নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ঐ জাতির তরুণদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।\" সুলতান সালাউদ্দিন আইয়ুবী (রহ:)

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

২১ ফেব্রুয়ারি নয় ৮ ফাল্গুন বিশ্ব মাতৃভাষা দিবস চাই

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫১



ভাষা নিয়ে অান্দোলন, অতপরঃ অাত্মত্যগ বিশ্ব-মানাচিত্রে বাঙালীদের করেছে অনন্য। তবে যে কারণে অামরা বাংলার ভাষার জন্য অামরা প্রাণ দিলাম। অন্যের ভাষাকে অামরা অামাদের মাতৃভাষা হিসেবে মেনে নিবোনা। সেটাইতো অামাদের অান্দোলনের মূল কারণ ছিলো। তবে কেনো সেই ভাষাতে অামরা মাতৃভাষা দিবস পালন করতে পারছিনা। কোন তারিক নয় সোমবার যদি জাতিসংঘ দিবস হতে পারে।তবে কেনো ৮ ফাল্গুন মাতৃভাষা দিবস হতে পারবেনা। তাহলে অামারা কি এভাবে ভাষা শহীদদের অাত্মত্যাগের মূলদিচ্ছি।

কথা বলার সময় নিজের মর্যাদা প্রকাশ করতে গিয়ে অামরা ইংরেজি ভাষা ব্যবহার করছি। এফ.এম রেডিও বা টেলিভিশনে কথা বলতে গেলে অামরা বাংলা ইংরেজী মিশিয়ে না বললে অাত্মতৃপ্ত হয়না। তাহলে অামাদের এই ভাষার জন্য অাত্মত্যাগ কি কোন মূল্য পেলো।

উচ্চো অাদালত থেকে অাবশ্যই অাইন হওয়া জরুরী কথা বলার সময় ভাষার ব্যবহার কিরুপ হবে।

অামরা কেনো ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস পালন করছি। ৮ ফাল্গুন হবে অামাদের মাতৃভাষা দিবস।

ভাষার মাসে একটাই দাবি ২১ ফেব্রুয়ারি নয় ৮ ফাল্গুন "বিশ্ব মাতৃভাষা দিবস" চাই।

অবশ্যই অামাদের সচেতন হতে হবে এবং সকল সচেতন মানুষকে কথা বলতে হবে।

ভাষার মাসে অামাদের সকলের প্রত্যয় হোক ৮ফাল্গুন মাতৃভাষা দিবস ঘোষণা করা হোক।

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভাষার মাসে একটাই দাবি ২১ ফেব্রুয়ারি নয় ৮ ফাল্গুন "বিশ্ব মাতৃভাষা দিবস" চাই।

আমাদের দেশে ভাষা দিবস ৮ ফাল্গুন পালিত হয়। যেটি আপনি দেখেন না, আপনি দেখেন ২১ শে ফেব্রুয়ারী। এটা আপনার সমস্যা।

কিন্তু
সারা বিশ্বে পালিত হয় ২১ শে ফেব্রুয়ারী।

জাতি বিশ্বের সাথে তাল মিলাতে চায়, সেই জন্য একুশে ফেব্রুয়ারীতে পালন করে।
আপনি চাইলে ৮ ফাল্গুন পালুন করুন, আপনাকে রাষ্ট্র বাধা দিবে না।


০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।


২১ ফেব্রুয়ারি ও ৮ ফাল্গু একই দিনে সব সময় হয়না, অাপনি ভালোকরে দেখলে বুঝতে পারবেন ।

অার যদিও একই দিনে হয়েও থাকে তবে তো অামরা প্রচার প্রচারনাই ২১ ফেব্রুয়ারিকেই প্রাধান্য দিচ্ছি। অবশ্যই এই বিষয়টা চেষ্টা করলে অামরা এর একটি সমাধানে অাসতে পারবো।

তারপর অারেকটি গুরুত্ত্বপূর্ণ বিষয় গনমাধ্যমে ইংরেজ বাংলা মিশিয়ে কথা বলা। কেও যদি ব্যক্তিগত ভাবে বাংলা ইংরেজী মিশিয়ে কথা বলে তবে সমস্যা নয়। কিন্তু জাতীয় গণমাধ্যমে এভাবে কথা বললেতো সমস্যা। এ বিষয়টাও অবশ্যই রাষ্ট্রীয়ভাবে তত্ত্বাবধায়ন করা উচিৎ। নয়তো মাতৃভাষা দিবস পালন কাংক্ষিত ফল লাভে করতে পারবেনা।



২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৩

খোলা মনের কথা বলেছেন: এটা জাতীয় কোন দিবস হলে কোন সমস্যা হতো না শুধু আমরা বাংলা তারিখ অনুযায়ী পালন করতাম। কিন্তু এটি আন্তর্জাতিক দিবস। আর আন্তর্জাতিক তারিখের সাথে জাতীয় তারিখ সমন্বয় করা কঠিন ব্যাপার।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৮

সামিউল ইসলাম বাবু বলেছেন:
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

তবে চেষ্টা করলে একটা সমাধান বের করা সম্ভব।

যে বাংলার জন্য এতো কিছু, অবশ্য সেই বাংলাকে গুরুত্ত্ব দেওয়া দরকার।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এক্কেবারে মনের কথা বলেছেন।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৫

সামিউল ইসলাম বাবু বলেছেন:

ধন্যবাদ।

ভালোলাগলো অাপনার মন্তব্যটা

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ২১ ফেব্রুয়ারি এমন শক্তভাবে শেকড় গেড়েছে যে এখন আর ৮ ফাল্গুন নতুনভাবে চালু করা মনে হয় সম্ভব হবে না। বিশেষ করে আমাদের শিল্প, সাহিত্য, সংগীত, নাটক, চলচ্চিত্রসহ সাংস্কৃতিক অঙ্গনে ২১ ফেব্রুয়ারি গভীর ভাবে প্রোথিত হয়ে গেছে। তা' ছাড়া এই তারিখটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে জাতিসংঘ স্বীকৃতি দেওয়ায় পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। ভুল যা হবার সে তো আগেই হয়ে গেছে।

ধন্যবাদ ভাই সামিউল ইসলাম বাবু।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩১

সামিউল ইসলাম বাবু বলেছেন:
ধন্যবাদ।

অনেক সুন্দর মন্তব্য করেছেন। অাসলেই ভালোলেগেছে।

তাহলে অামাদের বাংলার দাবি ...

অনইচ্ছা সত্তেও অামরা অামাদের প্রিয় মাতৃভাষাকে অাস্তে অাস্তে হারাতে বসেছি

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৫৮

কালীদাস বলেছেন: এটা একটা আন্তর্জাতিকভাবে পালিত দিবস, এবং ইতিহাসটাও সাড়া জাগানো। বাংলা ফাল্গুন মাস বাংলা ভাষাভাষি ছাড়া অন্য কে বুঝবে? চেন্জ করলে কাজের কাজ যেটা হবে সেটা হল জিনিষটা সার্বজনীন থেকে অর্থোডক্স হয়ে যাবে বাংলাদেশের জন্য। আর জিনিষটা আমাদের জন্য অসম্ভব আবেগের হলেও, বাকিদের কাছে এত ভয়ংকর গুরুত্বপূর্ণ না, ক্যালেন্ডার ঘাটলে দেখবেন বছরের ৩৬৫ দিনই কোন না কোন একটা দিবস আছে দুনিয়ায়।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২৭

প্রথম স্পর্শ বলেছেন: ২১ ফেব্রুয়ারি নয় ৮ ফাল্গুন বিশ্ব মাতৃভাষা দিবস চাই....সুন্দর চাওয়ায়+++++++++++++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন।

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৭

টুনটুনি০৪ বলেছেন: সহমত

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪০

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন।
ভালোথাকবেন।

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

ঘটনা সত্য সাক্ষী দুর্বল বলেছেন: আন্তর্জাতিক আন্তর্জাতিক ভাবের দরকার আছে না ? ফাল্গুন কইলে যদি আবার এর মান নিয়ে প্রশ্ন তোলে তখন কি হবে?

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২১

সামিউল ইসলাম বাবু বলেছেন:
হুম।

তবে অাত্মত্যাগ!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩০

সামিউল ইসলাম বাবু বলেছেন:

যে ভাষার জন্য অামাদের অান্দোলন, সেই বাংলার কথাটি অবশ্যই মাথাই রাখা দরকার ছিলো।

অামরা যদি মূল বিষয়কে ভুলে যায়, তাহলে অামাদের অান্দোলনের স্বাথকথা কোথাই থাকলো।

অনেক যুক্তি অাসতে পারে। কিন্তু যুক্তি দিয়েই কি সব কাজ হয়...

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২০

সাহিদা সুলতানা শাহী বলেছেন: সঠিক কথা বলেছেন।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৩

সামিউল ইসলাম বাবু বলেছেন:
পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.