নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
এটাকে অাসলে কোন গল্পো বলা যায়না। কিছু বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। জানিনা অামার এই ছোট্ট গল্পো কারো চেতনাই নাড় দিবে কিনা। তবুও লিখলাম, কারো হৃদয়ে নাড়া দিক অার নাইবা দিক। অামি তখন নবম দশম শ্রেণীর ছাত্র। বাদামওয়ালার নিকট থেকে কিছু বাদাম কিনলাম। অামি একটু লাজুক প্রকৃতির তবে প্রশ্ন করতে ভালোলাগে।
সেই কৌতুহল থেকেই প্রশ্নটি করলাম- ভাই অাপনার দিনে কেমন লাভ হয়?
:ছোট ভাই, অামি প্রতিদিন কাজ শেষে ২কেজী বাদাম কিনে বাড়ী যায়। এ থেকে কোন কোন দিন অামি ১৫০টাকাও লাভ করি অাবার ২৫০টাকাও লাভ করে দেখেছি। দিন শেষে কোন টাকাই অবশিষ্ট থাকেনা। তাই কি লাভ বলো, মানুষকে ঠোকিয়ে বেশি লাভ করে। তাই চিন্তা করেছি অল্পো করেই লাভ করবো।
এই বিষয়টা অামরা কি কখনো চিন্তা করি!!!
অারেকটি সত্য ঘটনাঃ
৬০ এর দশকের কথা তখন টাকার অনেক মূল্য ছিলো। সেই সময় এক হিন্দু ভদ্রলোক বিয়ে করে ৫০হাজার টাকা যৌতুক নিয়েছিল।
তারপরের কথাঃ
অনেক সম্পদ গড়ে। অনেক বড় ব্যবসা হয়। মালিকের কি বিচার দেখুন। এই ভদ্রলোকের ৩টি কন্যা সন্তান হয়। ২০-২৫বছরের ব্যাবধানে ৩মেয়ে বিদায় করতে গিয়ে। সেই অাগের অবস্থায় ফিরে গেলো।
সেই ব্যবসাও শেষ।
এই ঘটনা কি অামাদের বিবেকে একটুও নাড়া দিবে!
বিবেকে নাড়া দিক অার না দিক এটাই বাস্তবতা। অবৈধ সম্পদের পাহাড় কখনো সুখ দেয়নি, দেবেওনা।
তবুও অবৈধ সম্পদের পাহাড় গড়তে চলছে প্রতিযোগিতা, তৈরী হচ্ছে, তৈরী হবে নতুন ঐশী ...
মজলুমানের রক্তে গড়া সম্পদ থেকে কখনো শান্তি অাশা করা যায়না।
২৩ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:১৩
সামিউল ইসলাম বাবু বলেছেন:
অামরা অনেক কিছুই দেখি কিন্তু তাথেকে শিক্ষা নিইনা।
২| ২৪ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪৩
শাহরিয়ার কবীর বলেছেন: বাস্তবতা বড়ই কঠিন ....
২৫ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪৩
সামিউল ইসলাম বাবু বলেছেন:
যথার্ত বলেছেন।
সহমত
©somewhere in net ltd.
১| ২৩ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৪৯
রক্তিম দিগন্ত বলেছেন:
What goes around, comes around.
গল্প বলা যায় না ঠিক। তবে লেখাটা পড়ে এই কথাটাই মাথায় আসলো।