নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ঐ জাতির তরুণদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।\" সুলতান সালাউদ্দিন আইয়ুবী (রহ:)

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

প্রকৃতির মিতালী

১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৮

জীবনের সাথে প্রকৃতি বড় মিতালী
মেঘ বৃষ্টি মিলায়ে করে গিতালী
নয়নের জলে বুক ভেসে যায়
বর্ষা এলে জীবন নদীর মাঝে

জীবন ঋতুতে শরৎ অাসে
কাঁশফুল হাসে সাদা মেঘ ভাসে
নদীরে চরে বিলের ধারে বক পাখির মেলা
প্রকৃতি তাই নবউদ্দামে সাজে

শীত হেমন্তে প্রকৃতি যখন মন্থর
চাই যে শুধু একটি প্রিয় অন্তর
শিশির এসে ঘাস করে দেয় শিক্ত
অল্পো হলেও হোকনা একটু চেষ্টা

বসন্তে সাজেএই ধরানী নানান পত্র পল্লোবে
হাজার ফুল জাহানটাকে ভরাই মধুর সৌরভে
ভেবোছো তুমি এটাই শেষ চান্স
মেটাচ্ছো তাই অাখের তেষ্টা

অাষাঢ় দেখে ভয় পেয়োনা তাই
এই সময়ই শেষ সময় নাই
অাষাঢ় এসে পথ বলে দেয়
সাহস বুকে করতে হবে শেষটা

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৫

অরুনি মায়া অনু বলেছেন: ষড়ঋতু নিয়ে লেখা কবিতা ভাল লাগল।

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:১৬

সামিউল ইসলাম বাবু বলেছেন:

ধন্যবাদ অাপু, অনুপ্রাণিত হলাম।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: এটাও সুন্দর হয়েছে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর মানুষের দৃষ্টি সবসময় সুন্দর হয়।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৯

বিলিয়ার রহমান বলেছেন: জীবনে প্রথম কেই মোরে সুন্দর কইলো ভাইয়ু!!(একি হুনলাম কইয়া অজ্ঞান হইয়া যাওয়ার ইমো হবে)

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৪

বিলিয়ার রহমান বলেছেন: জীবনে প্রথম কেউ মোরে সুন্দর কইলো ভাইয়ু!!(একি হুনলাম কইয়া অজ্ঞান হইয়া যাওয়ার ইমো হবে)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১০

সামিউল ইসলাম বাবু বলেছেন: বাস্তবিক পক্ষেই অাপনার চেহারাটা দেখতে সুন্দর ভাই। অার অাপনিতো মেয়ে নন যে মিথ্যা বলে প্রেমে ফেলাবো।


অাল্লাহপাক বলেছেনঃ নিশ্চয় অামি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি। -অাল কোরঅান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.