নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I believe in Magic

I believe in Magic

নিক নূরুল

I believe in Magic

নিক নূরুল › বিস্তারিত পোস্টঃ

জেলখানার চিঠি-২undefined

২৩ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:০৮

সালাম দিবেন সালাম পাবেন। 'হাই' বলবেন 'হ্যালো' শুনবেন। থ্যাংক ইউ-ওয়েলকাম, সরি-ইট'স ওকে, কমেন্ট-কমেন্ট এটসেট্রা এটসেট্রা। লাস্ট ব্লগ লিখেছিলাম ২০১৪ এর জুনে। আমার আর ব্লগার হয়ে উঠা হলো না। ব্লগ পড়ি প্রচুর কিন্তু কমেন্ট করতে ভুলে যাই অথবা ইচ্ছে করেনা। এটা আমার অপারগতা। 'প্রচুর পড়তে হবে এবং এই সাথে করতে হবে প্রচুর কমেন্ট,তবেই আপনি পাবেন প্রচুর পাঠক'- ব্লগের এই অলিখিত তৈলনীতি ব্লগ এবং ব্লগার সম্পর্কে আমার মনে প্রচুর ভুল ম্যাসেজ দিতে থাকে যা থেকে সৃস্টি হয় অনীহা। ফলশ্রুতিতে প্রায় দেড় বছর আমার নতুন কোন ব্লগ নেই।

কেউ একটু সত পরামর্শ দিবেন আমার কি করা উচিত?

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:৩৯

বিষাক্ত মনির বলেছেন: যদি তোর ডাক শুনে কেউ না আসে;
তবে, একলা চলো রে।

২| ২৩ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:৪২

চাঁদগাজী বলেছেন:

মানুষের, সমাজের দরকারী বিষয়ে লিখুন।
আপনি সাহিত্য ভালোবাসলে মানুষের জীবনের উপর লিখুন; প্রেম নিয়ে লেখা এদত বেশী আসে যে, অনেকে পড়ে সারতে পারে না।

আপনার জানা বিষয়ে লিখতে পারেন।

৩| ২৩ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:৫৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: কিচ্ছু বলার নাই ভাই :(

৪| ২৩ শে নভেম্বর, ২০১৫ ভোর ৫:২০

রাফা বলেছেন: সব চাইতে ভালো হয় নিজের জন্য এবং নিজের বিশ্বাস নিয়ে লিখুন।কারো কমেন্টের জন্য লিখলে অবশ্য ভিন্ন কথ.।

৫| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৮

মহাপুরুষের ডায়েরী বলেছেন: আমারো ব্লগার হওয়া হলো না তাই! :(

৬| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২

আরজু পনি বলেছেন:
কখনো অনুসারিত লিস্টে রেখেছিলাম... "অনুসারিত" ব্লগ বাটনে চাপ দিতে আপনার পোস্টটা চোখে পড়লো ।

কেউ কেউ বলেন বেশি মন্তব্য পেতে হলে বেশি বেশি মন্তব্য অন্যের ব্লগে করতে হবে...এটা কিছুটা সত্য মানি। এটাকে নৈরাশ্যবাদীরা বলে "তৈলনীতি" ...

তেল দেওয়া আর কারো লেখা পড়ে আপনার মতামত জানানো এক কথা নয় । আপনি যদি আক্রমণাত্মক না হয়ে গঠনমূলক মতামত দেন তবে কিন্তু আপনার উপর ব্লগারদের আস্থা বাড়বে। ব্লগাররা মনে মনে তাদের লেখায় আপনাকেই চাইবে। সবাই তেল পেতে ব্লগ লিখেন না । অনেকেই মতামত পেতেই ব্লগ লিখেন ।
এখানে আপনি যেমন কোন কিছু লিখলে আপনার লেখায় মতামত আশা করেন তেমনি আপনার ব্লগে যারা মন্তব্য করলো তারা্ও কিন্তু তাদের লেখায় মতামত আশা করেন ।
কাজেই নঞর্থক ভাবনা বাদ দেয়ে লিখতে থাকুন আর অন্যের লেখাত্ওে নিজের গঠনমূরক মতামত দিতে থাকুন ।
আপনার সময় ভালো কাটুক ।

ভাবুন তো এখানে যারা মন্তব্য করলো তারা কয়জনে আপনাকে তেল দিলো ?

আমি আমার নিজস্ব ব্লগস্পটে লিখি একেবারেই নিজের জন্যে ্ওখানে কেউ মতামত জানাবে সে আশা করিনা...কেউ মতামত দিলে অবশ্যই ভালো লাগে । আর সামহোয়্যারে লিখি অনুভূতি শেয়ার করতে এবঙ মতামত পেতেই ।
আপনার জন্যে শুভকামনা রইল ।

৭| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৪

অপর্ণা মম্ময় বলেছেন: মনের ভেতর থেকে নেতিবাচক ভাবনা দূর করতে হবে। ২০১৪ এর নতুন ব্লগ নাই ক্যানো আপনার ? লিখতে ইচ্ছে হয়নি বলে?
ব্লগ তো পরস্পরের মত বিনিময়ের একটা তাৎক্ষণিক মাধ্যম। সুতরাং আপনি চাইলে পাঠ অভ্যাস তৈরি করতে পারেন। পড়তে পড়তে লেখার আগ্রহও তৈরি হতে পারে।

ভালো থাকুন। ব্লগিং করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.