নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
ফাল্গুন দিন
সামিউল ইসলাম বাবু
চারিদিকে নব সাজ ফাল্গুন দিন আজ,
প্রকৃতির মাঝারেতে নিত্ত নতুন সাজ।
পাখিদের কলতানে মুখরিত এ ভুবন,
গাছের ডালে নতুন ফুল পাখি গাহে গান।
নব বার্তা নিয়ে এলো যে ফাগুন,
জির্ণের বিদায় হোক নতুনের জয়গান।
প্রকৃতির বাহার দেখ আরও কত শান,
চারিদিক সাজিয়ে আজ এলো ঋতু রাজ।
তাং ১৩/০২/১৭
অক্ষর বৃত্তের ব্যর্থ চেষ্টা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ।
অাপনাকেও অনেক শুভেচ্ছা।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩০
বর্ষন হোমস বলেছেন:
খারাপ না ভালই
ফাল্গুনের শুভেচ্ছা
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
পাঠ করেছেন জেনে ভালোলাগলো।
অাপনাকেও ফাল্গুনের শুভেচ্ছা।
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৬
সুমন কর বলেছেন: ভালোই লাগল।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:২২
সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলেগেছে জেনে ভালোলাগলো।
শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন।
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অক্ষর বৃত্ত চেষ্টা করছেন, বিষয়টা চমৎকার মনে হচ্ছে। ছক বাঁধা কবিতা ক্রমান্নয়ে অসাধারন হয়ে উঠে। আপনার জন্য অনেক শুভ কামনা।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১৬
সামিউল ইসলাম বাবু বলেছেন:
পাশে অাছেন জেনে ভালোলাগলো।
বড় ভাই অাপনাকেও অনেক শুভকামনা ও দোয়া।
ভালো থাকবেন।
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৪৮
জীবন সাগর বলেছেন: সনেট স্টাইলে হইছে ভাই। সুন্দর লিখেছেন। শুভকামনা জানবেন।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১৭
সামিউল ইসলাম বাবু বলেছেন:
পাঠ করেছেন জেনে খুশি হলাম।
শুভেচ্ছা জানবেন।
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২০
শোভন কুমার বর্ধন বলেছেন: আপনাকে শুভ বসন্ত।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৫০
সামিউল ইসলাম বাবু বলেছেন: অাপনাকেও শুভবসন্ত।
ভালোথাকবেন
©somewhere in net ltd.
১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৬
শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর লিখেছেন +
ফাগুনের শুছেচ্ছা রইল ।