|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সামিউল ইসলাম বাবু
সামিউল ইসলাম বাবু
	যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
 
 
একটি জাতীর উন্নতির জন্য অবশ্যই শিক্ষার ভূমিকা অনিস্বীকার্য। এইকথা অামরা সকলে জানি এবং স্বীকার করি। দেশে এতো কিছুর পরেও  ১০বছরের উপর স্বাক্ষরতার হার ৫১ পার্সেন্ট। এখনো বিশেষ করে অনেক দরিদ্র ছেলে স্কুলে যাচ্ছেনা। কারণ যতোই হোক দেশের প্রবৃদ্ধি ৬.৫ শতাংশ। তবুও অনেকের ইনকাম সোর্স ভালোনা। বিশেষ করে মধ্যবৃত্ত পরিবার 
কষ্টে অাছে। দ্রব্যমূল্য যতোই হোক তাদের দ্বারা দিন মজুর খাটা অসম্ভব। কারন দেশের অধিকাংশ কৃষি পরিবার মধ্যবৃত্ত পরিবার।
শিক্ষা ক্ষেত্রে সরকার অবদান একটু পর্যালোচনা করি।
★ বর্তমান সরকারের সবচেয়ে বড় অবদান বিনামূল্যে বই বিতরণ।
★গরিব ছাত্রদের বৃত্তি প্রদান।
★ নারী শিক্ষার ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা প্রদান।
এখন বাস্তব অবস্থা একটু দেখার চেষ্টা করিঃ
*পূর্বে অনেক স্কুলে ভর্তি ফি নেওয়া হতো না। এখন সকল মাধ্যমিক স্কুলে ভর্তি ফি নেওয়া হয় (২০০-৬০০ অনেক স্কুলে এর বেশিও নেওয়া হয়)।
*গরিব ছাত্রদের জন্য যে বৃত্তি দেওয়া হয় তা অনেক মধ্যবৃত্ত পরিবার অাবেদন না করাই তারা বৃত্তি পায়না। এতে মাসিক ৬০- ১০০ টাকা বেতন দেওয়া লাগে। অাবার দেখা যায় বাবা মা দুজনই চাকুরি করে অাবার ছেলেও দরিদ্রতা দেখিয়ে বৃত্তি পাই।
* অাগে এক ব্যাকরণ দিয়েই ষষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্ত পড়া যেতো।এখন প্রতি ক্লাসেই নতুন ব্যকরন না কিনলে ছাত্র ছাত্রীরা পড়তে পারছেনা। এটা কেও দেখে না।
*টিউশনী সমস্যার হলোনা কোন সমাধান।১০০০-৫০০০ টাকা করে মাসিক প্রাইভেট টিউটরকে দেওয়া লাগে। স্কুলে ক্লাস হোক বা না হোক অাসতে হবে। পড়তে হলে প্রাইভেটে অাসতে হবে। অধিকাংশ হাইস্কুলের এই অবস্থা। 
* সৃজনশীল হওয়ার কারনে অনেক শিক্ষক এটা না বুঝেই ক্লাস নেন এতে ছাত্রদের বিশেষ করে মেধাবিদের হয়েছে সমস্যা। অাগে যেখানে ৩০০-৫০০ টাকার নোট বা গাইড কিনলেই চলতো। অনেক গরিবছাত্ররা,পুরাতন নোট ম্যানেজ করে পড়তো। এখন ১০০০-৩০০০ টাকাই ও নোট গাইড কম্পিলিট হয়না। অাবার প্রতিবছর নতুন নতুন বই কেনাই লাগবে।কারণ বিভিন্ন, প্রকাশনি শিক্ষকদের দিয়ে অাসে মোটা অংকের টাকা। তাই প্রতি বছর সিলেবাস ও বই পরিবর্তন হয়।
* সৃজনশীলের কারনে অনেকে কম পড়েও ভালো করছে। কারণ শিক্ষা বোর্ড থেকে নাম্বার দেওয়া ছক দিয়ে দেওয়া হচ্ছে।  লিখলেই নাম্বার। মেধার মূল্যাইওন হচ্ছে না। তাই দেখা যাই  A+ পাওয়ার পর বলে ১৬ ডিসেম্বর জাতীয় শোক দিবস।
  
 
কেও ভালো খেললে তাকে লক্ষ লক্ষ টাকা দেওয়া হচ্ছে। এগিয়ে অাসছে বিভিন্ন কম্পানি ও সরকার। 
কিন্তু এই কথা শুধু অাজ মুখের বুলিতে পরিণত হয়েছে দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার কোন বিকল্পো নেই। বাস্তবে এর যথাযথ কোন প্রয়োগ নেই। কেও ভালো ফলাফল করলেও তার মেধার কোন মূল্যায়ন নেই। নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন বিষয় বিবেচনা করা হয়।  তখন চলে অাসে বিভিন্ন শর্ত।। 
এটাই অন্যদেশ অার অামাদের দেশের পার্থক্য।  তাই অামাদের দেশের অনেক মেধাবীকে অন্যদেশে চলে যেতে দেখা যায়।
জাতীর স্বার্থে শিক্ষার দিকে যথাযথ গুরুত্ত্ব দিতে হবে। নয়তো দেশ ও জাতি পিছিয়ে যাবে।
 ৩৩ টি
    	৩৩ টি    	 +৩/-০
    	+৩/-০  ২৭ শে ডিসেম্বর, ২০১৬  দুপুর ১:১৯
২৭ শে ডিসেম্বর, ২০১৬  দুপুর ১:১৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
২|  ২৭ শে ডিসেম্বর, ২০১৬  দুপুর ১:২১
২৭ শে ডিসেম্বর, ২০১৬  দুপুর ১:২১
উন্মুক্ত অাঙ্গিনা বলেছেন: right your post
  ২৭ শে ডিসেম্বর, ২০১৬  দুপুর ১:৪৭
২৭ শে ডিসেম্বর, ২০১৬  দুপুর ১:৪৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: Thanks a lot for your comment
৩|  ২৭ শে ডিসেম্বর, ২০১৬  দুপুর ১:৪৩
২৭ শে ডিসেম্বর, ২০১৬  দুপুর ১:৪৩
আখেনাটেন বলেছেন: একটা জাতির মেধা ও মননে উন্নতির জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। আর এটার জন্য দরকার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। বাংলাদেশের জন্মের ৪৬ বছরে কোনো সরকারই এ নিয়ে গভীরভাবে চিন্তা করে নি। যা হয়েছে সব স্বল্পমেয়াদী। ফলে বার বার সিলেবাস পরিবর্তন ও ছাত্রদের গিনিপিগ বানানো। এতে গোটা সিস্টেমে চলছে একটা অরাজকতা। 
জিডিপির মাত্র ২.৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ যা উপমহাদেশে সর্বনিম্ন। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে তো চলছে একটা মচ্ছব। শিক্ষার এই নিম্নমান ও গোঁজামিলের কারণে সমাজের অন্য খাতগুলোতেও এর মারাত্নক প্রভাব পড়ছে। কবে নীতিনির্ধারকদের হুঁশ ফিরবে অাল্লাহ মালুম।
  ২৭ শে ডিসেম্বর, ২০১৬  দুপুর ১:৪৮
২৭ শে ডিসেম্বর, ২০১৬  দুপুর ১:৪৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: 
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন।
৪|  ২৭ শে ডিসেম্বর, ২০১৬  বিকাল ৪:৪৮
২৭ শে ডিসেম্বর, ২০১৬  বিকাল ৪:৪৮
স্নিগ্ধ শোভন বলেছেন: 
খুবই প্রয়োজনীয় একটা বিষয় নিয়ে লিখেছেন। অনেক কিছু বলার থাকলেও কিছু বলতে ইচ্ছে করছেনা। কারণ বলে কোনই লাভ নাই। 
শুভকামনা রইলো।
  ২৭ শে ডিসেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:০২
২৭ শে ডিসেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:০২
সামিউল ইসলাম বাবু বলেছেন: 
মন্তব্যের জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন।
অামরা অাশা রাখি এক সময় অামাদের প্রত্যাশা পূর্ণহবে।
৫|  ২৭ শে ডিসেম্বর, ২০১৬  বিকাল ৪:৫৭
২৭ শে ডিসেম্বর, ২০১৬  বিকাল ৪:৫৭
ধ্রুবক আলো বলেছেন: দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার কোন বিকল্পো নেই। বাস্তবে এর যথাযথ কোন প্রয়োগ নেই। কেও ভালো ফলাফল করলেও তার মেধার কোন মূল্যায়ন নেই। নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন বিষয় বিবেচনা করা হয়। তখন চলে অাসে বিভিন্ন শর্ত।।
+++ 
লেখাগুলো ভালো ছিলো, তবে অনেক সমস্যা! এই দেশে এগুলো হচ্ছে আরও বৃদ্ধি পাবে সামনে! মেধার মুল্যায়ন কোন এদেশে ভালো ভাবে কেউ পায়নি! তাই মেধাবিরা বিদেশে পারি জমায়, আর দরিদ্র ঘরের সন্তানেরা সুযোগ সুবিধা কম পেলেও ভালো ফলাফল তারাও করে কিন্তু ওই যে একটা দেয়াল মামা চাচার আর টাকার দেয়াল, আর সৃজনশীল বা আরও কিছু হোক লাভ নেই পরীক্ষার আগের রাতে প্রশ্ন ফাস। তারপর এই সৃজনশীল পদ্ধতিতে সবাই এক্সপার্ট হয়ে ওঠেনি! 
দোয়া করি এই দেশের মানুষের বিবেক মুল্যবোধ জেগে উঠুক... 
মুল্যবান পোষ্টের জন্য শুভ কামনা রইলো... ভালো থাকবেন
  ২৭ শে ডিসেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:০৩
২৭ শে ডিসেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:০৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: 
মন্তব্যের জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন।
অামরা অাশা রাখি এক সময় অামাদের প্রত্যাশা পূর্ণহবে।
৬|  ২৭ শে ডিসেম্বর, ২০১৬  বিকাল ৫:৩১
২৭ শে ডিসেম্বর, ২০১৬  বিকাল ৫:৩১
বিলিয়ার রহমান বলেছেন: সামিউল ইসলাম বাবু 
দরকারি একটা বিষয় নিয়ে লিখেছেন!
“জাতীর স্বার্থে শিক্ষার দিকে যথাযথ গুরুত্ত্ব দিতে হব ” আপনার এই কথার সাথে আমিও সম্পূর্ণ একমত!
আপনার জন্য অনেক অনেক শুভকামনা!
  ২৭ শে ডিসেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:০৫
২৭ শে ডিসেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:০৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ।
শুভেচ্ছা জানবে।
শুভকামনা রইলো
৭|  ২৭ শে ডিসেম্বর, ২০১৬  বিকাল ৫:৩২
২৭ শে ডিসেম্বর, ২০১৬  বিকাল ৫:৩২
চাঁদগাজী বলেছেন: 
জাতির সম্পদ আছে, সবাইকে  ফ্রি পড়তে দেয়া হোক; সবকিছুর আগে, নাগরিকের শিক্ষার অধিকার।
  ২৭ শে ডিসেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:০৬
২৭ শে ডিসেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:০৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: শুভেচ্ছা জানবেন।
অাশাই রইলাম।
৮|  ২৭ শে ডিসেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:২৯
২৭ শে ডিসেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:২৯
লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: খালি শিক্ষার হার বাড়িয়ে কি হবে? শিক্ষিতদের কর্মসংস্থানের সু্যোগ কই? দেশে শিক্ষিতের হার এখন ৬১%, উচ্চশিক্ষিতের হার বড়জোর ২০%-৩০% হবে। এদের চাকরি জোগাড় করতেই তো হিমশিম খেতে হচ্ছে। আর ব্যবসায়ের অনুকুল দেশগুলির মধ্যে আমাদের দেশের অবস্থান একেবারে তলানিতে।
  ২৭ শে ডিসেম্বর, ২০১৬  রাত ৯:২৮
২৭ শে ডিসেম্বর, ২০১৬  রাত ৯:২৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
সবচেয়ে বড় প্রয়োজন শিক্ষার অতপর মেধার ভিত্তিতে চাকুরি।
তবেই দেশ পরিবর্তন হবে।
একটি বিষয় মনে রাখতে হবে যে শিক্ষার মূল উদ্দেশ্য কিন্তু চাকুরি নয়।
৯|  ২৭ শে ডিসেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৭:০৫
২৭ শে ডিসেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৭:০৫
কথাকথিকেথিকথন বলেছেন: বাইরের দেশে মানুষ যাওয়ার হারে বাংলাদেশের অবস্থান ৫ম । এতেই প্রমাণ মেলে মেধার দাম নেই এ দেশে, তারা অন্যদেশে গিয়ে অন্যদেশকেই উন্নত করছে । 
শিক্ষা ব্যবস্থা নিয়ে সুন্দর লিখেছেন । শিক্ষার হার বাড়ছে কিন্তু বাস্তবে আমরা অশিক্ষিতই রয়ে যাচ্ছি ।
  ২৭ শে ডিসেম্বর, ২০১৬  রাত ৯:৩৭
২৭ শে ডিসেম্বর, ২০১৬  রাত ৯:৩৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
১০|  ২৭ শে ডিসেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৭:০৬
২৭ শে ডিসেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৭:০৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দুর্নীতি আর অব্যবস্থাপনা সব কিছুর সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছে।
  ২৭ শে ডিসেম্বর, ২০১৬  রাত ৯:৩৮
২৭ শে ডিসেম্বর, ২০১৬  রাত ৯:৩৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: 
সহমত।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন।
১১|  ২৭ শে ডিসেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৭:২৫
২৭ শে ডিসেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৭:২৫
ফ্রিটক বলেছেন: যে ভাবে শিক্ষার হার বাড়ছে,সেভাবে সুশিক্ষার হার বাড়ছে না। আর কর্মসংস্থান এর অবস্থা আরও লাজুক
  ২৭ শে ডিসেম্বর, ২০১৬  রাত ৯:৪১
২৭ শে ডিসেম্বর, ২০১৬  রাত ৯:৪১
সামিউল ইসলাম বাবু বলেছেন: ১০০ ভাগ সহমত।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন।
১২|  ২৭ শে ডিসেম্বর, ২০১৬  রাত ৮:৪০
২৭ শে ডিসেম্বর, ২০১৬  রাত ৮:৪০
রাজীব নুর বলেছেন: সঠিক কথাই বলেছেন।
  ২৭ শে ডিসেম্বর, ২০১৬  রাত ৯:৪২
২৭ শে ডিসেম্বর, ২০১৬  রাত ৯:৪২
সামিউল ইসলাম বাবু বলেছেন: 
মন্তব্যের জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন।
১৩|  ২৭ শে ডিসেম্বর, ২০১৬  রাত ৮:৪১
২৭ শে ডিসেম্বর, ২০১৬  রাত ৮:৪১
আমিই মিসির আলী বলেছেন: দেশ পিছাবে না।
দেশ ছক্কা মেরে টক্কা দিয়ে হাত তালিয়া আর স্যেলুট দিতে দিতে সামনে অবশ্যই আগায়া যাবে।
  ২৭ শে ডিসেম্বর, ২০১৬  রাত ৯:৪৩
২৭ শে ডিসেম্বর, ২০১৬  রাত ৯:৪৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: 
মন্তব্যের জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন।
১৪|  ২৮ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ১০:০২
২৮ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ১০:০২
ইমন হাসান007 বলেছেন: সহমত।
  ২৮ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ১০:১৭
২৮ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ১০:১৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন।
১৫|  ২৮ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ১১:৩০
২৮ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ১১:৩০
উন্মুক্ত অাঙ্গিনা বলেছেন: 
১৬|  ২৮ শে ডিসেম্বর, ২০১৬  দুপুর ১:২৭
২৮ শে ডিসেম্বর, ২০১৬  দুপুর ১:২৭
মনিরা সুলতানা বলেছেন: আপনার পোষ্টের সাথে সহমত ।
  ২৮ শে ডিসেম্বর, ২০১৬  বিকাল ৩:৩১
২৮ শে ডিসেম্বর, ২০১৬  বিকাল ৩:৩১
সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন।
১৭|  ৩০ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ৮:০১
৩০ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ৮:০১
আজিব দুনিয়ার মানুষ। বলেছেন: উচ্চশিক্ষা গ্রহণে দেশের তরুণ সমাজকে উৎসাহিত করতে হবে। অর্থাভাবে যেন কোন শিক্ষার্থী ঝরে না পড়ে এদিকে নজর দিতে হবে। এখন দেশে অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় হয়েছে। একজন সাধারণ নাগরিক হিসেবে অনুরোধ করব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি আকাশছোঁয়া না করে তা সাধারণের নাগালের ভিতর রাখতে। ধন্যবাদ।
  ৩০ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ১০:৫২
৩০ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ১০:৫২
সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর বলেছেন।
এমন্তব্যের জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৭ শে ডিসেম্বর, ২০১৬  দুপুর ১:১১
২৭ শে ডিসেম্বর, ২০১৬  দুপুর ১:১১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:

★ বর্তমান সরকারের সবচেয়ে বড় অবদান বিনামূল্যে বই বিতরণ।
★গরিব ছাত্রদের বৃত্তি প্রদান।
★ নারী শিক্ষার ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা প্রদান।
এগুলো প্রচার করার জন্য মিডিয়া আছে।
.....!...............
বাকি সব প্রচার করার জন্য মিডিয়া নেই