ছে। ওকে দেখে মনে হবে এসব কিছুই ওর কানে ঢুকছে না। কিন্তু সত্যিটা হলো ও শুধু শোনেই না। বরং একটু বেশিই শোনে। একটু বেশিই বোঝে। বয়সের তুলনায় একটু বেশিই পরিপক্ক ও। হোমওয়ার্ক শেষ করে রুটিন দেখে নির্লিপ্তভাবে আগামীকালের জন্য স্কুল ব্যাগটা গুছিয়ে চেইনটা লাগাতে যাবে তখনই চেইনটায় একটা আঙুল আটকে গেলো ওর। কচি আঙুলটা অনেকখানি কেটে গিয়ে দর দর করে রক্ত পড়তে লাগলো। কিছুক্ষণ শীতল চোখে রক্তটার দিকে চেয়ে থাকে ও। তারপর আবীরের রুমে গিয়ে ঢোকে। একটা চেয়ার টেনে নিয়ে ওয়ারড্রোবের উপর থেকে ফাস্টএইড বক্সটা নামায়। শব্দ হতেই সংবিৎ ফিরে পায় আবীর। তিতলির হাতে ফাস্টএইড বক্সটা দেখে ছুটে ওর কাছে আসে। দেখে দরদর করে হাত দিয়ে রক্ত পড়ছে। কিন্তু তিতলির মুখে একটুও ব্যথার ছাপ নেই। তিতলির হাতটা তাড়াতাড়ি হাতে নিয়ে আবীর উদগ্রীব হয়ে বলে,
---হাত কাটলি কী করে?
তিতলি নিরুত্তর। শুধু শীতল দৃষ্টিতে চেয়ে রইলো আবীরের দিকে।
---তুই কী রে? মানুষ না অন্য কিছু? তোর কী ব্যথাও লাগে না? তোর বয়সী বাচ্চা এমন ব্যথা পেলে কেঁদে বুক ভাসাবে। কাঁদ না মা। একটু কাঁদ।
মরিয়া কণ্ঠে অনুনয় করতে থাকে আবীর। তিতলি চুপ করে দাঁড়িয়ে থাকে। কোন কথাই যেন ওর কানে পৌছে না। কোন ব্যথাই যে ওকে স্পর্শ করে না।

চার

দরজায় নক করতেই ভেতর থেকে একটি ভারী কণ্ঠস্বর ভেসে এলো।
---আসুন।
ভারী কাঁচের দরজা ঠেলে রীণা ভেতরে ঢুকলো। আজ পাঁচদিন হয় ও চাকরিতে যোগ দিয়েছে। এই প্রথম বসের কেবিনে ডাক পড়লো ওর। বুকটা ধুকপুক করছে। রীণা এখনো জানে না ওর পোস্টটা কী? ওর কাজই বা কী? শুধু একটা কেবিনে সকাল থেকে বিকেল পর্যন্ত সময় কাটিয়ে চলে যায় ও। অনেককে জিজ্ঞেস করে কোন ঠিকঠাক উত্তর পায়নি এখনো। সম্ভবত ওরাও ভাল করে জানে না কিছু। এত বড় একটা প্রাইভেট ফার্মে চাকরি পাওয়াটাই ওর জন্য একটা বিস্ময়। তেমন কোন যোগ্যতা নেই। অভিজ্ঞতা নেই। স্যান্ডেলের তলা ছিঁড়ে গেছে সামান্য একটা চাকরি খুঁজতে খুঁজতে। সেখানে এত বড় একটা প্রাইভেট ফার্মে চাকরিটা যেন হেঁটে হেঁটে ওর কাছে চলে এলো। চাকরির বিজ্ঞপ্তিটা ওদের বাড়ির গেটটায় সেঁটে লাগিয়ে গিয়েছিল কেউ। দেখে প্রথমে মেজাজটা গরম হয়ে গিয়েছিল ওর। বাড়ির গেটে এভাবে কেউ বিজ্ঞপ্তি লাগায়। ছিঁড়ে ফেলতে যাচ্ছিল তখনই নজরে আসে লেখাগুলো। নিয়োগ বিজ্ঞপ্তি। ভাবলো একবার পড়তে দোষ কী? পড়ে মনে হলো ওর যে যোগ্যতা তাতে যোগাযোগ করার সুযোগ আছে। চোখ বুজে আবেদনপত্রটা পাঠিয়ে দিলো। দুদিন পর কোন চিঠি না সরাসরি ফোন এলো ওর কাছে। ব্যাপারটা একটু আজগুবিই ছিল। যে লোকটা ফোন করেছিল সে পরেরদিন দেখা করার জন্য বলল। রীণা দেখা করলো। লোকটা ছিল বসের প্রাইভেট সেক্রেটারি। দেখা করতেই বলল,

----অভিনন্দন। আপনার চাকরি হয়ে গেছে। আগামীকাল থেকেই জয়েন করবেন।
রীণা বিস্ময়ে থ হয়ে বলল,
---আপনারা তো আমার কোন ইন্টারভিউই নিলেন না।
লোকটা হেসে বলল,
---লাগবে না। তবে যে পোস্টের জন্য আপনি আবেদন করেছিলেন সেই পোস্ট নাও হতে পারে।
---তাহলে কী পোস্ট?
---সেটা পরে জানতে পারবেন। আপাতত কাল থেকে জয়েন করেন।

বলে লোকটি রীণাকে ওর কেবিনটা দেখিয়ে দিল। রীণার মনে অনেক দ্বিধা কাজ করছিল। বার বার মনে হচ্ছিল এটা কোন টোপ নয়তো? আজকাল তো কত কী হচ্ছে। প্রাইভেট ফার্মের আড়ালে এখানে কোন বেআইনি কাজ হচ্ছে না তো। কোন ফাঁদে পা দিয়ে নিজের সর্বনাশ ডেকে আনছে না তো ও? দোনোমনো করতে করতে শেষ পর্যন্ত চাকরিটা করবে বলেই স্থির করে রীণা। এই মুহূর্তে একটা চাকরি ওর বড্ড প্রয়োজন। আর এমন সুযোগ বারবার ওর জীবনে আসবে না। তাই অযথা চিন্তা করে এমন একটা সুযোগ হাতছাড়া করা বোকামিরই নামান্তর। তাছাড়া রীণা খবর নিয়ে জেনেছে এই প্রাইভেট ফার্মটা নতুন হলেও এরই মধ্যে অনেক নাম করে ফেলেছে।

রীণা দেখলো বস মানে মি: আশরাফ কাঁচের জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে ছিলেন। রীণা ঢুকতেই তিনি জানালা থেকে ফিরে এসে বিশাল টেবিলের ওপাশে রাখা রিভলভিং চেয়ারটায় বসলেন। তারপর রীণার দিকে তাকিয়ে বললেন,
---বসুন, মিস রীণা।
রীণা অস্বস্তি নিয়ে বসলো। একটু মোটা, একটু কালো কিন্তু লম্বা গড়নের লোকটার চেহারা ও কণ্ঠস্বর দুটোই গাম্ভির্যের চাদরে মোড়া। রিভলভিং চেয়ারটায় মাথাটা হেলিয়ে দিয়ে চেয়ারটাকে বাঁ থেকে ডানে, ডান থেকে বাঁয়ে ঘুরাতে ঘুরাতে তীক্ষ্ণ দৃষ্টিতে রীণাকে লক্ষ্য করতে লাগলেন মি: আশরাফ। রীণার অস্বস্তি আরো বেড়ে গেলো। কোন রকমে বলল,
---ডেকেছিলেন স্যার?
মি: আশরাফ সে কথার কোন উত্তর না দিয়ে জিজ্ঞেস করলেন,
---কেমন আছেন মিস রীণা।
---জ্বী ভাল স্যার।
---আপনার দেখি সাধারণ ভদ্রতা জ্ঞানও নেই।
রীণা চমকে উঠল।

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:২৩

নেওয়াজ আলি বলেছেন: অনবদ্য পোষ্ট্

২০ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩১

নিভৃতা বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন ভাই।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: তে রাস্তার মোড়ে যে দাড়ালাম! ....

কোনদিকে যাবে? গল্প! .....
অপেক্ষা....

২০ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৩

নিভৃতা বলেছেন: হা হা হা। দেখা যাক কোন রাস্তায় হাঁটে।
মন্তব্যে অশেষ ভালো লাগা।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন: গত পর্বের চেয়ে ভাল। কাহিনীতে নতুন নতুন ঘটনা , চরিত্র যোগ হচ্ছে।

চলতে থাকুক। তিতলির ব্যাপারটা রহস্যের সৃষ্টি করেছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৪

নিভৃতা বলেছেন: মন্তব্যে অনেক ভালো লাগা। ভালো থাকবেন। গল্পের সাথে থাকবেন :)

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:০৫

এম এ হানিফ বলেছেন: পর্বটি বেশ ভাল লাগলো। সামনে আরো নতুন চমক পাব আশা করি।

২০ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৫

নিভৃতা বলেছেন: আপনার ভালো লাগায় আমারও ভালো লাগা। ভালো থাকবেন।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:০৯

রাজীব নুর বলেছেন: গল্পে আরাম পাচ্ছি না।

২০ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৬

নিভৃতা বলেছেন: বুঝতে পারছি। দেখি, সামনে ভালো লাগাতে পারি কিনা :)

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫০

ইসিয়াক বলেছেন: আছি আপনার সাথে। ভালো লাগছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৪৬

নিভৃতা বলেছেন: অশেষ কৃতজ্ঞতা ভাই। ভালো থেকো সব সময়।

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:১৯

করুণাধারা বলেছেন: সামুতে একজন রহস্য- গল্প লেখক পাওয়া গেল!

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২৬

নিভৃতা বলেছেন: হা হা হা। লজ্জা পাইলাম। রহস্য ভালো লাগে। তাই একটু চেষ্টা করেছিলাম।
মন্তব্যে অশেষ ভালো লাগা।

আপনার গল্পের নতুন পর্ব শীঘ্রই পাচ্ছি আশা করি।

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: পড়েছি আপি
ভালো লাগার গল্প

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩০

নিভৃতা বলেছেন: ভালোবাসা রইলো তোমার জন্য। ফেবুতে তোমার সাথে বন্ধু হতে চাই আপু।

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:০৫

নীল আকাশ বলেছেন: কিছু মনে করবেন না, এই পর্ব আপ্নি টেনে টেনে কথাবার্তা দিয়ে বড় করেছেন। পুরো পর্বের মাঝে আসলে যেটা বুঝাতে চেয়েছেন সেটা আরও অনেক অল্পতেই লেখা যেত। আগের পর্ব মারাত্মক ভালো লেগেছিল। খুব আগ্রহ নিয়ে পড়তে বসেছিলাম এবার!

আরেকটা বিষয় আপনার জানার জন্য লিখে দিলাম। আমার খুব পছন্দের বিষয়।

সকলেই হয়তো দাঁতে ব্যাথা হলে ডেন্টিস্টের কাছে যান, হাড়ে ব্যথা হলে অর্থোপেডিকের কাছে যান। বিভিন্ন রোগের ক্ষেত্রে আলাদা বিশেষজ্ঞের ব্যাপারে হয়তো আপনারা সকলেই জানেন। এবার তাহলে জেনে নেওয়া দরকার যে মানসিক সমস্যা হলে কি করা উচিৎ।

সাইকিয়াট্রিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞ এবং সাইকোলজিস্ট বা মনোবিজ্ঞানী উভয়ে ভিন্ন ধরনের প্রশিক্ষিত চিকিৎসক যারা আপনার মানসিক স্বাস্থ্য সমস্যাকে মোকাবেলা করতে সাহায্য করতে পারেন। সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট এর মধ্যে সামঞ্জস্য থাকলেও অনেক গুরুত্বপূর্ণ পার্থক্য বিদ্যমান। চলুন তাহলে জেনে নিই সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট এর মধ্যকার পার্থক্যের বিষয়ে। আপনি কী সাইকিয়াট্রিস্ট এর কাছে যাবেন নাকি সাইকোলজিস্ট এর কাছে যাবেন? কিন্তু সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট এর মধ্যকার পার্থক্য যদি না জানেন তাহলে এদের কাজের ধরনও বুঝবেন না।

সাইকোলজিস্ট ও সাইকিয়াট্রিস্ট দুজনই মানসিক রোগ বিশেষজ্ঞ। এদের মধ্যে পার্থক্য হচ্ছে, সাইকিয়াট্রিস্ট হতে হলে তাকে অবশ্যই মেডিকেল ডিগ্রি নিতে হয় অর্থাৎ ডাক্তার হতে হয়। আর সাইকোলজিস্ট হতে হলে মেডিকেল ডিগ্রি নিতে হয় না, কলেজ/বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজি সাবজেক্টে অনার্স/মাস্টার্স ডিগ্রি নিলেই হয়। অনেকেই এরপরও আরও উচ্চতর ডিগ্রী নেন, যেমন পিএইচডি।

আরেকটি পার্থক্য হচ্ছে, সাইকিয়াট্রিস্ট ঔষধ প্রেসক্রাইব করতে পারবে কিন্তু সাইকোলজিস্টের ঔষধ প্রেসক্রাইব করার অনুমতি নাই। তবে উনি কাউন্সেলিং সেবা দিতে পারবে। সাইকিয়াট্রিস্টদের মেডিকেল ট্রেনিং থাকার কারণে তারা ঔষধ সেবনের পরামর্শ দিতে পারেন। এটাই তাদের মধ্যকার উল্লেখযোগ্য পার্থক্য। কিছু ক্ষেত্রে সাইকোলজিস্টরাও সীমিত সংখ্যক ঔষধের ব্যবস্থাপত্র দিতে পারেন যদি তারা সাইকো-ফারমাকোলজি এর কোর্স সম্পন্ন করেন।

সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট উভয়েই সাইকোথেরাপি অনুশীলনের বিষয়ে – রোগীদের সাথে তাদের সমস্যার বিষয়ে কথা বলার জন্য প্রশিক্ষণ নিয়ে থাকেন। তাদের ভিন্ন প্রেক্ষাপট এবং প্রশিক্ষণের কারণে তাদের মানসিক স্বাস্থ্য সমস্যা সমাধানের ধরন ভিন্ন হয়।

আপনি প্রথমেই ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাবার কথা লিখেছেন। আগে সাইকোলজিস্টদের কাছে যেতে হয়। কাউন্সিলিং দিয়েই অনেক সমস্যার সমাধান হয়ে যায়। কোন ঔষুধ লাগলে তখন তারাই সাইকিয়াট্রিস্ট এর কাছে পাঠাবে।
ধন্যবাদ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:০৭

নিভৃতা বলেছেন: টেনে লম্বা করেছি বলছেন। পয়েন্ট নোট করে রাখলাম।
সুন্দর একটা ব্যাপার বুঝিয়ে বললেন। এইটা জানা ছিল না। ব্লগে লেখা পোস্ট করলে কত কী যে শেখা যায়, শোধরানো যায়। সাইকোলজিস্ট এডিট করে দিয়েছি। :)
শুভ কামনা অফুরান।
ভালো থাকবেন।

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:১৫

নীল আকাশ বলেছেন: তানির সাথে দুইজনের কথোপকথন অতিরিক্ত লেগেছে। এরচেয়ে এক প্যারাতেই তিতলির সমস্যা লিখে দিতে পারতেন।
সাইকোলজি আমার খুব প্রিয় সাব্জেক্ট। ব্লগে একমাত্র আমারই এটার উপর গল্পের সিরিজ আছে। নাবিলা কাহিনী। মাত্র একটার ১ম পর্ব পড়েছেন। এই সিরিজ পুরোটাই সাইকোলজির উপর লেখা।
ধন্যবাদ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২২

নিভৃতা বলেছেন: নাবিলা কাহিনী আমি ধীরে পুরোটাই পড়বো। আমার গল্পটা কিন্তু সাইকোলজি নিয়ে না। আচ্ছা রিরাইট করার সময় এই জায়গাটা অন্যভাবে লেখা যায় কিনা দেখবো।
অনেক শুভ কামনা উস্তাদজী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.