নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূদ্রনীল আকাশ যদি কালো হয়ে যায়, কি\'ইবা করার আছে, কে\'ইবা করতে চায়!

নিহান ওয়াহিদ

রুদ্রনিল আকাশ যদি কালো হয়ে যায়,

নিহান ওয়াহিদ › বিস্তারিত পোস্টঃ

বিশিষ্টজনদের বিশিষ্টালাপ

১৩ ই মে, ২০১৫ রাত ১:১৫

মাঝে মাঝে মনে হয়, রবিন্দ্রনাথ, নজরুল, রকিব হাসান, জাফর ইকবাল, হুমায়ূনসহ আরও কিছু সাহিত্যিক এবং বিশিষ্টজন যদি একসাথে হন তাহলে তাদের আলোচনা কিরূপ হবে। তার ছোট্ট একটা মডেল দেওয়া যায়। মনে করুন আপনি আপনার হাই স্কুলের টিচার্স কমন রুমে আছেন। সবাই আলোচনা করছেন-

রবিন্দ্রনাথ- সাহিত্য হবে এরকম, নাহি বর্ননার ছটা, ঘটনার ঘনঘটা।
রকিব হাসান- আপনার এই কথার সাথে একেবারে একমত জনাব। কিন্তু আপনি নিজেই একথা মানেন না। আপনার একটি ঘটনার বর্ননায় তিন পৃষ্ঠা লাগিয়ে দেন।
রবিন্দ্রনাথ- তুমি কি বুঝ মিয়া। এদিনকার ছেলে। নাক টিপিলে দুধ পড়িবে গলগলিয়ে।
প্রমোথ চৌধুরী- আহা। বিবাদ করছেন কেন। পাঠককে সাহিত্য রস দানে আমাদের হাতে হাত রেখে কাজ করতে হবে।
নজরুল- প্রেমে হাত ধর মম।
শরত্চন্দ্র- প্রেম থেকে মনে হলো, আমরা হলাম দেবদাস, আর সাহিত্য হলো পার্বতী। আমাদের প্রেম কিন্তু অকৃত্রিম।
হুমায়ূন- আরে শরত্চন্দ্র মশাই। আপনার এই দেবদাস টেবদাস পড়ে ছেলেরা নষ্ট হচ্ছে। তরুণরা রোমান্টিক ছাড়া আর কিছু লেখছে না। আর সব লেখার শেষ হয় মৃত্যু দ্বারা।
জাফর ইকবাল- হুম। প্রেমের তাড়নায় তরুণদের আধমরা অবস্থা।
নজরুল- ওরে অবুঝ, ওরে আমার কাঁচা
আধমরাদের ঘা মেরে তুই বাঁচা।

শরত্চন্দ্র হুমায়ুনের হিমু নিয়ে সম্ভবত কিছু বলতে চাচ্ছিলেন। কিন্তু এই সময় সাদা চুল ওয়ালা এক আগন্তুক প্রবেশ করলেন। তাকে দেখে নজরুল বললেন
"আসিবে তুমি জানি প্রিয়
আনন্দ মনে বসন্ত এলো"

এসব দেখে কোত্থেকে যেন লালনের ঢেউ উঠলো। তিনি গাইলেন
" খাঁচার ভেতর অচিন পাখি ক্যাম্নে আসে যায়"

জাফর ইকবাল- না না। ইনি অচিন হবেন কেন। ইনিতো মহামান্য বিজ্ঞানী আইনস্টাইন। নিশ্চয়ই আবারও বাসার ঠিকানা ভুলে গেছেন।
প্রমোথ চৌধুরী- এখানে সাহিত্যের অমৃতের মাঝে বিজ্ঞান আবার আসল কেন। সাহিত্যের রস আর বিজ্ঞানের কষ মিলে যেটা হয়েছে তার নাম সায়েন্স ফিকশান। একদম তিতা না বিষ বানিয়ে ফেলেছে।
জাফর ইকবাল- কেন মশাই। সাহিত্যকে আপনারা শুধু আপনাদের জন্যই তালাবন্ধ করে রাখবেন?

ওনার কথা শুনে জাতীয় কবির আর সহ্য হল না। তিনি চিৎকার দিয়ে বললেন
" লাথি মার ভাংরে তালা"
হুমায়ূন- আস্তে আস্তে জনাব। বৃটিশরা এদেশে নেই। কিন্তু বৃটিশ রাষ্ট্রদূত কিন্তু আছে। তারা আপনাকে আবার কারারুদ্ধ করে রাখতে পারে।

নজরুল- কারার ঐ লোহ কপাট.........

নজরুল শেষ করতে পারলেন না। তার আগেই সবাই ওনার মুখ চেপে ধরল। অতঃপর ঘটল বিষিষ্টজনের সমাবেশের বিদ্রোহী সমাপ্তি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.