নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ঐ জাতির তরুণদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।\" সুলতান সালাউদ্দিন আইয়ুবী (রহ:)

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

রক্তে কেনা ভাষা

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৮

রক্তে কেনা ভাষা
সামিউল ইসলাম বাবু
২০/০২/১৭


রক্তে কেনা ভাষা অামার খোদার সেরা দান
জীবনের দামে কিনেছে ভাষার সেরা মান
বিশ্ব মাঝে রেখেছে যে বাংলা ভাষার মান
মাতৃভাষার জন্য যে জীবন করলো দান

ভাষার দিনে রবের তরে করছি ফরিয়াদ
সব ভুল মাফকরে তার কর মাগফিরাত
বাংলা ভাষা অাজকে দেখ বিশ্ব জোড়া মান
ভাষার জন্য ওরা যে জীবন করেছে দান
ভাষার দিনে সবাই এসো করি ফরিয়াদ
ওগো প্রভু ওদের তুমি দাও জান্নাতি স্বাদ
ভাষার দিনে সবাই নতুন শপথ করি
বাংলা ভাষার মতো দেশের জন্য লড়ি

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৪

নাগরিক কবি বলেছেন: লেখাটি অনেকবার পঠিত। কিন্তু মন্তব্যহীন। আমার মনে হয় আপনি ছন্দের হিসাবটি দিয়ে ভুল করেছেন। এখন সবাই মুক্ত কলমে লিখে যায়। মাত্রা, অক্ষর বিত্ত, ৪x৩+২=১৪। এজাতীয় কথাগুলো এখন আর মনে হয় কেউ মানে না।অনেক সমালোচনা করলাম। দুঃখিত।

লেখাটি ভাল হয়েছে। দাড়ি কমার অভাব আছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: জেনে খুশি হলাম।

শুভেচ্ছা জানবেন কবি

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৬

টুনটুনি০৪ বলেছেন: আপনার কবিতাটি চমৎকার লেগেছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলোগেছে জেনে খুশি হলাম।

শুভেচ্ছা +

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০২

টুনটুনি০৪ বলেছেন: আপনাকে ধন্যবাদ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৫৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাপনাকেও ধন্যবাদ

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালোবাসা বেঁচে থাকুক বাংলা ভাষার প্রতি সবসময়।
জেগে ভাষা সৈনিক, শহীদ যাঁরা সকল মানুষের অন্তরে।

কবিতায় মুগ্ধতা রইল ভাই।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৫

সামিউল ইসলাম বাবু বলেছেন:
পড়েছেন জেনে ভালোলাগলো।

শুভেচ্ছা জানবেন কবি।

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৩

নাগরিক কবি বলেছেন: আপিনি এডিট করেছেন। আমি লজ্জিত। আপনার মত বিজ্ঞ লোকের সমালোচনা করে। আমি সত্যি লজ্জিত। ক্ষমা প্রার্থনা রেখে গেলাম। আর আপনার জন্য অসংখ্য শুভ কামনা।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৮

সামিউল ইসলাম বাবু বলেছেন:
ধন্যবাদ ভাই,

সমালোচনার দরজা সবসময় খোলা থাকবে।
সমালোচনা অাসা ভালো।

অাপনার জন্যেও অনেক শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.