নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
ঈদ মোবারক।
সবাইকে ঈদের শুভেচ্ছা।
কোরবানি নিয়ে সংক্ষেপে কিছু ছবি ও কথাঃ
কোরবানি একটা ইবাদত। সকলেরই উচিৎ অাল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি সম্পাদন করা।
কোরবানির মূল উদ্দেশ্য হলো অাল্লাহর পথে জীবন ও সম্পদ কোরবানি বা উৎসর্গ শিক্ষা দেওয়া।
শুধু পশু কুরবানি নয়, নিজের পশুত্ব কুরবানি করা কুরবানির অন্যতম শিক্ষা।
ধনী গরিব সবার মুখে হাসি ফোটানো ও ত্যাগ করা কোরবানির অন্যতম শিক্ষা।
রক্তো মাটিতে পড়ার অাগেই কোরবানি অাল্লাহর নিকট পৌছে যায়।
মাংশ বন্টনের মাধ্যমে সবাই ঈদোর অনন্দে সমান ভাবে অংশ নেয়।ভ্রাতৃত্ব বৃদ্ধি পায়।
ঈদ অনন্দে ধনী গরিব সবাই অনন্দে ভাসে।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১২
সামিউল ইসলাম বাবু বলেছেন: thanks
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫২
ছায়াহরিণ বলেছেন: ধনী গরিব সবার মুখে হাসি ফোটানো ও ত্যাগ করা কোরবানির অন্যতম শিক্ষা।
ঠিক বলেছেন।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২১
সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০০
তানভীরএফওয়ান বলেছেন: Last picture
Bhai সামিউল ইসলাম বাবু ,please delete the shaitan আজকের নায়ক comment.