নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

বন্ধু হতে চাই

০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:২৩

বন্ধু হতে চাই
ছন্দ(৮+৮+২)

সূর্যের দ্বীপ্ত আলো ছড়ানো হবে না ধরায় আজ,
তাঁরার ভিড়ে চাঁদনি রাতে দেখবোনা তোর সাজ
দূরঅাকাশে লুকিয়ে থেকে দেখব ধরার মেলা,
পথভুলা পথিকের চাই বন্ধু হতে সদা বেলা,
প্রতিদান ধর্মে কিংবা বিনিময় সে পার্থিব প্রাপ্তি,
লাভ ক্ষতি তুচ্ছ সব দুঃখীর মুখে হাসিতে স্বস্তি
বন্ধুর ভালবাসা হয় যদি প্রাপ্তি ধরার মাঝে,
অামি তখন মেনে নিবো শত ক্লেশ সকাল সাজে
মজলুম যতো শত যাতনা তবো হয়েছে সঙ্গী
অামি চাই বন্ধু হতে এজগতে সব নীতি ভঙ্গী
তবে তুমি হবে কি অামার সেই বন্ধু যাকে অামি
খুজে চলেছি পাহাড় ঝর্ণা সমতল বন ভূমি

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১:১৯

অরুনি মায়া অনু বলেছেন: চমৎকার ভাবনা

২| ০৭ ই আগস্ট, ২০১৬ ভোর ৪:৫৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ অাপু। কষ্ট করে পড়েছেন এজন্য খুব ভালোলেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.