নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
ছবি মানেই অতিতের স্মৃতি কিছুটা ধরে রাখার চেষ্টা। বিভিন্ন সময় তোলা কিছু ছবি নিয়ে ছবি ব্লগঃ
রেডিও এখন অনেকটাই ইতিহাস হয়েগেছে। গল্পো করে বলা যায় অামার একটি রেডিও অাছে। বর্তমান প্রজন্ম হয়তো ভুলেই গেছে রেডিও বলে কিছু একটা ছিলো। যদিও এফ.এম রেডিও কিছুটা হলেও মানুষের মনে স্থান করে নিতে পেরেছে। যদিও এফ.এম নিয়ে অনেক বিতর্ক অাছে।এমন একটা সময় ছিলো। অাশপাশ থানাই যদি কারো একটি রেডিও থাকতো তবে তাকে ছাগল জবেহ করে দাওয়াত করা হতো।মানুষের ভিতর একটি কৌতুহল কাজ করতো বিরাট এক যন্ত্র এসেছে, যাতে নাকি ঢাকায় গান হলে ঘরে বসে শুনা যায়। এখন এসব কথা কল্পোনাও করা কঠিন।
চিত্রেঃ বাংলাদেশের খেলা শুনাই ব্যস্ত পাড়ার কজন শ্রোতা। অবশ্য এটা অামার ছোট ভাই এফ.এম এ কুইজ বিজয়ী হয়ে পুরস্কার হিসেবে পাই।অনেকে কৌতুহল নিয়ে রেডিও শোনে
পানির ভিতর দাড়িয়ে অাছে গাছটি। কষ্ট লাগলো দেখে। ওখান থেকে উপরে উঠানোর কেও নেই। দুষিত পানিতে দাড়িয়ে অাছে বেটা।
বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে যেয়ে চোখে পোড়লো। চারিদিকে পানি। ময়লা পানি।
অাতা ফল। কত দিন খাওয়া হয়না। অনেক অাগে একটা অাতাগাছ ছিলো। এখন বাড়িতে অাতা গাছ নেই। অাতা খাওয়ার মজাই একটু অালাদা। অাহ জিহবাই জল চলে অাসছে।
ধান পাকা অবস্থাই বাসার পাশ থেকে তোলো বছর খানেক অাগে।
নীল কুঠি।সুন্দরপুর, মহেশপুর, ঝিনাইদহ।
নীল চাষ বা ইংরেজ ও জমীদারদের কথা মনে হলে হৃদয়ে ভেসে ওঠে অত্মাচারের কথা। অাজ কোথাই সেই বাহাদুরি।
বাণিজ্য মেলায় একটু চক্কর দেওয়ার সময় ফ্রেম বন্ধি করলাম।
অাসলে অামি জিনিসের নাম কম জানি। তাই এই ফুলের নাম ও জানিনা
দেশের সকল নদীর মতোই এক মরা নদীর ছবি। যেখানে পালকোলা নাও অার স্রোতের খেলা থাকার কথা সেখানে মরা নদীর ছবি।
মহেশপুর, ঝিনাইদহ।
সংগ্রহীত ছবি।
ইসলামী বিশ্ববিদ্যাল ,কুষ্টিয়া ঝিনাইদহ।
কুয়াশার ভিতর রেল লাইনে ক্যামেরা বন্ধি খালাতো ভাই।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৫৫
সামিউল ইসলাম বাবু বলেছেন:
ব্লগে এসে মন্তব্যের জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:০৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: চা না হলে রাত জেগে মজা হয়না।
অাপু চা নিন।
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩২
Reza Tanvir বলেছেন: Vaiya,ami ajke koyekdin hocce blog e likhce.bola hoice ৩ din por lekha first patay chapabe but ৩ din par hoye gese.tarpor o lekha first pafay published hocce na.karon ta ki?
khoma ceye nicci eai zaygay comment ta korar karone?
০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: হয়তো অাপনার লেখাটা মান সম্মতো হয়নি।
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৫
জীবন সাগর বলেছেন: ভালো লাগলো ছবিগুলো। ভালো লাগলো রেডিও নিয়ে স্মৃতিকথা গুলো। রেডিও, সত্যি একসময় খুব প্রিয় ছিল। আমিও শুনতাম খুব মজা করে। এখন আর রেডিও শোনা হয় না। ভালো লাগলো আপনার পোষ্টে এসে।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: অাপনার ভালোলেগেছে যেনে অনেক ভালোলাগলো।
পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৩৭
কানিজ রিনা বলেছেন: খুব ভাল হয়েছে ছবি গুল।