নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

চাঁদের হাসিতো শুধু হাসি নয়

২৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

দূর অাকাশের চাঁদ
দেখে মন ভরে যায়
ইচ্ছের করে বন্ধু হতে
ভালোবাসা চাই
রুপের মায়াজাল পাগল করে
সবারই সে ভালোবাসা পাই
চাঁদের কলঙ্কো দেখে নাতো কেও
রাতের পথিক একটু অালো চাই
মন ভাঙা হৃদয়টা রাত দুপুরে
চাঁদের অালোতে দুঃখ ভুলে রই
কেওতো জানতে চাইনা
কোন কষ্টে চাঁদ রাত যেগেরই
সাপে না কাটলে কি কেও বোঝে
সাপের বিষ কারে কই
হাসির মাঝেও তাই
দুঃখ লুকে রই
চাঁদের হাসি তো
শুধু হাসি নয়

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.