নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

জিদ করেছি করবোই

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৬

জিদ করেছি জিদ
চোখে নাইতো নিদ
দূর অাকাশে উড়াল দিবো
পানির উপর প্রাসাদ গড়বো
ঘরবাড়ি ভেঙ্গে মাঠ বানাবো
বন কেটে শহর বানাবো
মাটিতে ঢেলে ভাত খাবো
অাকাশ পানে থুথু দিবো
খালকেটে কুমির অানবো
চুলছিড়ে ন্যাড়া হবো
পাহাড়ের বুকে ঘুসি মারবো
মনে যা চাইবে তাই করবো
জিদ করেছি করবো
জিদবো নয় হারবো



মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২২

সাহসী সন্তান বলেছেন: কোন কবিতায় হিটলারের ছবি দিতে এই প্রথম দেখলাম! নিঃস্বন্দেহে একটা হিটলারি কবিতা..... ;)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:২৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: হ্যাঁ ভাইয়া। অাসলে জিদের সাথে হিটলারের একটা বিরাট সম্পর্ক অাছে।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৭

আনিসা নাসরীন বলেছেন: এতো জেদ?

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৩০

সামিউল ইসলাম বাবু বলেছেন: জিদ মানুষকে ভবিষ্যতের ভালোমন্দ সম্পর্কে উদাসহীন করেদেয়।

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৪১

সামিউল ইসলাম বাবু বলেছেন: #সাহসী-সন্তান দেখেন ভাইয়া যে হিটলারের দাপটে বাঘ ও গরু এক ঘাটে জলপান করেছে সেই হিটলারকে কেও এখন ঘৃনাভরেও স্মরন করেনা কিন্তু মানুষ এটা বুঝেও বোঝেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.