নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I believe in Magic

I believe in Magic

নিক নূরুল

I believe in Magic

নিক নূরুল › বিস্তারিত পোস্টঃ

অমৃতদিনের স্বপ্ন

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৫

একদিন আকাশে ঝড় উঠবে অকস্মাৎ

বৃষ্টির বদলে ঝমঝম ঝরে পড়বে ফোটা ফোটা কবিতা।

কুণ্ডলী পাকানো ধোঁয়া উঠবে কবিতার শরীর থেকে এবং

সেই সাথে বারুদের কড়া গন্ধ।

একদিন আকাশ নদীর কাছে ধার চাইবে সুশীতল জলধারা,

নদী চাইবে বিলের কাছে, বিল মাটির কাছে।

মাটি বৃক্ষের কাছে চাইবে সারাজীবন উজার করে দেওয়া প্রানের

অনির্দিষ্ট কমিশন।

গাছ থেকে খট করে ঝরে পড়বে দুর্ভিক্ষপীড়িত একটা শুকনা পাতা।

খুনিরূপ ধারন করবে টকটকে লাল আকাশ,

সূর্যটা পুরনো জিনসের মতো রংচটা অ্যাশ।

সারা দুনিয়ার মাটির বিশ্বমোড়ল হবে বিরসা সাহারা।

চাইনিজ কুড়ালের উদ্যত তাড়া খেয়ের সুন্দরবন থেকে নির্বাসিত হবে “রয়্যাল বেঙ্গল টাইগার’।

জিম্নেসিয়ামের তৈরি অভিনেতারা ডিজিটাল ফরম্যাটে বন্দী করবে

পূর্ণিমা ভেদ করা চাঁদের কলংকের অসাধারণ গল্প!!

আর বিড়ালচখী নায়িকার ত্যাগের মহিমায় লজ্জিত হবে

টেক্সটাইল ইঞ্জিনিয়ার।।



একদিন

মানুষের প্রয়োজনীয় অক্সিজেন নিলামে উঠবে মুক্তবাজারে

জীবনভর্তি ট্যাঙ্কের ঘর্ষণে আটলান্টিকে উঠবে বুদবুদ।

রক্তলাল হবে পদ্মা মেঘনা বুড়িগঙ্গার জল।

বিষাক্ত গ্যাসের চাপে লেলিনের মূর্তির মতো ভেঙ্গে পড়বে

তৃতীয় বিশ্বের গনতন্ত্র।

লাশের গন্ধে ভারী বাতাসে ছড়িয়ে পড়বে তৃতীয় শ্রেণীর অট্রহাসি।

মুখচোরা দেবীর (নেতা-নেত্রীর)অশ্লিল ঠোঁট থেকে অনর্গল নির্গত হবে

অসংখ্য অশুদ্ধ বঙ্গানুবাদ।

আমাদের নির্বোধ হাততালি তাকে আরও অশ্লিলভাবে আলিঙ্গন করবে।

একদিন পৃথিবীর প্রতিটি বসতি পরিপূর্ণ হবে পশুদের চিল-চিতকারে।

একদিন পশুরা মানুষের কাছে পশুত্বের ইজারা চাইবে।

একদিন মানুষেরা মানুষ হওয়ার জন্য সংগ্রাম করবে।।



তারপর একদিন... ... ...

নষ্ট বাতাসের আবরণ ভেদ করে পৃথিবীতে পৌঁছবে নতুন সূর্য।

পাখীদের কাকলিতে মুখরিত ভোর, দিনময় সমান বিশুদ্ধ থাকবে।

চিড়িয়াখানা আর খোলা আকাশের কাকদের মধ্যে থাকবেনা কোন স্বাস্থ্যগত পার্থক্য।

অনেকদিন পর আমরা সবাই মিলে দিঘীর জলে ভাসতে থাকব।

যেখানে থাকবেনা কোন রক্তচোষা জোঁক অথবা অকস্মাত আটকা পরবনা অদৃশ্য কোন চোরাই জালে,

যেখানে আড়াল থেকে শুধু শক্তিমান শিকারিরাই হাসে।

বাবা আকবর বাদশা আর পুত্র সেলিমের মধ্যে যুদ্ধ ও হবে ভয়াবহ।

সেই যুদ্ধে থাকবেনা তৃতীয় বিশ্বের নারী ও শিশুর রক্ত মেশানো বারুদের গন্ধ।

বড়জোর আনারকলির কোন সুগন্ধির খালি অথবা ভাঙা কাঁচের বোতল পাওয়া যেতে পারে।

বঙ্গোপসাগরের সুদৃশ্য ঢেউ আছড়ে পড়বে হাজারো মানুষের ভালবাসার তীরে।

ভালবাসায় থাকবেনা কোন প্রযুক্তির কারসাজি।

অনেকদিন পর বিশুদ্ধ পানি পাওয়া যাবে প্রকৃতিতে।

নদীর জলে জোসনা পড়বে স্রোতের মত টলমল করে।

চাঁদের বুড়ি সুতোয় সুতোয় বুনতে থাকবে অমৃতদিনের স্বপ্ন।

কেলেন্ডারের নতুন পাতা নতুন দিনের রঙ লাগিয়ে যাবে।

শুরু হবে নতুন একটা বছর। সুচনা হবে নতুন একটা যুগের-প্রজন্মের।

জয়-তাদেরই হবে।।



আকাশের রোদ ডানায় নিয়ে নীচে নামবে ঝলমলে চিল।

জীবনের আয়োজনে ব্যস্ত হবে বৃক্ষ- নদী- ঝিল।

পাখীর ডানার রোদে নদী করবে টলমল।

যেন নবজাতকের বিছানা- চাঁদমাখা মখমল।

ধ্বংসের মুক্তিকাতারে দাঁড়িয়ে স্বপ্ন দেখে আজকের কিশোর,

শকুনের পৃথিবীতে সে একদিন---

ঝলমলে চিল হবে।।

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৫

বোকামন বলেছেন:
ভালো লাগলো বেশ ...

বঙ্গোপসাগরের সুদৃশ্য ঢেউ আছড়ে পড়বে হাজারো মানুষের ভালবাসার তীরে।
ভালবাসায় থাকবেনা কোন প্রযুক্তির কারসাজি।


অসাধারণ !

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১০

নিক নূরুল বলেছেন: ধন্যবাদ বোকামন ভাই।

২| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৫

বশর সিদ্দিকী বলেছেন: ভালো লাগলো বেশ ...

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১০

নিক নূরুল বলেছেন: ধন্যবাদ।

৩| ১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪০

মামুন রশিদ বলেছেন: দুর্দান্ত! চমৎকার!


খুব ভালো লাগল কবিতা পড়ে । লিখে যান..

১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৮

নিক নূরুল বলেছেন: ধন্যবাদ আবার। আপনাদের উৎসাহ পেলে আশা করি কণটিনিউ করতে পারব।

৪| ১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৪

আরজু পনি বলেছেন:

বাহ্ খুবই সুন্দর !

আধুনিক কবিতার দারুণ প্রকাশ ...

শুভেচ্ছা রইল নূরুল ।।




------
অনুসরণে নিলাম এমন দারুণ সব লেখা পড়তে ।।

১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৭

নিক নূরুল বলেছেন: ভাষা হারিয়ে ফেলেছি। কি বলবো!!! আমি যে আপনার ফ্যান। অনেক অনেক ধন্যবাদ আপু?

অনুসরণে নেওয়ার জন্য কৃতজ্ঞ।

৫| ১১ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:



দুর্দান্ত +++++++ রইল।

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৩

নিক নূরুল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কান্ডারী ভাই।

৬| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অনেক ভালো লাগলো ।

আপনি দারুন লিখেন । মামুন ভাই মিথ্যে বলেন নাই ।

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৫

নিক নূরুল বলেছেন: শুধু মামুন ভাই কেন, আপনি ও তো বলেছেন। এটাই আমার পাথেয় হয়ে থাকবে।
ভাললাগায় কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন। ধন্যবাদ।

৭| ১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:৪৩

এহসান সাবির বলেছেন: চমৎকার কবিতা। ++++++++

১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৮

নিক নূরুল বলেছেন: বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৮| ১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৭

নেক্সাস বলেছেন: ভালবাসায় থাকবেনা কোন প্রযুক্তির কারসাজি।

দারুন লাগলো কবিতাগুলো

১৩ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

নিক নূরুল বলেছেন: ধন্যবাদ নেক্সাস ভাই।

৯| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৫১

অস্পিসাস প্রেইস বলেছেন:

ঝরঝরে কবিতা, পড়ে ভালো লাগলো।

আপনাকে ও আপনার পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা............

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৬

নিক নূরুল বলেছেন: ঝরঝরে মন্তব্যের জন্য ধন্যবাদ অস্পিসাস প্রেইস ভাই।

সেই সাথে ঈদ মুবারক।

১০| ১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৭

রাইসুল সাগর বলেছেন: চমৎকার কবিতায় + এর বন্যা।


শুভকামনা জানিবেন নিরন্তর।

০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭

নিক নূরুল বলেছেন: ধন্যবাদ ভাই। দেরীতে উত্তর দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

১১| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৮

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: খুব সহজ ভাষায় নানা অভিব্যক্তি প্রকাশ করেছেন । জটিলতা এড়িয়ে যাওয়াটা বেশি ভালো লাগলো আমার ।

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৫

নিক নূরুল বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার ভাই।

আসলে আমি পড়ার সময় খুব বেশী লোড নিতে পারিনা। এটা আমার একধরনের অপারগতা ও বলতে পারেন। আর এই কারনেই আমি ও চাই আমার লেখা যে ই পড়ুক, তার যেন খুব বেশী লোড নিতে না হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.