নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

স্বধীনতার জন্য

২১ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:৪০

অনেক পথ হেটেছি
পথচলা অবিরত
কাংক্ষিত স্বাধীনতার জন্য
মানবতার মুক্তির জন্য

অনেকটা বছর প্রান ভরে-
শ্বাস নিতে পারিনা
অালো বাতাস মাটি
কেমন যেনো দুষিত হয়েগেছে

পতাকার মধ্যকার লাল বৃত্তটা
দিন দিন খুব বেশি রক্তিম হয়ে উঠেছে
সবুজ গুলো কেমন ধুসর হয়ে যাচ্ছে
কাক শকুন ছিড়ে ছিড়ে খাচ্ছে
মজলুমের হাড্ডিসার
কেও কেও তুলছে তৃপ্তির ঢেকুর

বিরঙ্গোনা অাজও পথে পথে
অসোহায় যুদ্ধাহতো নাখেয়ে
মৃত্যুর প্রহর গুনছে কত দিন
অথচ চারিদিকে শকুনের কুৎসিত নৃত্য চলেছে
শকুনের অাজ অানন্দের দিন

অনেক পথ হেটেছি
পথচলা থেমে যায়নি কখনো
কাংক্ষিত স্বাধীনতার জন্য
মানবতার মুক্তির জন্য
শহীদের অাত্মতৃপ্তির জন্য
পথচলা বিরামহীন

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৩১

বিলুনী বলেছেন: কাংক্ষিত স্বাধীনতার জন্য
কবিতার এ লাইনটি বেশী ভাল লাগত
যদি লিখা হত নিন্মের মত
কাংক্ষিত স্বাধীনতার সুফলতার জন্য

ধন্যবাদ কবিতাটি ভাল লাগল ।

২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:২৮

সামিউল ইসলাম বাবু বলেছেন:
ধন্যবাদ মহোদয় মন্তব্য করার জন্য


ভালোলেছে

২| ২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়ে ভালো লাগলো । ধন্যবাদ

২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:২৯

সামিউল ইসলাম বাবু বলেছেন:

ধন্যবাদ ভাইয়া।


অনুপ্রাণিত হলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.