নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
কারনা ভালো লাগে বিশ্বরেকর্ড করতে। সাবাই চাই, সাবাই অামাকে দেখুক। অামার কথা বলুক। কিন্তু যদি বিষয়টি শখের বসে হয়। সেটা ব্যক্তিগত হলেও কথা থাকে। কিন্তু যদি রাষ্ট্রিয় উদ্যোগে বিশাল ব্যয় করা হয় তবে? এখানেই কথা থেকে যায় অামাদের দেশে এখনো অনেক মানুষ শিক্ষার অালো থেকে বঞ্চিত। অনেকে খাবারের জন্য সংগ্রাম করছে। সেখানে টাকা খরচ করে অনর্থক বিশ্বরেকোর্ডের কোন অর্থ হয়না। সর্বপ্রথম দেশ ও দেশের মানুষের কথা অামাদের সকলেরই ভাবা উচিৎ। অামরা যদি অামাদের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারি তবে দেশ উন্নত হতে সময় লাগবেনা। তাই পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হবে।মেধাবীদের উৎসাহ প্রদান ও চাকুরির ক্ষেত্রে মেধার মূল্যয়ন করতে হবে। কিন্তু বার বারই শিক্ষা খাত উপেক্ষিত থেকে যাচ্ছে।
অামাদের পার্শ্ববর্তী দেশ ভারত শিক্ষা ক্ষেত্রে যে বিনিয়োগ করে। অামরা তার ৫০ ভাগের এক ভাগও করছিনা। সুযোগ খুজতেছি, শিক্ষা খাত থেকে ভ্যাট নেওয়া যায় কিনা।
অামাদের প্রতিযোগিতা হওয়া উচিৎ বিজ্ঞানী তৈরীতে বিশ্ব রেকোর্ড করা। এতে দেশের কল্যান হবে। জাতীয় সংগীত গেয়ে বিশ্বরেকোর্ডের কিছুদিন যেতে না যেতেই ভারতের একটি প্রদেশ জাতীয় সংগীত গেয়ে গিনেজ বুকে নাম তুললো। এখন এই গিনেজ বুকে নাম তোলা ও নামানোই অামাদের দেশের লাভ ও লস কতটুকু হলো??? একটি সুন্দর পরিকল্পনা, একটি দেশকে অনেক দূর এগিয়ে নিতে পারে।
তাই, পরিকল্পিত শিক্ষানীতি ও রাষ্ট্রের উন্নয়ননীতি সর্বসম্মতি ক্রমে গ্রহণ করে দলমত নির্বিশেষে সকলে সেই নীতি বাস্তবায়নে তৎপর হতে পারলে দেশের উত্তর উত্তর উন্নতি সম্ভব।নচেত দেশের সার্বিক উন্নতি ও জনগণের কল্যান সম্ভব নয়।
২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: ভাইয়া অাপনাকে অনেক ধন্যবাদ।
পাঠ ও মন্তব্যের জন্য শুভেচ্ছা জানবেন।
পাশে থাকাই খুশি হলাম।
২| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভলো আলোচনা করেছেন। পোষ্টে কৃতজ্ঞতা রইল।
২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: পাশে থাকার জন্য ধন্যবাদ।
অাপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন।
৩| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৯
মো: ওসমান গনি তালুকদার বলেছেন:
অনেক সুন্দর বলেছেন। আমার ব্লগে গিয়েছেন। তাই কৃতজ্ঞতা স্বরূপ আপনার জন্য ফুলের শুভেচ্ছা।
২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৭
সামিউল ইসলাম বাবু বলেছেন:
মন্তব্যের জন্য ধন্যবাদ
শুভেচ্ছা জানবেন।
৪| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৬
বর্ষন হোমস বলেছেন:
##অামরা যদি অামাদের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারি তবে দেশ উন্নত হতে সময় লাগবেনা।
জনসংখ্যা কে জনসম্পদে পরিণত করব বললেই জনসম্পদ হয়ে যায় না।দেশের জনসংখ্যা বেশি বলেই জনসম্পদে পরিণত করেতে বেশি কষ্ট করতে হচ্ছে।আর জনসম্পদে পরিণত করেই দেশের সকল সমস্যা দূর করা সম্ভব না।
২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২১
সামিউল ইসলাম বাবু বলেছেন:
অাপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
তাহলে অাপনি কিভাবে দেশকে এগিয়ে নিতে চাচ্ছেন???
হতাশ হলেতো চলবেনা।
২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩১
সামিউল ইসলাম বাবু বলেছেন:
অামাদে যে সম্পদ অাছে তার যদি যথাযথ ব্যবহার করা যায় তবে এই সম্পদ দিয়েই দেশকে অনেক এগিয়ে নেওয়া সম্ভব।
তবে সরকার ও জনগণ সচেতন, দক্ষ ও দেশ প্রেমিক হতে হবে।
৫| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৬
চাঁদগাজী বলেছেন:
নিরক্ষরদের নিয়ে সন্মেলন করলে, সেই রেকর্ড কেহ ভাংতে পারবে না।
২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২২
সামিউল ইসলাম বাবু বলেছেন:
হাসাইলেন।
৬| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৮
শামীম সরদার নিশু বলেছেন: সুন্দর উপস্থাপন।
২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ
শুভেচ্ছা জানবেন।
৭| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২২
ধ্রুবক আলো বলেছেন: অামাদের প্রতিযোগিতা হওয়া উচিৎ বিজ্ঞানী তৈরীতে বিশ্ব রেকোর্ড করা। এতে দেশের কল্যান হবে। জাতীয় সংগীত গেয়ে বিশ্বরেকোর্ডের কিছুদিন যেতে না যেতেই ভারতের একটি প্রদেশ জাতীয় সংগীত গেয়ে গিনেজ বুকে নাম তুললো। এখন এই গিনেজ বুকে নাম তোলা ও নামানোই অামাদের দেশের লাভ ও লস কতটুকু হলো??? একটি সুন্দর পরিকল্পনা, একটি দেশকে অনেক দূর এগিয়ে নিতে পারে। ( প্লাস )
কথা কিন্তু খুবই সুন্দর বলেছেন। শুভ কামনারইলো।
২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৫
সামিউল ইসলাম বাবু বলেছেন:
পাঠ অাপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
শুভেচ্ছা জানবেন।
অাপনাকেও শুভকামনা।
৮| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সরকার মিডিয়াতে থাকতে চায়, মিডিয়া দখলে রাখতে চায়, সে জন্য যা যা করা দরকার সবই করে। জাতীয় সংগীত গেয়ে বিশ্ব রেকর্ড তার মধ্যে একটি। এ নিয়ে কয়দিন মিডিয়াতে হাউকাউ চলছিল। অনেকে তৃপ্তির ঢেঁকুর তুলছে আহ্ বিশ্ব রেকর্ড হয়েছে।
অথচ, যেদিন বিশ্ব রেকর্ড হলো সেদিন অনেক শিশু স্কুল থেকে ঝড়ে পড়ে গেছে, অনেক কিশোরী মেয়ে ইট ভেঙ্গেছে, অনেক ছোট ছোট ছেলে মেয়ে ডাস্টবিনে কাগজ কুড়িয়েছে পিতার আর্থিক দৈন্যতা ঘুচাতে। অনেক শিক্ষিত বেকার সামান্য বেতনের চাকরির আশায় দ্বারে দ্বারে ঘুরেছে।
সেদিকে অতিউৎসাহীদের খেয়াল নেই। সবার ফোকাস মিডিয়া, মিডিয়াতেই চুক্তি, মিডিয়াতে মুক্তি!!
২৫ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ।
শুভেচ্ছা জানবেন।
৯| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪২
হাসান কালবৈশাখী বলেছেন:
জাতীয় সংগীত নিয়ে আপনাদের এত এলার্জি কেন?
আপনার লেখার শিরনাম হওয়া উচিত ছিল "৪ বছর পর্যন্ত পর্যন্ত অটুট ছিল গিনেজ বুকে বাংলাদেশ"
গিনেজ বুকে নাম তুললো। আপনার সমস্যাটা কি। রেকর্ড একদিন না একদিন তো ভাংতোই।
২০১৩ র রেকর্ড ২০১৭ - - ৪ বছর পর্যন্ত পর্যন্ত অটুটই ছিল।
আপনি বলছেন লেখাপড়া বাদ দিয়ে এই গিনেজ বুকে নাম তোলা, টাকা খরচ, লাভ-লস খুজতেছেন।
যেখানে বর্তমানে বাংলাদেশের সরকারি বাজেট ৪ লাখ কোটি টাকা। টাকার কি সমস্যা?
এই টাকা কি সরকার দিছে? দিলো তো এক মুঠোফোন কম্পানী সহ স্পন্সাররা।
কোথায় দেখলেন লেখাপড়া বাদ দিল?
এখন বর্তমান বাংলাদেশে শিক্ষার হার, মাতৃ মৃত্যু, শিশুস্বাস্থ, দারিদ্র বিমোচন ইত্যাদি সকল সুচকে বাংলাদেশের অবস্থান পাকিস্তানের চেয়ে অনেক ভাল।
বিশ্ব ব্যাংক ঢাকা অফিসের প্রধান অর্থনীতিবিদ এক সংবাদ সম্মেলনে একটি প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতির হালনাগাদ তথ্য তুলে ধরেন। তিনি বলেন “দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের অর্জন প্রশংসনীয়। এমনিক ভারত, পাকিস্তান ও ভুটানের চেয়েও ভালো।”
২৫ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: জাতীয় সংগীত নিয়ে আপনাদের এত এলার্জি কেন?
এলার্জির পরিমান বুঝার জন্য ধন্যবাদ।
অামি কিন্তু কোন চুলকানির কথা বলিনি। এখন এলার্জি অামার বেশি না অাপনার এটা ভালোকরে পরিক্ষা করে দেখেন।
চুলকানি করার জন্য অারেকবার ধন্যবাদ।
২৫ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩২
সামিউল ইসলাম বাবু বলেছেন: ছবি দেখে কমেন্ট, বুঝতে পারছি ।
১০| ২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৬
সুমন কর বলেছেন: ছোট কিন্তু ভালো লিখেছেন।
২৫ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ।
শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন
১১| ২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৮
প্রশ্নবোধক (?) বলেছেন: কাজীর গরু কাগজে।
২৫ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩০
সামিউল ইসলাম বাবু বলেছেন:
১২| ২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৭
মো: ওসমান গনি তালুকদার বলেছেন:
এগুলো খাবেন কিন্তু।
২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ
সেই ছোট বেলার কথা মনেপড়ে গেলো।
মিছা মিছি রান্না করে খাওয়া দাওয়া করতাম।
শুভকামনা রইলো।
১৩| ২৮ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৭
হাসান ইমরান বলেছেন: সহজ কিছু দিয়ে রেকর্ড করাযে সহজ! দেশের মানুষ অন্যরা খেলো নাকি উপাস করলো , সেটা জানার জন্যতো বিবেকসম্পন্ন মানুষ দরকার । আর যারা বিবেকবান তারা এমন সস্তা রেকর্ডের ধারে কাছেও নেই।
২৮ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৬
সামিউল ইসলাম বাবু বলেছেন:
সহমত
©somewhere in net ltd.
১| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:০২
বিলিয়ার রহমান বলেছেন: অামাদের পার্শ্ববর্তী দেশ ভারত শিক্ষা ক্ষেত্রে যে বিনিয়োগ করে। অামরা তার ৫০ ভাগের এক ভাহও করছিনা। সুযোগ খুজতেছি, শিক্ষা খাত থেকে ভ্যাট নেওয়া যায় কিনা।
সুন্দর লিখেছেন সামিউল ইসলাম বাবু ভাই!