নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালাতে সবাই ছাত্র-ছাত্রী, নিত্য নতুন শিখছি মোরা সদাই দিবা-রাত্রী!

নীল আকাশ

এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্য কোথাও প্রকাশ করা যাবে না।এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।

নীল আকাশ › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ তোমাকে নিয়ে লিখতে চাই!

১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৩



তোমাকে নিয়ে লিখতে চাই একটা অনবদ্য প্রেমের কবিতা
যেই কবিতার প্রতিটি বর্ণে আর মাত্রায়,
উচ্চারিত হবে আমার গুপ্ত প্রেমের অব্যক্ত কথামালা।
ভালোবাসার সেই অতলান্তিক পংক্তিগুলিতে
তোমাকে নিয়ে পাড়ি দেব আমি যোজন যোজন দূরত্ব,
কিংবা হাতে হাত আর চোখে চোখ রেখে
সাজাব অনুরাগে শিহরিত কিছু চতুর্দশপদী কবিতার লাইন।

তোমাকে নিয়ে লিখতে চাই একটা ছন্দময় প্রেমের কবিতা
যেই কবিতার প্রতিটি ছন্দে আর অছন্দে,
উচ্চারিত হবে আমার একান্ত ভালোবাসার নিভৃত প্রেমগাঁথা।
ভালোবাসার সেই সাত সমুদ্র ছন্দ আর অছন্দের কারুকাজে
আমি আশ্রয় পেতে চাই তোমারই মনের গোপন আঙ্গিনায়
কিংবা প্রণয়ে শিহরিত তোমার অথৈ স্বপ্নের ভীড়ে
এঁকে দেব প্রেমের কাঁজল তোমার দীঘল কালো চোখের পল্লবে।

তোমাকে নিয়ে লিখতে চাই একটা মসলিন প্রেমের কবিতা
যেই কবিতার প্রতিটি তন্তু আর আঁশে,
ভাঁজে ভাঁজে গাঁথা থাকবে আমার লুন্ঠিত হৃদয়ের অগুনিত সংখ্যাতথ্য।
উদ্ধত আর বেপরোয়া এই হৃদয় তোমার মাঝেই পেয়েছে স্নিগ্ধতা।
কিংবা তোমার শান্ত বুকে আমার পাগলপরা প্রেম
আঁকবে রঙধনুর সাত রঙ দিয়ে ভালোবাসার এক জলজ্যান্ত পোট্রেইট।

স্বার্থপর সময়ের কালস্রোতে শুধু রয়ে যাবে এই প্রেমের কবিতা
কিন্তু থাকব না আমি কিংবা তুমি প্রিয়তমা,
তবুও রয়ে যাবে আমার বর্ণিল প্রণয়ের এই সুতীব্র আকুতি
হয়ত সুদূরে নব্য কোন প্রেমিক হৃদয় এতে খুঁজে পাবে প্রশান্তি,
অজানা শিহরন, রক্তকোষে মাদকতা আর নিটোল প্রেমের হাতছানিতে
প্রেমিকাকে ভালোবাসার অদম্য ইচ্ছার হুটোপুটি।

উৎসর্গঃ নাবিলা হক (নাবিলা) কে। যার অতলান্তিক প্রেমে পড়েই এই কবিতাটা লেখা হয়েছিল এখানে Click This Link

সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, , ডিসেম্বর, ২০১৮

মন্তব্য ৭৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৫

মোস্তফা সোহেল বলেছেন: লেখা তো হয়েই গেল!
তা কবিতাকে নিয়ে লেখা কবিতা পড়ে কবিতা কি বলল?
আমার কাছে কবিতা ভালই লেগেছে।

১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৮

নীল আকাশ বলেছেন: প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপনিও তো এই লেখা কবিতা পড়ে কবিতার জন্যই মন্তব্য করে গেলেন..........
আর এই প্রেমের কবিতা আপনাকে ধন্যবাদ জানিয়েছে.......।
শুভ কামনা রইল!

২| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: তোমাকে নিয়ে লেখা কাব্যমালা কভু শেষ হবেনা-
তুমি রংতুলির আঁচরে শিল্পির আঁকা মুনালিসা
তোমার চুলের অন্ধকারে কবেই হারিয়েছি দিশা
তুমি একজন প্রিয়জন একজনই এই ভবে
মন আমার নিয়েছো কেড়ে সেই যে কবে।

+++++++++++
প্রথম লাইক, ২য় মন্তব্য।

সুন্দর।

উপরেরটি ডিলেট করে দিন।

১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৬

নীল আকাশ বলেছেন: শুভ সকাল, প্রিয় ভাই। ১ম মন্তব্যটা ডিলিট করে দিয়েছি।
আপনার এই প্রতি-মন্তব্যের কবিতাগুলি খুবই মনোমুগ্ধকর হয়। আজকেরটা চরম কঠিন হয়েছে। মনের মাঝে প্রায় ঘোর সৃস্টি করে দিয়েছে, তাও আবার মোনালিসা নিয়ে এসেছেন.......
দুর্দান্ত মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
শুভ কামনা রইল!

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: প্রিয়তমার জন্য লেখা কবিতার শেষ নেই....
প্রিয়তমার সবকিছু নিয়েই লেখা যায় কবিতা.....

ভালোবাসার চিত্ররূপ হচ্ছে কবিতা.....
তাই তো প্রেমিক রাত জেগে লেখে কবিতা....
সেই কবিতায় প্রেমের পূর্নাঙ্গ প্রকাশ ঘটে....

কবিতায় কবির আকুতির রূপায়ন ঘটে.....
প্রিয়জনকে কাছে পাবার তীব্র ইচ্ছার প্রতিচ্ছবি হলো কবিতা.....

প্রিয়তমার মতো সুন্দর এ কবিতায় মুগ্ধতার আবেশ রইলো.....

নাবিলাটা কে?? ভাবী নাকি B:-)

১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২১

নীল আকাশ বলেছেন: শুভ সকাল।
সাত সকাল বেলা চমৎকার এই মন্তব্যটা পড়ে মনটা একেবারেই উদাস হয়ে গেল। কি অসম্ভব সুন্দর করে কবিতার ভাবকে মন্তব্যে তুলে ধরেছেন। অসাধারন! প্রেমের কবিতাকে এত সুন্দর করে মূল্যায়ন করা আমি খুব কমই দেখেছি...........
আপনার এই কবিতায় মুগ্ধতার আবেশ আমাকেও আপনার প্রতি মুগ্ধ করে রাখল.........
আমার সব ভালোবাসার কবিতাই আমার মনের মানুষকে নিয়েই লিখি! ভালোবাসার এই অভেদ্য বেড়াজালে আর কেই বা আমাকে এভাবে বেঁধে রাখবে বলুন? আমার সব প্রণয়ের আকুতি তো আমার প্রিয়তমা স্ত্রী জন্যই! আমার জীবনের প্রতিটা সুখময় মূহুর্তের জন্য আমার প্রিয়তমা স্ত্রীর কাছে কৃতগ্গ।
নাবিলা আপনার ভাবীর নাম নয়, তবে ওকে কল্পনা করেই ভালোবাসার কবিতাগুলি লেখা হয়।
ধন্যবাদ আর শুভ কামনা রইল!

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৬

আর্কিওপটেরিক্স বলেছেন: আমার কাছে কবিতা

১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৬

নীল আকাশ বলেছেন: আপনার লেখার মন্তব্য আমি আপনার লেখায় করে এসেছি।
ফিরে আসার জন্য আবারও ধন্যবাদ।

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২২

কথার ফুলঝুরি! বলেছেন: বাহ বাহ ! কবিতা লিখতে চাওয়ার বাসনাতেই এত সুন্দর কবিতা আর সেই বাসনা গুলো নিয়ে যখন কবিতা লেখা হবে তখন কি হবে B-) অনবদ্য, ছন্দময় আর মসলিন প্রেমের কবিতার অপেক্ষায় রইলাম 8-|

তবে আমি কিন্তু লিখে যাচ্ছি, সব প্রেমের আর বিরহের কবিতা যার প্রেমে পরে এ পাথর হৃদয় হয়েছে সোনা, তাকে নিয়ে !:#P আমার বিশেষ কবি আমার মদন চাঁদ ;) :P

তবে নাবিলা হক কি আপনার কল্পনা নাকি বাস্তব ?

১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৫

নীল আকাশ বলেছেন: শুভ সকাল।
প্রেমের বাসনা থেকেই তো আসবে আকুতি, আসবে ছন্দ আর কবিতা লেখার প্রেরণা। অনবদ্য, ছন্দময় আর মসলিন প্রেমের কবিতা লেখার চেস্টা করবো। :`< তবে কবিতা আমার মাথার এন্টিনার উপর দিয়ে যায়! :P সু্তরাং আউটপুট কি হবে জানিনা? ;)

নাবিলা আপনার ভাবীর নাম নয়, তবে ওকে কল্পনা করেই ভালোবাসার কবিতাগুলি লেখা হয়। আমার সব ভালোবাসার কবিতাই আমার মনের আর ঘরের মানুষকে নিয়েই লিখি! ভালোবাসার এই অভেদ্য বেড়াজালে আর কেই বা আমাকে এভাবে বেঁধে রাখবে বলুন? আমার সব প্রণয়ের আকুতি তো আমার প্রিয়তমা স্ত্রী জন্যই! আমার জীবনের প্রতিটা সুখময় মূহুর্তের জন্য আমার প্রিয়তমা স্ত্রীর কাছে কৃতগ্গ।

নাবিলার প্রণয় কাহিনী Click This Link কেমন লাগলো? ওটাই পড়তে বলেছিলাম। এই গল্পটায় কিন্তু এই কবিতাটা প্রথম লিখেছিলাম! আরও কয়েকটা কবিতা নামের জগাখিচুরি লেখার চেস্টা করেছিলাম এখানে.......।

চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।
শুভ কামনা রইল!

৬| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫০

পদাতিক চৌধুরি বলেছেন: পড়া কবিতা । আগে অন্য ফরম্যাটে পড়েছিলাম। আজ সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে পড়ে ভালো লাগলো ।
পোস্টে প্লাস++

অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা রইলো ।


১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৫

নীল আকাশ বলেছেন: দাদা, ধন্যবাদ মন্তব্যের জন্য। নাবিলার প্রণয় কাহিনীর গল্পটায় কিন্তু এই কবিতাটা প্রথম লিখেছিলাম! আরও কয়েকটা কবিতা নামের জগাখিচুরি লেখার চেস্টা করেছিলাম এখানে.......
ভাবছি আস্তে আস্তে এখানে লিখা বাকি সব কবিতা গুলিকে পূর্ণ রূপ দিব।
শুভ কামনা রইল!

৭| ১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৪

কাওসার চৌধুরী বলেছেন:



তোমায় নিয়ে একটি কবিতা লিখবো ভাবছি
সকল স্মৃতি দিয়ে সাজানো-রোপিত সব কিছু নিয়ে,
জাস্ট একটি কবিতা; সেই কবিতা সাজানো থাকবে
তোমার সকল ভালো-খারাপ আর অভিমানগুলো
তোমার সকল কাজের স্বাক্ষর হয়ে জ্বল জ্বল করবে
সেই একটিমাত্র কবিতা; মহা কবিতা, মহাকাব্য।

চমৎকার একটি প্রেমময় কবিতা পাঠে মুগ্ধ হলাম। প্রিয় 'নীল আকাশ' ভাই এত চমৎকার কবিতা লেখেন তা না পড়লে বুঝতাম না। আপনার গল্পগুলো বরাবরই আমাদের মুগ্ধতায় ভরিয়ে রাখে। অনেক যত্ন করে লেখেন আপনি। এজন্য তা সহজে পাঠকের মনের মনিকোঠায় ঠাই পায়। শুভ কামনা রইলো, প্রিয় ভাইয়ের জন্য।

১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৫

নীল আকাশ বলেছেন: প্রিয় কাওসার ভাই, শুভ অপরাহ্ন।
আপনার প্রতিটা মন্তব্য আমার মনে মুগ্ধতার আবেশ ছড়িয়ে দেয়। আমার কবিতা পড়তে এসে নিয়েই তো দারুন এক কবিতা লিখে ফেললেন। কবিতা নিয়ে চমৎকার কবিতাই তো হয়ে গেল!
আমি লেখা লিখি খুব কম করি কিন্তু ব্লগে পড়ি বেশি। সেজন্য একটা লেখায় বেশ সময় নিয়ে কাজ করি। পুরোপুরি পছন্দ না হলে পোষ্ট দেয় না।
ভাই, এই কবিতা টা আমার এই গল্পে দেয়া ছিল Click This Link গল্পটা এতই চমৎকার হয়েছে যে কেউ এই কবিতাটার কথা বলেও নি মন্তব্যে, সে জন্যই আলাদা করে দিলাম। আপনাকে অনুরোধ রেখে গেলাম, যদি হাতে সময় থাকে গল্পটা পড়ে দেখবেন। খুবই মনোযোগ দিয়ে লিখেছি। আশা করি ভালো লাগবেই! আপনার সেখানে দুর্দান্ত মন্তব্যের অপেক্ষায় থাকবো।

আপনার জন্য অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা আর শুভ কামনা রইল!
ধন্যবাদ।

৮| ১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৯

রাজীব নুর বলেছেন: কবিতা লিখে কোনো লাভ নাই।
কবিতা সমাজের কোনো উপকারে আসে না।

১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৩

নীল আকাশ বলেছেন: শুভ অপরাহ্ন রাজিব ভাই।
কথাটা একেবারে মন্দ বলেনি! এত বড় বড় বিষয় আছে সেখান একটা কবিতা সমাজে কি বা প্রভাব ফেলতে পারে.........
ধন্যবাদ।

৯| ১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২০

জোছনাস্নাত রাত্রি বলেছেন: কবিতা ভালো হয়েছে। নাবিলা হক মনে হচ্ছে লেখকের জীবনে বিশেষ কেউ, যাকে ভেবে এত সুন্দর ভালোবাসা মাখা প্রেমের কবিতার আত্মপ্রকাশ।প্রেম শাশ্বত,সুন্দর।তাই প্রেমিক মন তার প্রেমিকাকে ভেবে ভেবে আজীবন রচে যায় সুন্দর সুন্দর সব প্রেমের কবিতা,গল্প বা উপন্যাস।আরও প্রেমে পরুন আরও সুন্দর সুন্দর কবিতা,গল্প রচনা করুন ,,,,,,,

১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৭

নীল আকাশ বলেছেন: দুর্দান্ত মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

১০| ১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২১

বলেছেন: সময়ের কলস্রোতে শুধু রয়ে যায় এই প্রেমের কবিতা +++


আপনি জাত লেখক আর ভালো মোটিভেশনাল স্পিকার।


সবাইকে উৎসাহ দেন যা আমার ভালো লাগে।


অফুরন্ত শুভ কামনা হে গুণী।

১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৪

নীল আকাশ বলেছেন: শুভ সকাল।
আমাকে এত এত বড় মনে করবেন না।
আমি ছোট্ট একটা মানুষ তবে সত্যই আমার মনটা অনেক বড়।
ধন্যবাদ।

১১| ১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪

বলেছেন: কবিতার মৃত্যু নেই
*****************
কবিতা তো নয় শুধু নিছক কল্পনার স্তুপ সময়ের সাথে এযে হয়না বিলীন!
কবিতার হৃদপিণ্ডে আছে ভাষা কম্পনের সিম্ফোনি; সুর লহরী চিরকালীন।

কবিতার অন্তর্গত শব্দের শয়ানে সুপ্ত এক বিশাল পৃথ্বী,
কবিতার পরতে পরতে ছড়িয়ে আছে জীবনের সব রীতিনীতি।

আছে শত কোটি বছরের পান্ডুলিপির শবনম।
পোড়ামনের হাজারো স্তরে স্তরে মাখানো জখম।

শব্দের স্ফুলিঙ্গের ইথার ভেদ করে দূর্ভেদ্য পরাগরেণু,
দূরদর্শী চিন্তার প্রকাশ পাহাড় অভেদ্য
পরমার্থ শুক্রানু।

স্পর্শের সুখে ঢলাঢলি করা পদ্মপুকুরে উম্মাদ সাঁতার,
কিশোর প্রেমের রঙতুলি মাখা হৃদয়জুড়ে ঘেরা কাঁটাতার।

গঙ্গার খোঁজে তন্বী নন্দিনীর শীতের রাতের খাবার,
কম্বলে মুড়ি দিয়ে বলা হাজারো শ্লোকের সমাহার।

কবিতায় রয়েছে দীর্ঘ হাহাকার,দীপ্তময় মহাভারত দীক্ষা,
শ্বাসত সত্য কবিতার ভাঁজে বীরপুরুষ নেয় শিক্ষা।

"রহমান লতিফ "
১১.১২.২০১
উৎসর্গ - কবিতার বীরপুরুষ নীল আকাশ ভাইকে

১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৮

নীল আকাশ বলেছেন: এত সুন্দর একটা কবিতা এই পোস্ট এ বেঁধে রাখা খুব অন্যায় হবে। যদি পারতাম, আমি এখনই এই কবিতাটা আপনার ব্লগে থেকে সামু পোষ্ট দিয়ে দিতাম, আপনাকে জিজ্ঞেসও করতাম না। এই কবিতাটা সবার পড়ার অধিকার আছে বলে আমি মনে করি।

আছে শত কোটি বছরের পান্ডুলিপির শবনম,
পোড়ামনের হাজারো স্তরে স্তরে মাখানো জখম।
গঙ্গার খোঁজে তন্বী নন্দিনীর নিশুতি রাতের বাহার,
কম্বলে মুড়ি দিয়ে বলা হাজারো শ্লোকের সমাহার।
কবিতায় রয়েছে দীর্ঘ হাহাকার, দীপ্তময় মহাভারত দীক্ষা,
শ্বাশত সত্য কবিতার ভাঁজে বীরপুরুষ নেয় শিক্ষা।

কতবার এই লাইন গুলি যে পড়লাম বলতে পারব না। মুগ্ধতা আর মুগ্ধতা। নির্ঘাত আপনি মনিরা আপুকেও হার মানিয়েছেন। আমার পড়া অন্যতম সেরা কবিতা এটা....
ইনসাল্লাহ কালকে এটা ব্লগে দেখতে পাব!
শুভ কামনা রইল!

১২| ১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২০

হাবিব বলেছেন: এতো এতো সুন্দর কবি আর লেখকদের ভীরে কি আমার মন্তব্য দেখা যাবে?

১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৬

নীল আকাশ বলেছেন: হাবিব ভাই, শুভ রাত্রী। আসতে দেরী হবার জন্য অতিশয় লজ্জিত। কারনটা লতিফ ভাইকে দেয়া প্রতি মন্তব্যে বলেছি।
আমি এইখানে আপনার মন্তব্য নয় খুব ছোট্ট হলেও একটা কবিতা বা কবিতাংশ চাই। ব্লগের অন্যতম সেরা কবি আপনি। এই পর্যন্ত চার জন ৪ টা কবিতা আমার কবিতার প্রতি উত্তরে লিখে গেছেন আর আমার এত পছন্দের কবি আপনি আর আপনি কিছু দিবেন না আমাকে? স্মরনীয় হয়ে থাক আমার এই কবিতা, যেখানে কবিতার মন্তব্যে প্রতি কবিতাই এসেছে বার বার, আমার কবিতা অনুপ্রেরণা হয়ে থাক ব্লগের শ্রেষ্ঠ কবিদের হৃদয়ে..
শুভ কামনা রইল, প্রিয় কবি ভাই।

১৩| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২১

করুণাধারা বলেছেন: কবিতায় ++++++

নাবিলার গল্প যারা পড়েননি, তারা এই দারুন কবিতাগুলো মিস করবেন!! তবে আপনার এই কবিতা পড়ে কয়েকজন যে আবেগাপ্লুত হয়েছেন, তা তো বোঝাই যাচ্ছে। না হলে মন্তব্যের ঘরে এমন দারুন কবিতা লিখে দিলেন কি করে!!!

আপনাকে ধন্যবাদ, এই কবিতার জন্য। আর অন্যদেরও ধন্যবাদ, চমৎকার কবিতা উপহার দেবার জন্য।

১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৬

নীল আকাশ বলেছেন: আপু, অনেক দেরী করে ফিরলাম। এই পোষ্টে যে দারুন দারুন কবিতা সবাই দিচ্ছিল সেগুলিই পড়তে পড়তে সময় শেষ।
নাবিলার গল্প যারা পড়েননি, তারা এই দারুন কবিতাগুলো মিস করবেন!! তবে আপনার এই কবিতা পড়ে কয়েকজন যে আবেগাপ্লুত হয়েছেন, তা তো বোঝাই যাচ্ছে। না হলে মন্তব্যের ঘরে এমন দারুন কবিতা লিখে দিলেন কি করে!!! - আরও কবিতা এসেছে। মনে হচ্ছে ঠিক কাজটাই করেছে এই কবিতাটা আলাদা করে দিয়ে......
আপনাকে ধন্যবাদ, এই কবিতার জন্য। আর অন্যদেরও ধন্যবাদ, চমৎকার কবিতা উপহার দেবার জন্য। - আপনাকেও অসংখ্য ধন্যবাদ চমৎকার একটা মন্তব্য করার জন্য।
শুভ কামনা রইল, প্রিয় আপু।

১৪| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৬

বলেছেন: কবিতার মৃত্যু নেই
*****************
কবিতা তো নয় শুধু নিছক কল্পনার স্তুপ সময়ের সাথে এযে হয়না বিলীন!
কবিতার হৃদপিণ্ডে আছে ভাষা কম্পনের সিম্ফোনি;সুর লহরী চিরকালীন।

কবিতার অন্তর্গত শব্দের শয়ানে সুপ্ত এক বিশাল পৃথ্বী,
কবিতার পরতে পরতে ছড়িয়ে আছে জীবনের সব রীতিনীতি।

আছে শত কোটি বছরের পান্ডুলিপির শবনম।
পোড়ামনের হাজারো স্তরে স্তরে মাখানো জখম।

শব্দের স্ফুলিঙ্গের ইথার ভেদ করে দূর্ভেদ্য পরাগরেণু,
দূরদর্শী চিন্তার প্রকাশ পাহাড় অভেদ্য
পরমার্থ শুক্রানু।

স্পর্শের সুখে ঢলাঢলি করা পদ্মপুকুরে উম্মাদ সাঁতার,
কিশোর প্রেমের রঙতুলি মাখা হৃদয়জুড়ে ঘেরা কাঁটাতার।

গঙ্গার খোঁজে তন্বী নন্দিনীর নিশুতি রাতের বাহার,
কম্বলে মুড়ি দিয়ে বলা হাজারো শ্লোকের সমাহার।

কবিতায় রয়েছে দীর্ঘ হাহাকার,দীপ্তময় মহাভারত দীক্ষা,
শ্বাসত সত্য কবিতার ভাঁজে বীরপুরুষ নেয় শিক্ষা।

"রহমান লতিফ "
১১.১২.২০১৮
উৎসর্গ - কবিতার বীরপুরুষ নীল আকাশ ভাইকে

১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩২

নীল আকাশ বলেছেন: শুভ রাত্রী, লতিফ ভাই। আপনার এই কবিতা পড়ে সাথে সাথেই মনে হলো আমার এই কবিতা লেখার চেস্টা পুরোপুরি সার্থক। আমার এই জগাখিচুড়ি লাইন গুলি যদি কাউকে এই রকম একটা দুর্দান্ত কবিতা লেখার অনুপ্রেরনা দিতে পারে তবে আমি সব কিছু ছেড়ে এই জগাখিচুড়ি লাইন বার বার লিখে যাব, যত বার সম্ভব।

সৃষ্টিশীল মানুষের জন্য অনুভুতি সবচেয়ে বড় প্রেরনা। আপনার মহাদেব সাহার ঐ কবিতাটা পড়েই নাবিলার এই দারুন কাহিনী লিখেছি। আমার স্মৃতি কবিতা পড়ার পর আপনি দুর্দান্ত আরেকটা কবিতা লিখেছিলেন। আপনার সাথে আমার রসায়ন দারুন জমছে!

আপনার এই দারুন কবিতা খালি হাতে ফিরিয়ে দিতে ইচ্ছে করছিল না দেখেই নাবিলা গল্পের আপনার পছন্দের গানটা নিয়ে বসেছিলাম (মিস্টি মিস্টি হাসি...) কিন্তু শেষ করতে পারিনি। কথা দিলাম ওটা আমি শেষ করবই এবং ঐটা আপনার নামেই উৎসর্গ করা হবে...। সেজন্যই আপনার মন্তব্যের উত্তর দিতে দেরী হয়ে গেল, দুঃখিত।

এত সুন্দর একটা কবিতা এই পোস্ট এ বেঁধে রাখা খুব অন্যায় হবে। যদি পারতাম, আমি এখনই এই কবিতাটা আপনার ব্লগে থেকে সামু পোষ্ট দিয়ে দিতাম, আপনাকে জিজ্ঞেসও করতাম না। এই কবিতাটা সবার পড়ার অধিকার আছে বলে আমি মনে করি।

আছে শত কোটি বছরের পান্ডুলিপির শবনম,
পোড়ামনের হাজারো স্তরে স্তরে মাখানো জখম।
গঙ্গার খোঁজে তন্বী নন্দিনীর নিশুতি রাতের বাহার,
কম্বলে মুড়ি দিয়ে বলা হাজারো শ্লোকের সমাহার।
কবিতায় রয়েছে দীর্ঘ হাহাকার, দীপ্তময় মহাভারত দীক্ষা,
শ্বাশত সত্য কবিতার ভাঁজে বীরপুরুষ নেয় শিক্ষা।

কতবার এই লাইন গুলি যে পড়লাম বলতে পারব না। মুগ্ধতা আর মুগ্ধতা। নির্ঘাত আপনি মনিরা আপুকেও হার মানিয়েছেন। আমার পড়া অন্যতম সেরা কবিতা এটা....
ইনসাল্লাহ কালকে এটা ব্লগে দেখতে পাব!
শুভ কামনা রইল!

১৫| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: আরেকটা কবিতা পোস্ট করলাম...
সময় হলে দেখবেন :)

১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫২

নীল আকাশ বলেছেন: শুভ রাত্রী, অবশ্যই দেখব ভাই। কি যে বলেন? দেখব না মানে-
আমাকে সময় দিতে হবে, আমি তাড়াহুড়া করে কোন লেখা পড়িনা। না পড়ে বা অর্ধেক পড়ে মন্তব্যও করি না। এটা লেখকের সাথে প্রতারনা। আমি কখনই এই কাজ করি না....
ধন্যবাদ।

১৬| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:০৭

বলেছেন: নীল আকাশ ভাই,
আপনার এত সুন্দর মন্তব্যে বার বার পড়তে ইচ্ছা করে।


আপনি আসলেই আকাশ সমান আবেগ নিয়ে লেখেন।

মসলিন প্রেমের কবিতা--
অথবা ভা্ঁজে ভাঁজে গা্ঁথা -----


এসব কথা শুনলে মনে কবিতা ঘের বা্ঁধবেই।
আপনার কবিতাটা হোক ইতিহাস ---
আলোচিত ব্লগে স্হান করে নিয়েছে অবশ্যই সবার হৃদয় আপনি আছেন।


আমার বুকভরা ভালোবাসা আপনাকে।
রসায়ন আর রহস্য উতপাটনে হৃদয় ভরে ওঠুক।
মুগ্ধ!! মুগ্ধ!! মুগ্ধ আপনাতে মুগ্ধ হে গুণী।

১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৭

নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
আপনার প্রতিটা মন্তব্যও আমার মনে মুগ্ধতার আবেশ ছড়িয়ে দেয়। আমার কবিতা পড়তে এসে নিয়েই তো দারুন এক কবিতা লিখে দিলেন। কবিতার উত্তর দিতে যেয়ে আরও চমৎকার কবিতাই তো হয়ে গেল!
আমি লেখা লিখি খুব কম করি কিন্তু ব্লগে পড়ি বেশি। সেজন্য একটা লেখায় বেশ সময় নিয়ে কাজ করি। পুরোপুরি পছন্দ না হলে পোষ্ট দেয় না।
আমার বুকভরা ভালোবাসা আপনাকে। রসায়ন আর রহস্য উতপাটনে হৃদয় ভরে ওঠুক। মুগ্ধ!! মুগ্ধ!! মুগ্ধ আপনাতে মুগ্ধ হে গুণী। - এত লজ্জা দিবেন না, শেষমেষ পালাবো কিন্তু.........। ;)

ধন্যবাদ।

১৭| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩৭

আলমগীর কাইজার বলেছেন: ইশ, সবার প্রেম যদি মসলিনের মতো হতো, পৃথিবী সুন্দরে ভরে যেত।

কবিতা পড়ে মুগ্ধ

১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৬

নীল আকাশ বলেছেন: শুভ সকাল, আলমগীর কাইজার ভাই। স্বাগতম আমার লেখার ভূবনে.......

ইশ, সবার প্রেম যদি মসলিনের মতো হতো, পৃথিবী সুন্দরে ভরে যেত। - দুর্দান্ত একটা মন্তব্য করেছেন। একটা মাত্র লাইন দিয়ে আমাকে মুগ্ধ করে দিলেন! প্রেম শাশ্বত, প্রেম সুন্দর।তাই প্রেমিক মন তার প্রেমিকাকে ভেবে ভেবে আজীবন রচে যায় সুন্দর সুন্দর সব প্রেমের কবিতা,গল্প বা উপন্যাস।

আপনি যদি এই কবিতাটা পড়ে মুগ্ধ হয়ে থাকেন তাহলে আপনাকে আমি অনুরোধ করবো এই কবিতাটা যেখান থেকে নেয়া হয়েছে সেই অনবদ্য, ছন্দময় আর মসলিন প্রেমের গল্পটা পড়ে আসুন এখান থেকে < Click This Link
এত দারুন কবিতাটাও এই গল্পের কাছে কিছুই না। আমি নিশ্চয়ই আপনার দুর্দান্ত একটা মন্তব্য সেখানে পাবো........

ধন্যবাদ আর শুভ কামনা রইল!

১৮| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৭

রাকু হাসান বলেছেন:

রোমান্টিকতায় ভরপুর । সবেই রোমান্টিকতার একটি পর্ব শেষ হলো ,এসেই আপনার কবিতায় আবারও রোমান্টিবতা :)
কবিতা ভালো হয়েছে । দিনের প্র্রথম কবিতা । শুভ সকাল

১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৫

নীল আকাশ বলেছেন: শুভ সকাল, প্রিয় রাকু ভাই!
আমি মুগ্ধ এই কবিতাটার প্রতি মন্তব্য গুলি পড়ে। আমার এই কবিতা লেখার চেস্টা পুরোপুরি সার্থক। আমার লেখা এই জগাখিচুড়ি লাইন গুলি যদি সবাইকে এই রকম একটা দুর্দান্ত সব কবিতা লেখার অনুপ্রেরনা দিতে পারে তবে আমি সব কিছু ছেড়ে এই জগাখিচুড়ি লাইন বার বার লিখে যাব, যত বার সম্ভব।
রোমান্টিকতায় ভরপুর, সবেই রোমান্টিকতার একটি পর্ব শেষ হলো ,এসেই আপনার কবিতায় আবারও রোমান্টিকতা :) - আপনি এই কবিতা নিয়ে বলেছেন রোমান্টিকতায় ভরপুর? ভালোবাসা, প্রেম আর রোমান্টিকতা কি হতে পারে সেটা লিখে দেখিয়েছ এই কবিতাটা যেখান থেকে নেয়া হয়েছে, সেই অনবদ্য প্রেমের গল্পটা পড়ে আসুন এখান থেকে Click This Link
এত দারুন কবিতাটাও এই গল্পের কাছে কিছুই না। বিশ্বাস করুন! আমি নিশ্চিত আপনি মুগ্ধ হয়ে যাবেন। উপরের কবিতা গুলি যারা সেই গল্পটা পড়ে এসেছে ,তারাই এখানে এসে এত সব দুর্দান্ত কবিতা লিখে দিচ্ছেন.......। আপনার পড়ার পর কি বলেন সেটাও দেখা যাবে! গল্পটা পড়ে কয়েকজন ইতিমধ্যেই লস্টালজিক হয়ে গেছেন........
শুভ কামনা রইল!

১৯| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৬

হাবিব বলেছেন:





একটি কেন হাজার লাইন যদি আমি লিখি,
প্রতি বর্ণে তুমি তবু অনেক কিছুই বাকি!
লিখতে গিয়ে শব্দ ফুরায় শেষ নাহি হয় কথা,
প্রেম কাব্যের অসমাপ্তি বাড়ায় আকুলতা।
তোমার হাতের বর্ণনাতে মহাকাব্য হবে,
প্রতি ইঞ্চি জায়গাতে তার শব্দে না কুলবে।
হিমালয় চূড়া লজ্জা পেল দেখে তোমার আঁখি,
কোন কবিতায় উপমা দেই কোন শব্দে লিখি?
তোমার নামে লিখতে গিয়ে কূলটা নাহি পাই,
অবশেষে তোমার বুকে লজ্জাতে লুকাই!

অতলন্তিক পংতিমালা কি আর হবে লিখে,
অব্যক্ত সব মনের কথা তবুও বাকি থাকে।
প্রতি নি:শ্বাসে তোমার পানে চুম্বক টানে ছুটি,
সুঘ্রাণে তার সত্তা জাগে পংতি হাজার কোটি!
ফুলবাগানে ফুলের সুভাষ মন নাহি চায় যেতে,
ইচ্ছে করে তোমার নাকের সুভাষ মাখা পেতে।
গুপ্ত প্রেমের পংতিমালা গোপনই থেকে যায়,
নাকের কাছে এসেই আমি তোমাতে হারাই!

১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩০

নীল আকাশ বলেছেন: শুভ সকাল এবং সুপ্রভাত!
আপনি যে একজন জাত কবি সেটাই চেনালেন! আর মনে হচ্ছে আমি আসলেও একজন ভালো মোটিভেশনাল স্পিকার। ঠিক ঠিক দারুন একটা কবিতা বের করে নিয়ে এসেছি আপনার কবি হৃদয় থেকে।
কিছু মনে না করলে, কয়েক টা বানান ঠিক করে দিন।
পংতিমালা < পংক্তিমালা
সুভাষ < সুবাস
কুলবে < কুলাবে
নাহি শব্দটা বড়ই সেকেল হয়ে গেছে। এটা এড়িয়ে গেলে আমার মনে হয় ভালো হবে।
লিখতে গিয়ে শব্দ ফুরায় শেষ নাহি হয় কথা, < লিখতে গিয়ে শব্দ ফুরায় শেষ হয় না কথা,
ফুলবাগানে ফুলের সুভাষ মন নাহি চায় যেতে, < ফুলবাগানে ফুলের সুবাসে মন চায় না যেতে,

এত সুন্দর একটা কবিতা এই পোস্ট এ বেঁধে রাখা খুব অন্যায় হবে। এটা ব্লগে পোষ্ট দিন।
শুভ কামনা রইল!


২০| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৬

হাবিব বলেছেন: তোমার স্পর্শ উল্লাসে!

১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০১

নীল আকাশ বলেছেন: হাবিব ভাই, কবিতাটা দেখে এসেছি। কিছু ঠিক করেছি দেখে কি মাইন্ড করলেন নাকি? কবিতাটা খুব ভালো লেগেছে দেখেই ঠিক করে দিলাম। এটার মন্তব্য ওখানেই করব।
ধন্যবাদ।

২১| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৬

তারেক ফাহিম বলেছেন: অনেক ভালোলাগা কবিতায়।

চমৎকার শব্দচয়ন, সকাল সকাল মনটা ভালো করে দিলো।

১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২১

নীল আকাশ বলেছেন: শুভ সকাল এবং সুপ্রভাত!
চমৎকার একটা মন্তব্য করে তো আমার মনটাও ভালো করে দিলেন।
পারলে এই কবিতাটা যেখানে প্রথম লেখা হয়েছিল সেই গল্পটা পড়ে আসুন Click This Link আরও ভালো লাগবে।
ধন্যবাদ আর শুভ কামনা রইল!

২২| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: গল্পের লিংকে বুদ হয়ে ছিলাম :)

ভাললাগা অফুরান :) দুটোতেই

+++

১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৪

নীল আকাশ বলেছেন: আপনার মতো একজন গুনী ব্লগার কাছ থেকে দুইটা লেখারই এত বড় সার্টিফিকেট আমার মনটা সাথে সাথেই এত্ত বড় করে দিল!
আপনার কবিতা গুচ্ছ পড়ে আসলাম, চমৎকার হয়েছে। মনে ভাব এনে দেয়........
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শুভ কামনা রইল!

২৩| ১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫১

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লেগেছে+

১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫২

নীল আকাশ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শুভ কামনা রইল!

২৪| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৯

মুক্তা নীল বলেছেন: শুভ সন্ধ্যা। শুরুতেই আমি লজ্জিত ও দুঃখিত দেরীতে আসার জন্য। আমিতো আপনার গল্পের ভক্ত, এখনতো দেখছি কবিতা তেও আপনার অনেক দখল। যেনো মুদ্রার এপিঠ ওপিঠ। * তোমাকে নিয়ে লিখতে চাই একটা মসলিন প্রেমের কবিতা * আপনার বিচিত্র ভালোবাসা ও আবেগে জন্ম দিবে আরও অনেক মসলিন প্রেমের কবিতা। আর গল্পটা হবে আপনার সত্ত্বা। আমি আপনার অবশ্যই একজন আপন পাঠক,জেনে ভালো লাগলো। যারা ভালো লিখেন তাদেরইতো আপণ পাঠক থাকে। ভালোথাকবেন ও আপনার পরিবারের জন্য শুভেচ্ছা রইলো।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৫

নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
আপনার প্রতিটা মন্তব্য আমার মনে মুগ্ধতার আবেশ ছড়িয়ে দেয়। আপু, অনেক দেরী করে ফিরলাম। এই পোষ্টে যে দারুন দারুন কবিতা সবাই দিচ্ছিল সেগুলিই পড়তে পড়তে সময় শেষ।
আপনার চমৎকার মন্তব্যের জন্য মন থেকে অসংখ্য ধন্যবাদ।
শুভ কামনা রইল!

২৫| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৩

আহমেদ জী এস বলেছেন: নীল আকাশ,



কবিতার দীঘল কালো চোখের সমুদ্র সাঁতরে যোজন যোজন পাড়ি দেয়ার অতল আহ্বান ।
কবিতার প্রতি পাগলপারা এক প্রেমে যেন মসলিন দোপাট্টা উড়িয়ে গেলেন!

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৩

নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
সকাল বেলা আপনার মন্তব্যটা পড়ে মনটা একেবারেই অন্য রকম হয়ে গেল। এত দারুন সব মন্তব্য করেন আপনি, যে সেটা পড়ে যে কেউ মুগ্ধ হয়ে যাবে........
এই কবিতাটা নাবিলার পরিণয় গল্পে Click This Link ছোট করে দেয়া ছিল। ভাবলাম এটা বড় করলে কেমন হয়? সবার বিশেষ করে, আপনার মন্তব্য পড়ে মনে হচ্ছে ঠিক কাজটাই করেছি। আপনার মতো একজন গুরুজনের কাছ থেকে যেই মন্তব্য পেয়েছি তাতে আমার সব কষ্ট সার্থক!
শুভ কামনা রইল!

২৬| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৪

বলেছেন: ব্লগে পোষ্ট দিছি।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৪

নীল আকাশ বলেছেন: শুভ রাত্রী,
অসংখ্য ধন্যবাদ এই ছোট্ট মানুষটার অনুরোধ রাখার জন্য।
শুভ কামনা রইল!

২৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩০

মনিরা সুলতানা বলেছেন: তোমাকে নিয়ে লিখতে চাই একটা মসলিন প্রেমের কবিতা
যেই কবিতার প্রতিটি তন্তু আর আঁশে,
ভাঁজে ভাঁজে গাঁথা থাকবে আমার লুন্ঠিত হৃদয়ের অগুনিত সংখ্যাতথ্য।
উদ্ধত আর বেপরোয়া এই হৃদয় তোমার মাঝেই পেয়েছে স্নিগ্ধতা।
কিংবা তোমার শান্ত বুকে আমার পাগলপরা প্রেম
আঁকবে রঙধনুর সাত রঙ দিয়ে ভালোবাসার এক জলজ্যান্ত পোট্রেইট।


এই স্তবকের অনবদ্যতায় ভালোলাগা রাখলাম। দারুণ লেগেছে, চমৎকার মনের ভাঁজে ভাঁজে ছুঁয়ে থাকার মত কথা মালা !!

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫১

নীল আকাশ বলেছেন: শুভ সকাল আপু,
আপনি হচ্ছেন আমার কবিতা লেখা শেখার আমার আসল গুরু। আপনার প্রতিটা কবিতা থেকে আমি নতুন নতুন কিছু শিখছি...
এই স্তবকের অনবদ্যতায় ভালোলাগা রাখলাম। দারুণ লেগেছে, চমৎকার মনের ভাঁজে ভাঁজে ছুঁয়ে থাকার মত কথা মালা !! - গুরুর একটা মন্তব্য আমার এই কবিতা লেখার সকল কষ্ট ভুলিয়ে দিয়েছে। আপু, এটা নাবিলার পরিণয় গল্পে ছোট করে দেয়া ছিল। ভাবলাম এটা বড় করলে কেমন হয়? সবার বিশেষ করে, আপনার মন্তব্য পড়ে মনে হচ্ছে ঠিক কাজটাই করেছি।
সমার্থক শব্দের জন্য বাংলা ডিকশনারীর বুদ্ধিটা খুব ভালো দিয়েছেন। এটা ব্যবহার করার পর কবিতার চেহারাই পাল্টে যায়। আপু এত সুন্দর সাজেশন দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
শুভ কামনা রইল!

২৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৪

অপু দ্যা গ্রেট বলেছেন:




প্রেমিকা নাই তাই কবিতাও নাই ।

আপাতত প্রেমের কবিতা আমার জন্য না ।

তবে কবিতা সুন্দর হয়েছে ।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৯

নীল আকাশ বলেছেন: অপু ভাই, শুভ রাত্রী।
ছোট্ট মন্তব্য কিন্তু বিশাল বক্তব্য।
প্রেমিকা না থাকলে প্রেম ছাড়া অন্য কিছু নিয়ে লিখুন। এটা আমার সম্ভবত প্রথম প্রেমের কবিতা।
ছোট্ট করে যেই বিষয় ভালো লাগে সেটা নিয়ে লিখুন। অন্ততঃ চেস্টা করতে দোষ কি!
কেউ না পড়লেও আমি পড়ে আসব! চেস্টা করুন, অসুবিধা কোথা?
শুভ কামনা!

২৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৩

নীলপরি বলেছেন: দারুণ লিখেছেন ।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৩

নীল আকাশ বলেছেন: শুভ রাত্রী,
আপু, অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য!
শুভ কামনা রইল!

৩০| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:১৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তোমাকে নিয়ে লিখতে চাই একটা ছন্দময় প্রেমের কবিতা
......................................................................................
বুঝলাম, আমাকে সিরিয়াস ব্যাপার লিখতে বলে প্রেমের কবিতায় হাবুডুবু খেলে
যাই কোথায় ! আমি লেখাটা দিয়ে বসে আছি, উদাশী বনের ছায় !!!
.................................................................................................................................................
কিংবা প্রণয়ে শিহরিত তোমার অথৈ স্বপ্নের ভীড়ে এঁকে দেব প্রেমের কাঁজল তোমার দীঘল কালো চোখের পল্লবে।
................................ হ্যাঁ, কোন এক প্রেমিকা থাকতে হবে, নইলে নিবেদন বৃথা ।
আমার প্রিয় ব্লগার বন্ধু রাজীব নুর বলেছেন: কবিতা লিখে কোনো লাভ নাই।
কবিতা সমাজের কোনো উপকারে আসে না।
এর সাথে একমত নই,
কবিতা প্রানের মাঝে উজ্জীবনি শক্তি আনয়ন করে, কবিতায় ভালবাসার প্রকাশ না থাকলে, পৃথিবীটাই মরুভূমি হতো।
..................................................................................................................................................

১৪ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৫

নীল আকাশ বলেছেন: কি অসম্ভব সুন্দর একটা মন্তব্য হতে পারে সেটা আপনার এই মন্তব্য পড়লেই বুঝা যায়! উফ, কি যে সুন্দর হয়েছে? আমি মুগ্ধ, না মুগ্ধের চেয়ে বেশি কিছু। খুব করে মন থেকে ধন্যবাদ নেবেন ভাই, এত সুন্দর একটা মন্তব্য দেবার জন্য।

আর্কিওপটেরিক্স ভাই আজকে সকাল থেকে বসেছেন আমার পুরানো গল্পগুলি নিয়ে। কিছু দূর পড়ছেন আর মুগ্ধ হয়ে মন্তব্য করছেন! শবনমের এই গল্পগুলি উনি ব্লগে আসার আগে পোষ্ট দিয়েছিলাম।পড়ে উনার মাথা খারাপ অবস্থা। প্রায় প্রতিটা গল্পে এভারেজ ১০টা থেকে ১৪ করে মন্তব্য করছেন আর বানান ভূল গুলি সংশোধন করে দিচ্ছেন। আর আমিও বসে বসে ঠিক করছি। সেই জন্য অন্য কোথায় ঢু মারতে পারিনি। খুব করে দুঃখিত আমি।

আপনার এই পোষ্ট আমার, আমি অবশ্যই খুব যত্ন করে ধীরে ধীরে পড়ব। আমি স্টীম সেল থেরাপির কিছুই জানি না। আমি কেন আমার তো মনে হয় ব্লগের শতকরা ৯৯ ভাগই জানে না। সময় নিয়ে পড়ে তারপর আপনার সাথে কথা বলব।

কবিতাটা মনে হয় ভালোই হয়েছে। সবাই খুব করে বলছে। এটা যেই গল্পের দেয়া ছিল সেটা আরও দুর্দান্ত হয়েছে। প্রেম কি সেটা গল্পের প্রতিটা বর্ণে লিখে দেখিয়েছি। যদি সময় থাকে পড়ার আমন্ত্রন দিয়ে গেলাম।

আপনার লেখাটা পড়ে সেখানেই মন্তব্য করব, ভাই।
ভাল থাকবেন, সব সময়।
শুভ কামনা রইল!

৩১| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৬

নিউজপ্রিন্ট বলেছেন: হিরু আলুম নামের নিকৃিষ্ট আলুম নোংরা অশালীন ভিডিও ইউটিউবে প্রচারকারী আসন্ন সংসদ নির্বাচনে বগুরা ৪ আসন থেকে নির্বাচনে অংশ নেবে, যেই সংসদ নির্বাচণে অংশ নেবেন শেখ মুজিব কন্যা শেখ হাসিনা, যেই সংসদ নির্বাচনে অংশ নেবেন বর্তমান সরকারের তাবত মন্ত্রী পরিষদের মন্ত্রীগণ। কিন্তু হিরু আলুম কে ? কি তার পরিচয় - দেশে তার গ্রামে মেম্বার নির্বাচন করার যোগ্যতা সে রাখে না। চেয়ারম্যান নির্বাচন করতে চাইলে ভর বাজারে বিচার ডেকে হিরু আলুমকে কানে ধরে উঠ বস করানো হবে। সেই ব্যাক্তি নর্দমার কীট নোংরা অশালীন ভিডিওকারী ও ই্উটিউবে নোংরা অশালীন ভিডিও প্রচারকারী কিভাবে বাংলাদেশে সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করবে - তার বিরুদ্ধে আপনারা কেউ লিখেন না, আবার আপনারা সবাই ব্লগ লিখেন ! কিসের ব্লগ লিখেন বলতে পারেন ? দেশের প্রতি কি দায়িত্ব নিয়ে লিখেন যে একটা নোংরা নর্দমার কীট অশালীন ভিডিওকারীর বিরুদ্ধে লিখছেন না। আপনাদের কাছে দেশ কি আশা করে? আপনারা ব্লগে বড় বড় কলাম লিখেন এই নর্দমার কীট সম্পর্কে কেনো লিখছেন না । কি লাভ এই বড় বড় কলাম লিখে যদি আপনার-আপনাদের লিখা দেশের সমাজের পরিবেশের উপকারে না আসে।

নিজের বিবেককে প্রশ্ন করুন হিরু আলুম নামক নিকৃষ্ট আলুম নোংরা অশালীন ভিডিও ইউটিউবে প্রচারকারী কিভাবে বাংলাদেশের সর্বোচ্চ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারে? পবিত্র সংসদ ভবন যেখানে দেশের আইন বিচার ব্যাবস্থা সংশোধন সংযোজন পরিমার্জন করা হয় সেখানে হিরু আলুম নামক নিকৃষ্ট আলুমের কাজ কি?

হিরু আলুম বাংলাদেশ ইন্টারনেট সমাজে নোংরা অশালীন ভিডিও প্রকাশ করে সমাজ ধ্বংসের অন্যতম কারণ। সে কিভাবে দেশের সর্বোচ্চ পবিত্র স্থানে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারে ? আপনারা কেউ কিছু বলুন ? কেউতো কিছু লিখুন - এই নোংরা কীট সমাজ ছিড়ে খাবলে খাবে । সমাজ পরিবেশ দেশ রক্ষা করুন। আপনারা দেশের কাছে দায়বদ্ধ - নিজেকে কি বলে সান্তনা দেবেন ?

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৭

নীল আকাশ বলেছেন: আপনার এই স্বৈরাচারী বাংলার ইতিহাসের জঘন্য খুনি শেখ হাসিনা এবং অগনতান্ত্রিক জোর করে ক্ষমতা দখল কারী কুকুরের চেয়েও কুৎসিত এই সরকারের তাবত মন্ত্রী পরিষদের মন্ত্রীগণ চেয়ে চিড়িয়াখানা খানার বেবুনও অনেক ভাল। এদের তুলনায় হিরো আলম তো ফেরেস্তা! এরা এই পর্যন্ত দেশে কত লোককে নির্মম ভাবে হত্যা করেছে ভূলে গেলেন নাকি?

গনতন্ত্র অর্থ বুঝেন? জনগনের পছন্দ না হলে ভোট দিবে না? আপনার কি?

দেশ আর সমাজ নিয়ে যদি এত ভাবেন তাহলে বলুন, ৫ই জানুয়ারিতে যে নির্বাচনের নামে প্রহশন করে গনতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছিল তখন আপনি কোথায় ছিলেন? তখন কোথায় ছিল আপনার বিবেক?

যত সব বাকশালী পা চাটা দালাল.....

৩২| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৩

পবিত্র হোসাইন বলেছেন: ছন্দময় প্রেম

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৭

নীল আকাশ বলেছেন: শুভ রাত্রী,
মাত্র একটা কথায় আমার কবিতা নিয়ে যে ভাবে আপনি আপনার মনের ভাব প্রকাশ করলেন তাতে আমি মুগ্ধ।

আপনি যদি এই কবিতাটা পড়ে মুগ্ধ হয়ে থাকেন, তাহলে আপনাকে আমি অনুরোধ করবো এই কবিতাটা যেখান থেকে নেয়া হয়েছে সেই অনবদ্য, ছন্দময় আর মসলিন প্রেমের গল্পটা পড়ে আসুন আমার < গল্প - নাবিলা কাহিনী - পরিণয়! এত দারুন কবিতাটাও এই গল্পের কাছে কিছুই না। আমি নিশ্চিত আপনার দুর্দান্ত একটা মন্তব্য সেখানে পাবো........
শুভ কামনা রইল!

ধন্যবাদ আর শুভ কামনা রইল!

৩৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২১

স্রাঞ্জি সে বলেছেন: আশা করি দেখা হবে আকাশ ভাই।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৯

নীল আকাশ বলেছেন: ইনসাল্লাহ, আমি অলরেডী মাইদুল ভাইকে ইমেইল করে দিয়েছি।
কি যে ভালো লাগছে! সব খুব কাছের মানুষজনকে এক সাথে দেখতে পাব!
শুভ কামনা রইল!

৩৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৩

বলেছেন: ভাই সালাম দিতে এলাম। -


আশাকরি ভালো আছেন?
নতুন কবিতা, গান গল্প কোথায়?

১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৯

নীল আকাশ বলেছেন: ওলাইকুম আস-সালাম।
খুব ভালো আছি। ৪ দিন ধরে ছুটি নিয়ে ফামিলির সাথে সময় কাটাচ্ছি।
দুর্দান্ত একটা গল্প লিখছি। ব্লগে গরম হয়ে যাবে। এই ধরনের গল্প আগে কেউ এই ব্লগে লেখেনি।
১০০% এন্টারটেইনমেন্ট কনর্ফাম।
আমি খুব আস্তে আস্তে লিখি। কোয়ালিটি নিয়ে কোন কমপ্রোমাইজ করি না।
এটার Click This Link পর্ব।
আগেরটা আগেই পড়ে ফেলুন।
ধন্যবাদ।
শুভ কামনা রইল!

৩৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৪

বলেছেন: ধন্যবাদ ভাই আমার।


পরিবারকে সময় দেন। সওয়াব বেশি।

একটা কবিতা পোস্ট দিছি আপনার মূল্যবান মন্তব্য কামনা করছি।


ধন্যবাদ।

২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫১

নীল আকাশ বলেছেন: আমি পড়ে মন্তব্য করতে সময় নেই। অনেক বার পড়ে প্রাসংগিক মন্তব্য করে এসেছি।
ধন্যবাদ।

৩৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:২৯

নিউজপ্রিন্ট বলেছেন: আপনাকে নোংরা হিরু আলুমের কথা বলা হয়েছে, আপনি যে হিরু আলুমের ভক্ত বা সে আপনার পীর তা জানা ছিলোনা, বাংলাদেশে আপনার মতো নোংরা জীব আছে বলেই হিরু আলুম হিরু, আর আপনি যে পা চাটার কাজ করেন তা আর বর্ণনািআপনার লেখাতে আছে। - ছিঃ

২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৩

নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
আপনি সম্ভবত আমার কথা বুঝতে পারেন নি। এটা আপনার জানার ঘাটতি!
আমি বলেছি - গনতন্ত্র অর্থ বুঝেন? জনগনের পছন্দ না হলে ভোট দিবে না? আপনার কি? - এই লাইন যদি না বুঝেন, তাহলে শুধু শুধু আমার ব্লগে এসে চার পা ওয়ালা প্রানীদের মতো চিৎকার করবেন না। আগে গনতন্ত্র কি? কাকে বলে? সেটা খুব ভালো করে বুঝে আসুন। শামীম ওসমান বা এই পর্যায়ের লোকজন যদি ইলেকশন করতে পারে এই দেশে তাহলে হিরু আলম কি দোষ করেছে.......নৌকা মার্কা সীল নিয়ে দাড়াতে পারেনি এটাই কি ওর ব্যর্থতা?

আপনার ভাষা আপনার আর আপনার পারিবারিক আর বংশের পরিচয় দেয়। আমার গল্প বা কবিতায় এরপর থেকে কখনো কোন রাজনৈতিক বিষয়ে মন্তব্য করবেন না। এটা আমি পছন্দ করি না। আমি আজ পর্যন্ত কারো মন্তব্য ব্লক বা কারো মন্তব্য ডিলিট করি নি। আপনার জন্য আমি এটার ব্যতিক্রম করতে চাচ্ছি না।

ধন্যবাদ আর শুভ কামনা রইল!

৩৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩

নিউজপ্রিন্ট বলেছেন: আপনার ভাষা আপনার আর আপনার পারিবারিক আর বংশের পরিচয় দেয়। আমার গল্প বা কবিতায় এরপর থেকে কখনো কোন রাজনৈতিক বিষয়ে মন্তব্য করবেন না। এটা আমি পছন্দ করি না। আমি আজ পর্যন্ত কারো মন্তব্য ব্লক বা কারো মন্তব্য ডিলিট করি নি। আপনার জন্য আমি এটার ব্যতিক্রম করতে চাচ্ছি না।


- ব্যাবহার বংশের পরিচয়, ব্যাবহার জন্মের পরিচয়, সাহস থাকলে আপনার কমেন্ট মুছে দিবেন না। আপনি যে কি তার পরিচয় আপনার কমেন্টে আছে।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

নীল আকাশ বলেছেন: একদম ঠিক বলেছেন! পা চাটা দালাল দের চিনতে আর পশ্চাৎ দেশে লাথি দিয়ে ব্লগের পোষ্ট থেকে বের করে দিতে আমার কখনোই সাহসের অভাব হবে না! আমার ব্লগে আপনার মতো দালাল শ্রেনির ব্লগার এর এটাই শেষ পোষ্ট।

৩৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৬

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় নীল আকাশভাই,

আজ আমার সর্ব শেষ পোস্টটিতে আপনার দাওয়াত থাকলো।

শুভকামনা জানবেন।।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

নীল আকাশ বলেছেন: শুভ রাত্রী,
আমি ইতিমধ্যেই পড়ে মুগ্ধ। আমি কারো লেখায় প্রাসংগিক মন্তব্য করার আগে সময় নিয়ে বেশ ভাল করে পড়ে নেই। আপনার এই লেখায় আমি সময় নিয়ে বিস্তারিত মন্তব্য করেছি। না পড়ে ফাঁকি দিয়ে আমি কোন মন্তব্য করি নি কখন, আর করবও না কোন দিনও। এই ধরনের কাজ বা মন্তব্য লেখকের সাথে প্রতারনা ছাড়া আর কিছুই না!
শুভ কামনা রইল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.