নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

মিথ্যা সহজে বিশ্বাসযোগ্য

৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:১৮



অনেক দিন অাগের কথা।

অাফজাল হোসেন (রুপক নাম) রাজশাহী থেকে ঢাকা যাচ্ছে। পকেট মারের খপ্পরে পড়ে টাকা পয়সা সব হারায়েছে। থাকা খাওয়ার কোন ব্যবস্থা নেই। থাকবে কি করে তার পকেটেতো টাকাই নেই পরিচিত বাসাও নেই। সে কারো বাসাই থাকার কথা চিন্তা করলো।তাই সে এক জন স্থানীয় ব্যক্তির বাড়িতে অাশ্রয় চাইলো। তারা জানতে চাইলো কি সমস্যা। অাফজাল হোসেন জানালো তার সমস্যার কথা।ছিন্তায়কারির খপ্পরে পড়ে সব হারিয়েছে সে। বাড়িওলা তার বিভিন্ন সমস্যার কথা জানিয়ে বললো রাখার মতো কোন কায়দা নেই। তাই বিদায় দিতে হচ্ছে।
অাফজাল হোসেন পড়ে গেলো মহাবিপদে। এবার সে এক বুদ্ধি অাটলো। পার্শ্বের অন্য বাসাই গিয়ে বললোঃ অামি হেটে অামেরিকা যাওয়ার সংকল্পো করেছি। তাই হেটে যাচ্ছিলাম। এখনে এসে হয়ে গেছে রাত। অাশ্রয় চা ওয়ার অাগেই বাড়িওলা তার মেহমানদারি করে নিজেকে ধন্য করার ইচ্ছে ব্যক্ত করলো। অাশ্রয় চাইতেই ঝটপট রাজি হয়েগেলো।কোন বিচার বিবেচনা না করেই সম্মতি জ্ঞাপন করলো। অথচ একই ব্যক্তি অন্য বাসাই স্থান পেলোনা। একটা কথার প্রচলন অাছে, মিথ্যা কথা বাতাসের অাগে ছোটে।

শিক্ষাঃ মিথ্যা কথা রঙ চঙ মাখিয়ে বলাই শুনতে ভালো শোনাই, তাই গ্রহণ যোগ্যতা পাই বেশি। যদিও সত্যই একদিন প্রস্ফুটিত হয়, প্রকাশিত হয়।

(ছোট বড় সকল মিথ্যাচারের উদ্দ্যেশে এটা লিখা,)

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:২২

ঢাকাবাসী বলেছেন: এখন যুগটাই হল মিথ্যার জয়জয়কার। এ টু যেড সবাই সারাদিন সারা জীবন মিথ্যা কথা বলে।

৩০ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:২৮

সামিউল ইসলাম বাবু বলেছেন:
ঢাকা বাসী সত্য বলেছেন।

সত্যকে ঢাকার জন্য চলছে মিথ্যার সয়লাব

২| ৩০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটাই এখন হচ্ছে।

৩১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:২২

সামিউল ইসলাম বাবু বলেছেন: অপলক দৃষ্টিতে শুধু চেয়ে দেখা।
অার কিছু ঘুরায়ে পেচায়ে লেখা।

৩| ৩১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

গিরি গোহা বলেছেন: এখন চলছে মিথ্যার প্রতিযোগিতা

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: যতার্থ বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.