নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

অামরা তোমাদের ভুলবোনা ...

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩০

হে জাতির বীর সন্তানেরা, জাতি তোমাদের কোন দিন ভুলবেনা। অাজকের এই দিনে তোমাদের জন্য অনেক দোয়া। দোয়া তোমাদের স্বজনদের জন্য। অাল্লাহ তাদের উত্তম ব্যবস্থা করে দিন। এই চোখের অশ্রু শুধু তোমাদের নয়। সারা জাতির কান্নার বহিঃপ্রকাশ।

তোমাদের জন্য অনেক শুভকামনা।

জাতি অার কখনো চাইনা এমন যন্ত্রনা।

দেশ ও জাতির জন্য শুভকামনা।

ঐ দূর্যোগে নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত সকলের জন্য দোয়া ও শুভকামনা।

মন্তব্য ১৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৩

শায়মা বলেছেন: শ্রদ্ধা তাদের জন্য!

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৩

নেয়ামুল নাহিদ বলেছেন: একটা দুঃখজনক, অযাচিত অধ্যায় :(
আর সত্যটাও তো সাধারণ জনগণ কিছু জানলো না .।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫০

blogermassud বলেছেন: ঐ দূর্যোগে নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত সকলের জন্য দোয়া ও শুভকামনা এবং শ্রদ্ধাঞ্জলি

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৯

বিলিয়ার রহমান বলেছেন: তারা যেখানেই আছেন যেন ভালো থাকেন!:) সে প্রর্থনা করছি!:)



২ নং মন্তব্যে নেয়ামুল নাহিদের সাথে সহমত পোষণ করছি!:)

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন: Click This Link

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪০

নাগরিক কবি বলেছেন: :(( ............

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধা রইল তাঁদের প্রতি

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ সবাইকে।

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২১

মোস্তফা সোহেল বলেছেন: সেই দিনের কথা ভাবলেই এখনও কেমন খারাপ লাগে।

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৭

সাদা মনের মানুষ বলেছেন:
নেয়ামুল নাহিদ বলেছেন: একটা দুঃখজনক, অযাচিত অধ্যায় :(
আর সত্যটাও তো সাধারণ জনগণ কিছু জানলো না .।

১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪২

ভাবুক কবি বলেছেন: এ উত্তরের অপেক্ষায় পুরো জাতি

১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৪

নতুন নকিব বলেছেন:



''সাদা মনের মানুষ বলেছেন:
নেয়ামুল নাহিদ বলেছেন: একটা দুঃখজনক, অযাচিত অধ্যায় :(
আর সত্যটাও তো সাধারণ জনগণ কিছু জানলো না .।''

-সবাই খালি জানতে চায়। সাধারনরাও জানতে চায়। আচ্ছা, সাধারন নামের জনগনের অসাধারন বিষয়ে নাক গলানোর দরকারটা কি? এছাড়াও তাদের কি সবকিছুতে নাক ঢুকিয়ে ঘ্রান নেয়ার সে অধিকার আছে? তারা কি কাউকে এখানে নির্বাচিত করার সুযোগ পেয়েছিল, যার থেকে সেই অধিকার দাবি করতে পারে? এ অধিকার বোধ করি, বর্তমানে সংরক্ষন করেন অনলি ৫% অসাধারন জনগন।

ঐ দূর্যোগে নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত সকলের জন্য দোয়া ও শুভকামনা।

১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৪

বিজন রয় বলেছেন: অনেক কিছুই আসলে ভোলা যায় না।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৫

সামিউল ইসলাম বাবু বলেছেন:
জি হ্যাঁ দাদা ভাই

১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩২

শাহরিয়ার কবীর বলেছেন:
শ্রদ্ধা নিবেদন করি তাদের জন্য !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.