নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
কষ্টের রঙ একেক জনের কাছে একেক রকম
অাসলে কষ্টের কোন রঙ অাছেকিনা জানা নেই
কষ্টটা ভাষাই প্রকাশ করতেও কষ্ট হয়
কেমন নিঃসঙ্গ নির্বাক
কাওকে কষ্ট দিতে চাইনা
কষ্টের ধ্বংস যগ্যতা বুঝিতাই
সবাই ভালো থাকুক এটাই চাই
অামার কষ্টটা অামারই থাক
সবাই সুখে থাক
কষ্টের চাপে কেমন যেন
নিশ্বাস হয়ে যায় বন্ধ
পৃথিবী হয়ে যায় ছোট
পৃথিবীর রঙ অার লাগেনা ভালো
সূর্যের অালোটা হয়ে যায় কালো
মুখের হাসিটা হয়ে যায় মেকি
বিশ্বাস হয়না যাকেই দেখি
মনের অজান্তেই বুক ভেসে যায়
কিছুতেই মন বসে না
কোথাই যেন মন উড়ে যায়
পৃথিবীর কষ্ট এক করলেও
এই কষ্টের হয়না সমান
পৃথিবী এমন কেন
জানিনা জানা হয়ে উঠেনি অাজও
০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ২:০৪
সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
জানিনে কষ্টের রঙ অাছেকিনা জানি না। অামি কষ্ট সহ্য করতে পারিনা। কিছু চিন্তাও করতে পারিনা।
কষ্টের কষ্টটা ভাষায় প্রকাশ করতে কষ্ট হয়।
মন্তব্যের জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩৫
বিলিয়ার রহমান বলেছেন: বেদনা আর কষ্ট যদি এক হয় তবে কষ্টেরও একটা রং আছে।
নীল..।