নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ঐ জাতির তরুণদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।\" সুলতান সালাউদ্দিন আইয়ুবী (রহ:)

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

সূর্যের হাসি

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৪

সূর্যের হাসি
সামিউল ইসলাম বাবু
অক্ষর বৃত্ত ছন্দঃ(১০+৮)
তা:০৮/০২/১৭
---------------------
সকালের সূর্যের দ্বীপ্তিতে অালোকিত বসুন্ধরা,
বিন্দু বিন্দু শিশিরের জলে ঝিকমিকিয়ে ওঠে ধরা।
অাধাঁর রাত্রি শেষে রোক্তিম সূর্য হাসেরোজ ভোরে,
সূর্যের হাসিতে সারাদিন রোদ্র যে ঝলমল করে।
রোদ্রের ঝলমল দিনের বেলা বড্ডো লাগেভালো,
সূর্যটা উঠতে বলতো কতো দলেছে রাতের কালো।
সূর্য মামা বলে অমাবস্যা কাটিয়ে উঠতে সে পারে,
ঘনকালো মেঘ অবশেষে যেন তার কাছে হারে।
শিখে নিয়ো সাহসের সেই মন্ত্র অভিযাত্রী দল,
শক্ত হাতে বৈঠা ধরো ওরে জাতির কান্ডারি দল।
শিখে নিয়ো অাজি তব সূর্য মামার দ্বীপ্তসে হাসা,
যে হাসি দূর করে তিমীর নিশির তমসা ভাষা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালই সাহসের বড়ি দিয়েছেন। ভালো লাগলো ভাই।


সূর্যর কাছ থেকে আমাদের অনেক কিছুই শিক্ষা নেওয়া উচিৎ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৬

সামিউল ইসলাম বাবু বলেছেন:
পাঠ ও মন্তব্যের জন্য।

পাঠকেরেছেন জেনে খুশি হলাম।

সাথে থাকার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.