নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালাতে সবাই ছাত্র-ছাত্রী, নিত্য নতুন শিখছি মোরা সদাই দিবা-রাত্রী!

নীল আকাশ

এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্য কোথাও প্রকাশ করা যাবে না।এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।

নীল আকাশ › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ আজকাল চুপচাপ শুধু দেখেই যায়…………

০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৫৬



আজকাল ডাস্টবিনগুলি চুপচাপ শুধু দেখেই যায়-
প্রতিনিয়ত বাড়ছে সেখানে অপাংক্তদের চাপ,
যেখানে থাকার কথা উচ্ছিষ্ট আর ময়লা পঁচা গন্ধ
সেখানে পরে থাকে এখন সদ্য নাড়ীকাটা নবজাতক
লাল টুকটুকে রক্তের দাগে ভেসে যায় বিষন্ন মানবতা।

আজকাল আস্তাকুঁড়গুলি নিঃশব্দে শুধু দেখেই যায়-
নিজের বিষাক্ত বীর্য্যের প্রতি যুক্তিহীন ঘৃণায়, কিংবা
ক্রোধোন্মত্ত তামাশায় জন্মের পরেই ছুড়ে ফেলে দেয়া
সদ্য ভুমিষ্ঠ অবুঝ শিশুটি আজ কত অসহায়!

আজকাল ভাগাড়েগুলি নিঃস্তব্ধ হয়ে শুধু দেখেই যায়-
পাপিষ্ঠ দেহের ক্রমাগত অনৈতিক জৈবিক চাহিদা শেষে
ব্যালকনি কিংবা জানালার গ্রীলের ফাঁকফোকড়ে মাঝে
মানবতার গলায় পা দিয়ে অসীম শক্তিতে বলীয়ান হয়ে
ছুড়ে ফেলে দেয় অপ্রয়োজনীয় জীবন্ত মাংশপিন্ড।

রাস্তায় কিংবা ফুটপাতে সারমেয়রা অপেক্ষায় বসে দেখে-
আজকালের ডিজিটাল ভালোবাসার ক্লেদাক্ত পরিনতি,
না দেখা অগুনিত অতৃপ্ত কামনার সব এইচ ডি মুভি ক্লীপের
নিষ্ঠুর পরিসমাপ্তি হয় সদ্য জন্মানো মানবশিশুর
প্যাকেটে ভরে রাস্তায় ফেলে অগোচরে পালিয়ে যাওয়ায়।

ভাষাহীন নির্বাক চোখে ময়লা ফেলার গাড়িগুলি-
টেনে নিয়ে যায় অবাঞ্চিত রক্তাক্ত মানবতা
মনুষ্যত্ব হারিয়ে যায় অবৈধ সম্পর্কের ক্রমাগত আস্ফালনে,
দশমাস বিরক্তকর গর্ভধারণের তিক্ততায়
নরম তুলতুলে শরীরটার শেষ আশ্রয় হয়
পীচ ঢালা রাস্তা কিংবা গলির মোড়ের নোংরা ডাস্টবিন!

শিয়াল কুকুর ইঁদুরের এখন মহাউৎসব চলে অহরহ
দূঃসহ খাদ্যসংকট কেটে গেছে না চাইতেও
নরম তুলতুলে শরীর দিয়ে হয় অপ্রত্যাশিত ডিনার।

বেহায়া মানবতা আর মনুষ্যত্বের সামাজিক কৌষ্ঠকাঠিন্যের আবর্তে
অবৈধ সম্পর্কে জন্ম নেয়া এইসব আপদ
নিঃস্তব্ধ সদ্য নাড়ীকাটা শিশুরা এভাবেই বিদায় নেয়
নিরবে একদম নিভৃতেই!

ছবিঃ দৈনিক পত্রিকা থেকে প্রাপ্ত, ইচ্ছে করেই ছবি কিছুটা ঘোলাটে করে দেয়া হয়েছে।

উৎসর্গঃ কবি বিজন রয়কে, যিনি আমাকে সামাজিক বিষয়গুলি নিয়ে লেখার জন্য অনুরোধ করেছিলেন।

সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, জানুয়ারী ২০২০

মন্তব্য ৩০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দিন যতই যাচ্ছে সভ্যতার নামে আমরা ততই অসভ্য হয়ে মানবতাকে ভাগাড়ে বিলিয়ে দিচ্ছি।

০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:২৫

নীল আকাশ বলেছেন: এই সমস্ত ছবি দেখলে নিজেকে মানুষ পরিচয় দিতে ঘৃণা হয়।

২| ০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

সহ্য হয় না। :(

০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১৭

নীল আকাশ বলেছেন: মানুষ হিসেবে সহ্য করা আসলেও খুব কঠিন।
পড়ার জন্য ধন্যবাদ।

৩| ০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
প্রিয় বিজন রায়ের অনুরোধে একটি মারাত্মক সামাজিক সমস্যা কে অসাধারণ ভাবে কবিতায় তুলে আনার জন্য দুজনকেই অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
কবিতায় ++

০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৪

নীল আকাশ বলেছেন: সামাজিক সমস্যা নিয়ে কেউ লিখতে চায় না ।
আমি এইসব বিষয় নিয়েই লিখে যাই।
কাউকে না কাউকে তো লিখতে হবে, তাই না?

৪| ০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৩

হাবিব বলেছেন: কেমনে পারে এইগুলা মানুষ??? ওদের কি মন বলতে কিছুই নাই!!!!

০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪০

নীল আকাশ বলেছেন: পাপ বেশি হয়ে গেলে মানুষ আর কোন কিছুকেই ভয় পায় না।

৫| ০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৮

রাজীব নুর বলেছেন: কবিতা চমৎকার হয়েছে।
প্রতিবাদ আছে, তেজ আছে, ধার আছে।

০৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩০

নীল আকাশ বলেছেন: রাজীব ভাই,
শুধু আমি নয় আমাদের সবার এই জঘন্য কাজের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিৎ।
সর্ম্পক অবৈধ হতে পাতে কিন্তু বাচ্চাটার কি দোষ বলুন?

৬| ০৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৮

জুল ভার্ন বলেছেন: আমরা কোন অসভ্যতার ডুবে আছি!
কোন অন্ধকার বিদিশায় আমরা ছুটছি!!
এখন আর আমাদের লজ্জা বলতে কিছু নাই!!!

চমৎকার লিখেছেন কবি। +

০৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

নীল আকাশ বলেছেন: ভাই,
কিছু কিছু ঘটনা পড়লে আসলেও মনে হয় আমরা জাতি হিসেবে অসভ্য।
জন্ম দেবার পর কিভাবে একটা মা নিজের একদিনের বাচ্চাকে জানালা দিয়ে নীচের
ডাস্টবিনে ছুড়ে ফেলে দেয় বলুন? বনের জন্তু জানোয়ার তো এত নির্দয় হয় না! তারাও তো
নিজের বাচ্চা এভাবে ফেলে দেয় না? আমরা মানুষ, আসলেই?

৭| ০৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৩

ঢাবিয়ান বলেছেন: বিভৎস এক সত্যকে তুলে ধরেছেন। আর কোন দেশে এই বিভৎসতার নজির নাই । কবিতায় +++++++++++

০৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৯

নীল আকাশ বলেছেন: ভাই,
প্রায় কয়েকদিন পর পর এই সব জঘন্য নিউজ পড়তে পড়তে মন একদম বিষিয়ে গেছে।
আজকে একটাতে পেলাম চারতলা থেকে ছুড়ে ফেলা দেয়ায় বাচ্চার মাথা আর পেট ফেটে সব কিছু বের হয়ে রাস্তায় পরে আছে।
কে কিছু বলে না রে ভাই? সবাই কেমন যেন রোবট হয়ে যাচ্ছে!

৮| ০৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪০

জুন বলেছেন: কি ভয়াবহ নীল আকাশ ।
+

০৮ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৬

নীল আকাশ বলেছেন: আমি খুব সেনসেটিভ এই সব বিষয়ে আপু।
ক্রমাগত এই সব জঘন্য ঘটনা পড়ার পর আর সহ্য করতে পারি নি।
প্রায় প্রতিদিনই এইসব নিউজ আসে, কত আর দেখবো?

৯| ০৮ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৫

নেওয়াজ আলি বলেছেন: দক্ষ হাতের ছোঁয়াতে  অনবদ্য সৃষ্টি ।

০৮ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৮

নীল আকাশ বলেছেন: দারুন মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
শুভ কামনা রইলো।

১০| ০৮ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৯

করুণাধারা বলেছেন: আমাদের মূল‍্যবোধ অধোগামী ক্রমশই, সমাজে ঢুকেছে অবক্ষয়। তাই ড্রেনে, ডাস্টবিনে পাওয়া যায় সদ‍্যোজাত শিশু!!

সামাজিক সমস্যা নিয়ে লেখা কবিতায় +++

০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:২৮

নীল আকাশ বলেছেন: সুপ্রিয় আপু,
আপনার শেষ মন্তব্য পড়ার পর আমি বেশ লজ্জা পেয়েছি। আমি সাধারণত প্রতি মন্তব্য দেয়ার ব্যাপারে খুব দেরী করি না। কোন কারণে দেরী হয়েছে সেটা আমি প্রতি উত্তরে আগেই লিখে দিয়েছি। আশা করছি বই মেলাতে দেখা হবে আপনার সাথে।

ব্লগ ডে ম্যাগাজিনে একটা লেখা দেবার জন্য এই বিষয় কিছুটা খোজ খবর নিয়েছিলাম আমি। কি যে অমানবিক আর ভয়ংকর? মাত্র জন্মানো বাচ্চাদের রাস্তায় ছুড়ে ফেলে দিয়ে মেরে ফেলে, ডাস্টবিনে ফেলে পালিয়ে যায়। এরা মানুষ নয় এরা পশুর চেয়ে ও অধম।

সামাজিক সমস্যা নিয়েই তো আমি নিয়মিত লিখে যায়। এটাই তো আমার কাজ।
ধন্যবাদ এবং শুভ কামনা রইলো।

১১| ০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:১৯

মাকার মাহিতা বলেছেন: মানবীয় নৈতিকতার মারাত্নক পদঃস্খলন যখন পশুত্বের চেয়েও বড় করে দেখা দেয়; এই সব ছবি তার কারনেই!

০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:১৯

নীল আকাশ বলেছেন: মানবীয় নৈতিকতার কোন কিছুই এদের মধ্যে নেই ভাই।
নিজের হাতে সদ্য জন্মানো বাচ্চা এরা ছুড়ে ফেলে দেয়। এরা পশুর চেয়েও অধ্ম।

১২| ১০ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫১

আরোগ্য বলেছেন: বোনাই,কবিতাটি পড়ে হৃদয় অশ্রু সিক্ত হয়ে গেছে। মানুষ হিসেবে আমরা লজ্জিত কারণ মানবতা আজ ধর্ষিত।

১২ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫৬

নীল আকাশ বলেছেন: ভাই,
সুখবর আছে। কয়েক দিন পরেই জানতে পারবেন।
আচ্ছা বলুন তো জন্ম দেবার পর কিভাবে একটা মা নিজের একদিনের বাচ্চাকে জানালা দিয়ে নীচের ডাস্টবিনে ছুড়ে ফেলে দেয় বলুন? এরা কি মানুষ না অমানুষ?
গোটা মানবতাই আজ ধংশ হয়েগেছে এই দেশে।
ধন্যবাদ।

১৩| ১০ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

আরোগ্য বলেছেন: ছয় নং প্যারা পড়ে আমি শিহরিত। আল্লাহ যাতে কখন এরকম দৃশ্য দেখানোর শাস্তি না দেন।

১২ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫৯

নীল আকাশ বলেছেন: ভাই,
নিউজ পেপারে এসেছে। দেহ বিকৃত করে ফেলেছে কামড়ে। শত চেষ্টা করেও কয়েকটা বাচ্চাকে ডাক্তাররা বাঁচাতে পারে নি।
আমি শুধু বাস্তবতাকেই তুলে ধরেছি।
পড়ার জন্য ধন্যবাদ।

১৪| ১৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০৯

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার কথা মত পড়ে গেলাম।

ব্লগার স্বপ্নবাজ সৌরভের মতোই বলি, সহ্য হয় না :(

১৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:৪৩

নীল আকাশ বলেছেন: সত্য কথা বলেছেন। আসলে এই সব জঘণ্য কাজ সহ্য করা সম্ভব না।

১৫| ১৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:০৯

জোছনাস্নাত রাত্রি বলেছেন: দুর্দান্ত লিখেছেন। প্রতিবাদের ভাষা এই রকমই হওয়া উচিত।

১৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:৪৫

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ। আমি সবসময়ই সব ধরণের সামাজিক সমস্যার বিরুদ্ধে সোচ্চার।
পড়ার এবং সুন্দর একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.