নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
শকুনের উচ্ছৃংখল নৃত্য
নেকড়ের কুৎসিত হাসি
হায়েনার দম্ভ ভোরে চলা
মিথ্যার ফুলঝুরি বলা
চারিদিকে হাহাকার
মজলুমের চিৎকার
অসহায়ের বোবা কান্না
স্বজনের মনবেদনা
এসবই নিত্যদিনে
বেদনা জমা মনে
সবুজের প্রান্তর
সুখে নেই তবু অন্তর
শকুনের দল
চারিদিকে শকুনের চল
০৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:২৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ
পাঠ ও মন্তব্যের জন্য
২| ০৮ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:১২
কানিজ রিনা বলেছেন: খুব ভাল হয়েছে ধন্যবাদ।
০৮ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫২
সামিউল ইসলাম বাবু বলেছেন:
ধন্যবাদ শুভেচ্ছা জানবেন।
অনুপ্রেণিত হলাম।
৩| ০৮ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫
সুমন কর বলেছেন: ভালো লাগল। তবে,
প্রথম পাতায় একই ব্লগারের একাধিক পোস্ট, ভালো দেখায় না।
০৮ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৪
সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ
একটি ভাল পরামর্শ পেলাম।
তবে এই কবিতাটি অাজ ১০দিন চেষ্টা শেষে লিখলাম।
অার উপরের ঐ কবিতাটি অাজ প্রায় দেড় মাস চেষ্টা শেষে লিখলাম।
অাসলে ইচ্ছে করলেই সব সময় কবিতা লিখা যায়না।
ধন্যবাদ শুভেচ্ছা জানবেন।
©somewhere in net ltd.
১| ০৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫৭
শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর লিখেছেন।