নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

নাগরিক জীবনে হকার ও কর্তৃপক্ষের ঘুম

২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩১

ছবি সূত্রঃ ইন্টারনেট।

শহরে, বাস চলতে বা ফুটপথে নিত্যদিন যাদের সাথে সকলেরই কম-বেশি সাক্ষাত হয় তাদের কথা সবাই একবাক্যে বলতে পারবেন। হ্যাঁ, অামি হকারের কথা বলছি।

সুন্দর উপস্থাপনের মাধ্যমে যে কোন জিনিস দর্শকের সামনে হাজির করে গিলায়ে দিতে অভ্যস্থ অামাদের দেশের হকার।

হকারদের যে যোগ্যতা অাছে এরা যদি এই মেধা অন্য কোন কাজে লাগাইতে পারতো নিঃসন্দেহে অনেক ভালো কিছু করতে পারতো।

অধিকাংশ সময় দেখা যায়, প্রয়োজনীয় জিনিস মার্কেটিং করে যাচ্ছে প্রশাসনের নাকের ডগাই, যার অনেক কিছুই মানসম্মত নয়। জনসমক্ষে মার্কেটিং করছে অথচ মনে হয় প্রশাসন কিছু দেখছেই না। ১০০ টাকার জিনিস ৫০০টাকায় বিক্রয় করছে।সহজ সরল মানুষ হচ্ছে প্রতারিত। দাম চাচ্ছে ১০গুন। অাপনি কত কমাবেন?

এটাকি প্রতারণা নয়?
সরকারের কি কোন দ্বায়িত্ব নেই?
প্রশাসন নিশ্চুপ কেনো?

কিছু দিন অাগের কথা। বাংলাদেশ থেকে ইউরোপের কয়েকটি দেশে চিংড়ি মাছ রপ্তানি হতো। ঐ যে জন্মগত এবং জাতি গত একটা সমস্যা অাছে দুই নাম্বারি করা। সেই কাম করার কারনে, সেদেশের পরিক্ষায় ফরমালিন ও শিশার উপস্থিতি প্রমাণিত হওয়ায় চিংড়ী রপ্তানির পথ ইউরোপে বন্ধ হয়ে যায়। অামাদের দেশে হলে কি হতো BSTI কে কিছু উপরি দিয়ে দিলেই কাজ ক্লিয়ার হয়ে যেতো। জনগনের কথা কেও ভাবেনা। সবাই ব্যস্ত নিজেকে নিয়ে। কিভাবে জনগনের ফাকি দিয়ে অধিক সম্পদের মালিক হওয়া যায়। জনকল্যাণ কিভাবে সাধিত হবে???

অালোচ্য বিষয়ের বাইরে কথা লিখে ফেললাম। যা হোক উপরুক্ত বিষয়টি অালোচ্য বিষয়ের সাথে সম্পর্কিত। সরকারের অন্যতম কাজ জনকল্যান নিশ্চিত করা। অামাদের দেশে সরকার জনগণের কথা ভাবেইনা।যে টুকুই করে দায়সারা ভাবে। দ্বায়িত্বের জায়গা থেকে নয়।

দেশের যত অনিয়ম, তা সমাধানের দ্বায়িত্ব সরকারকেই নিতে হবে। অবৈধ ব্যবসা, ভেজাল, প্রতােরণা - এগুলো সমাধানে সরকারকেই যথাযথ পদক্ষেপ নিতে হবে।

অামি কিন্তু হকারের বিরোধী নয়, কারণ অামাদের দেশ একটি জনবহুল দেশ। চাকুরির মাধ্যমে সকলেরই কর্মসংস্থান হয়না।তাই হকারি খারাপ না। খারাপ হলো প্রতারনা করা। অনেক মানুষ ভালোমনে কিছু কিনে প্রতারিত হন। তাই নগর কর্তৃপক্ষের প্রধান কাজ নাগরিক সেবা নিশ্চিত করা ও কার্যকরি অাইনের মাধ্যমে সকল ধরনের প্রতারনা বন্ধ করা। দেখা যায়কি, কর্তৃপক্ষ শুধু অাশার বানী শুনিয়েই যান। নাগরিক জীবনে কোন পরিবর্তন নেই।

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:০৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাল একটি বিষয়ের অবতারনা করেছেন। ধন্যবাদ আপনাকে।

আরেকটি ব্যাপার আছে পথে ঘাটে, পেশাদার ভিক্ষুক !

২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১১

সামিউল ইসলাম বাবু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

পেশাদার ভিক্ষুক ও হকারদের নিয়ন্ত্রণ করে প্রভাবশালী ও রাজনৈতিক মহল।

তাই এদের এতো উৎপাত।

২| ২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৩

মোস্তফা সোহেল বলেছেন: হকাররা তাদের কাজ করেই যাবে । সরকারের তো কত কিছুই করার আছে। আমার মনে হয় সরকার এই বিষয়টি তেমন গুরুত্ব দিবে না।
এক্ষেত্রে আমাদের নিজেদেরকেই আগে সচেতন হতে হবে।

২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ

সুন্দর মন্তব্য করেছেন।

৩| ২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১২

সুমন কর বলেছেন: দেশের যত অনিয়ম, তা সমাধানের দ্বায়িত্ব সরকারকেই নিতে হবে। অবৈধ ব্যবসা, ভেজাল, প্রতােরণা - এগুলো সমাধানে সরকারকেই যথাযথ পদক্ষেপ নিতে হবে।

ভালো একটি বিষয় নিয়ে লেখার জন্য ধন্যবাদ।

২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৭

সামিউল ইসলাম বাবু বলেছেন:
পোষ্টে অাপনার সুচিন্তিত মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন।

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৭

ভাবুক কবি বলেছেন: এটাকি প্রতারণা নয়?
সরকারের কি কোন দ্বায়িত্ব নেই?
প্রশাসন নিশ্চুপ কেনো?

এই প্রশ্নের উত্তর আজও খুঁজেই চলছি কিন্তু উত্তর নিরুদ্দেশ

২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

ভালো থাকবেন।

শুভকামনা।

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৮

শামীম সরদার নিশু বলেছেন: সুন্দর উপস্থাপন।

প্রশাসন নিশ্চুপ কেনো?
রক্ষকই যখন ভক্ষক, সেখানে আমার মতো আম জনতা আর কি বলব?

২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫০

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

অামাদের সচেতন হওয়া দরকার। সবাই যদি দ্বায়িত্ববান হয় তবে অনেক কিছুই ভালো করা সম্ভব।

ভালো থাকবেন।

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৭

বিলিয়ার রহমান বলেছেন: সামিউল ইসলাম বাবু

ভালো একটি বিষয় নিয়ে লিখেছেন!:)

আপনারমতো আমারও মনে হচ্ছে প্রশাসনের এসব দেখার সময় এসেছে!:)

২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

জানিনা কতটুকু ভালো। তবে মনে হয়েছে এধরনের কাজকে অাইনের অাওতাই অানা উচিৎ

শুভকামনা জানবেন।

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অবশ্যই প্রতারণা।


ভালো বিষয়ে আলোচনা করেছেন। ভালো লাগলো আপনার পোষ্ট

২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

অনুপ্রাণিত হলামা।

শুভেচ্ছা জানবেন।

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
মনের কথা বলছেন। তাই আপনার জন্য ফুলের অঞ্জলী। অঞ্জলী হতে ফুল ঝরে গেল ঝর ঝর।

২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৩৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: চমৎকার।

অাপনাকেও অনেক শুভেচ্ছা

৯| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
এগুলো বেঁধে নিয়েছি, ঝরতে আর পারবেনা। তাও শুধুই আপনার জন্য।

২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৩৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাপনাকেও ফুলেল শুভেচ্ছা

১০| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
বাবুরাও লিখতে পারে দেখছি। আমিও লিখব।

২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৩৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: অানেক ভালোবাসা জানবেন বড় ভাই।

১১| ২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪১

সাহিদা সুলতানা শাহী বলেছেন:
ভাইয়া আপনি খুব সুন্দর লিখেন। এগুলো পারেন কী করে।

২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৪

সামিউল ইসলাম বাবু বলেছেন:
প্রসংশার পরিমানটা বেশি হয়ে গেলোনা!!! |-) |-) |-)

অসলে অামার মনে যখন যেটি অাসে তখনই লিখার চেষ্টা করি।

ধন্যবাদ সাথে থাকার জন্য।

১২| ২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৩

সাহিদা সুলতানা শাহী বলেছেন:
আপনার জন্য । খাবেন কিন্তু ।

২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৬

সামিউল ইসলাম বাবু বলেছেন:
হা হা হা...

অাবার মনে হচ্ছে ছোট বেলাই ফিরে গেছি।

মিছা মিছি রান্না করে খাওয়া দাওয়া করতাম।

শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.