নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I believe in Magic

I believe in Magic

নিক নূরুল

I believe in Magic

নিক নূরুল › বিস্তারিত পোস্টঃ

নীতিমালা!!!

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১:১৭

বুঝিনা!!! কাদের সিদ্দিকী যখন দিগন্ত টিভিতে গিয়ে আওয়ামীলীগের সমালোচনা করেন তখন হানাদারদের দোসর কিছু ডাইরেক্ট কুত্তা আর কিছু ইনডাইরেক্ট কুত্তাদের মুখে উনি প্রথমবারের মতো 'বীর মুক্তিযোদ্ধা' হোন। ওরা বললেই কি আর না বললেই কি, কাদের সিদ্দিকি সারা জীবনই বীর মুক্তিযোদ্ধা। ইমরান এইচ সরকার যখন আওয়ামীলীগের (ছাত্রলীগের) সমালোচনা করে তখনই এরা প্রথমবারের মতো 'গণজাগরণ মঞ্চ' পজেটিভলী উচ্চারণ করে। কোনটা বড়? কাদের সিদ্দিকি? ইমরান? না-কি তাদের নীতি। মানুষ নীতি বদলাইলে ব্যক্তির সমালোচনা করে। অর্থাৎ বিচারের মানদণ্ড হচ্ছে নীতি। আর এদের কাছে বিচারের মানদণ্ড হচ্ছে আওয়ামীলীগ। আওয়ামীলীগের পক্ষে বললে যার নীতি 'বেটিক', আওয়ামীলীগের বিপক্ষে বললে তার নীতিই সঠিক। এর তাজা উদাহরণ হল ঘোর গণজাগরণ মঞ্চ বিরোধী এইসব 'কু'শিক্ষিতদের মুখে গণজাগরণ মঞ্চের জন্য দরদ উছলে পড়া। আওয়ামীলীগ যখন এই নীতি বদলের কারণে একজন ব্যক্তি কাদের সিদ্দিকির সমালোচনা করতো তখনো দেখতাম একজন 'বীর মুক্তিযোদ্ধা' কাদের সিদ্দিকির জন্য এদের দরদ উছলে পড়তো। অথচ ব্যক্তিগত এবং সাংগঠনিক, কোনভাবেই এরা এদেশের স্বাধীনতাকে স্বীকার করেনা, একজন মুক্তিযোদ্ধাকে স্বীকার করবে দুরের কথা। ভাল মন্দ বিচারের মানদণ্ড হিসেবে আওয়ামীলীগকে বেঁছে নিয়ে এরাই প্রমান করে দিয়েছে, এদেশে আওয়ামীলীগ কত বড় প্রতিষ্ঠান। আমার এ লেখার উদ্দেশ্য কোন দলের পক্ষে সাফাই গাওয়া নয়। দেখা যাক এইবার ইমরান 'আস্তিক' হয় কি না।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:০৩

কলাবাগান১ বলেছেন: "আর এদের কাছে বিচারের মানদণ্ড হচ্ছে আওয়ামীলীগ। আওয়ামীলীগের পক্ষে বললে যার নীতি 'বেটিক', আওয়ামীলীগের বিপক্ষে বললে তার নীতিই সঠিক। "

১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১০

নিক নূরুল বলেছেন: জি কলাবাগান১ ভাই। জায়গামতই ধরেছেন।

২| ০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:৪৬

মুক্ত মণ বলেছেন: ভাই মুদ্রার অপর পিঠের কথা যে এড়িয়ে গেলেন তাতে আপনি নিজেও কি একই পক্ষপাতিত্ব করলেন না?

১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৩

নিক নূরুল বলেছেন: ভাই মুক্তমন। আমি মুক্তমনেই মুদ্রার দুই পিঠে হাত রেখেছি। আপনি দেখতে কার্পণ্য করেছেন। চোখটাকে আরেকটু মুক্ত করেন। ধন্যবাদ।

৩| ০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫৮

ভিটামিন সি বলেছেন: আপনারে বড় বলে বড় সেই নয়,
পৃথিবী যারে বড় বলে বড় সেই হয়।

১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৫

নিক নূরুল বলেছেন: হুম।

৪| ০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫১

মামুন রশিদ বলেছেন: জায়গামত হাত দিয়েছেন । দেখা যাক বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দীকির মত ইমরান এইচ সরকারও তাদের কাছে বীর-আস্তিক হয়ে উঠেন কি না !!

১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৬

নিক নূরুল বলেছেন: বীর-আস্তিক। খুব ভাল বলেছেন।

৫| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১০

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: হাহাহাহহা ! ভালো বলেছেন । দেখা যাক ! :P

১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৮

নিক নূরুল বলেছেন: দেখি কি হয়। আমরা শুধু দেখতেই থাকব।

৬| ১২ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

মুক্ত মণ বলেছেন: লেখক বলেছেন: ভাই মুক্তমন। আমি মুক্তমনেই মুদ্রার দুই পিঠে হাত রেখেছি। -ঠিক কোথায় একটু কোটেশন করে দেবেন যেখানে আওয়ামীলিগের পক্ষে গেলেই মুক্তিযোদ্ধার চেতনা আর বিপক্ষে গেলেই রাজাকার এমন স্টাটেরিওটাইপেরও উল্লেখ করেছেন? খুঁজে না পাওয়ায়ই আপনাকে বলেছি যে আপনি নিজেও কি একই পক্ষপাতিত্ব করলেন না?

১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৭

নিক নূরুল বলেছেন: আপনি আবারো ভুল করলেন প্রসঙ্গের বাইরে গিয়ে। আওয়ামীলীগের বিপক্ষে গেলেই রাজাকার এমন কথা আমি কখনো বলিনি, যে বলে বলুক। আমার প্রসঙ্গ ছিল আওয়ামীলীগের বিপক্ষে গেলেই আপনি জামাত ঘেঁষা হবেন কেন। আওয়ামীলীগের বিপক্ষে গেলেই আপনি মুক্তিযুদ্ধের বেসিক বিষয় গুলো অস্বীকার করবেন কেন। আওয়ামীলীগ জয় বাংলা বলে। আপনি বলেন না কেন। কে আপনাকে বলতে নিষেধ করেছে। আওয়ামীলীগের বিপক্ষে গেলেই আপনি বঙ্গবন্ধুকে উপড়ে ফেলতে চাইবেন কেন। এগুলো তো আওয়ামীলীগের লিগের সম্পত্তি না। কথা হচ্ছে আওয়ামীলীগ এই বেসিক জিনিসটা ধরে রেখেছে আর আপনারা রাখেননি। আওয়ামীলীগের বিরোধিতা করা মানেই কেন এই বিষয়গুলো অস্বীকার করা। এই করে করে আপনারাই তো দেশটাকে আওয়ামী লিগের সম্পত্তি বানিয়ে ফেলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.