নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ঐ জাতির তরুণদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।\" সুলতান সালাউদ্দিন আইয়ুবী (রহ:)

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

সত্যের জয়

০১ লা মার্চ, ২০১৭ রাত ৯:২৪



বিবেকটাকে ধোকা দিয়ে পারবেনাতো তুমি,
অল্পো দামের মিথ্যাটাকে করে দিতে দামি।
কত যে মহাবীর প্রতাপশালী, এই পৃথিবীতে-
হারিয়ে গিয়েছে অাজকে তারা কালের অাবর্তে।
কাওকে কি কখনো দেখেছো খুজতে তাদের,
পৃথিবীর রঙ্গ মঞ্চ দাপটে কেপেঁছে যাদের।

পৃথিবীর এই রঙ্গ মঞ্চে কত বীর বাহাদুর,
সবকিছু ছেড়ে তারা, অাজ কত দূর বহুদূর।
মিথ্যা রঙ্গীন স্বপ্ন দেখে কাটাও সময় তুমি,
এসব দিয়ে যায়কি কেনা পৃথিবীর এই ভূমি?
যতোই করো বড়াই, মিথ্যার জয়োগান;
সত্যের হবে জয়, দৃঢ় পদে হও অাগোয়ান।

অসহায় অাজকে কেনো করে হাহাকার,
শোন নাকি মজলুমের করুন ফরিয়াদ।
শান্ত নদীর বুকে কোন দিন-উঠলে ঝড়,
প্রবল বেগে ভাঙ্গবে তখন শত শত বাধ।

মিথ্যার নির্মিত প্রাসাদ যতোই হোকনা কঠিন,
পায়ে দোলে সত্যের পথে অাসবে সুদিন।
জালিমেরা যতোই অবজ্ঞা ভোরে হাসবে,
শেষ হাসি অবশেষে সত্যের পক্ষেই অাসবে।

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৭ রাত ৯:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: একদম পরিপক্ব কবিতা ভাই। অনেক অনেক ভালো লাগা রইল।

সত্যের জয় হোক চিরকাল।

০১ লা মার্চ, ২০১৭ রাত ৯:৩৬

সামিউল ইসলাম বাবু বলেছেন:

কবি অাপনার এমন মন্তব্যে অনুপ্রেরণা পেলাম।

শুভেচ্ছা জানবেন।

২| ০১ লা মার্চ, ২০১৭ রাত ৯:৩৮

ওমেরা বলেছেন: সত্যের জয় হবেই হবে । কবিতা ভাল লেগেছে ধন্যবাদ ।

০১ লা মার্চ, ২০১৭ রাত ৯:৪২

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাপু অাপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

পাঠ করেছেন জেনেহ ভালোলাগলো।

শুভেচ্ছা নিরন্তন

৩| ০১ লা মার্চ, ২০১৭ রাত ১০:০২

সুমন কর বলেছেন: এবার কিন্তু ভালো হয়েছে। ;)

০১ লা মার্চ, ২০১৭ রাত ১০:০৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ দাদা।

পাঠ ও মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

শুভেচ্ছা নিরন্তন

৪| ০১ লা মার্চ, ২০১৭ রাত ১০:১৪

দ্যা ফয়েজ ভাই বলেছেন: সুন্দর একটা কবিতা।পড়ে ভালো লাগলো।

০১ লা মার্চ, ২০১৭ রাত ১০:১৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ করেছেন জেনে ভালোলাগলো।

শুভেচ্ছা জানবেন

৫| ০১ লা মার্চ, ২০১৭ রাত ১১:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন:

সুন্দর কবিতা +

০২ রা মার্চ, ২০১৭ সকাল ৮:১৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ কবীর ভাই

৬| ০২ রা মার্চ, ২০১৭ দুপুর ১:৩৬

সিফটিপিন বলেছেন: কুনু দিন একটা কবিতাও লিখতে পারলাম না :(





এতো সুন্দর কইরা কেমতে লিখেন ভাইজান?

০২ রা মার্চ, ২০১৭ দুপুর ১:৪৮

সামিউল ইসলাম বাবু বলেছেন:
যখন যা মনে অাসে তাই লিখি।

এর বেশি কিছু না।

অাপনি লেখেন অাপনিও পারবেন।

সব মানুষই কবি কেও প্রকাশ করে কেও করে না।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ০২ রা মার্চ, ২০১৭ দুপুর ২:০২

নয়ন বিন বাহার বলেছেন: কথা সত্য। তয় আর কিছু কমু না।
ভাল লাগা..........

০২ রা মার্চ, ২০১৭ দুপুর ২:১৪

সামিউল ইসলাম বাবু বলেছেন:
ধন্যবাদ বাহার ভাই।

শুভেচ্ছা জানবেন।

অামার নানা ভাইয়ের নাম কিন্তু বাহার। সেই হিসাবে...

৮| ০২ রা মার্চ, ২০১৭ দুপুর ২:১৫

ইউনিয়ন বলেছেন: কবিতা ভালো লেগেছে।

০২ রা মার্চ, ২০১৭ দুপুর ২:৫২

সামিউল ইসলাম বাবু বলেছেন:
ভালোলেগেছে জেনে ভালোলাগলো।

শুভেচ্ছা নিরন্তন।

৯| ০২ রা মার্চ, ২০১৭ দুপুর ২:৩৩

নয়ন বিন বাহার বলেছেন: নানা-নাতি। :#) :#) :#)

০২ রা মার্চ, ২০১৭ দুপুর ২:৫৩

সামিউল ইসলাম বাবু বলেছেন:
এইতো বুঝেফেলেছেন। :D :D :D

১০| ০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৫

ইউনিয়ন বলেছেন: কিছু বানান সংশোধন করে নিতে পারেন।
যেমন; অাবোর্তে- আবর্তে
ভাংবে- ভাঙ্গবে।
অবোজ্ঞা - অবজ্ঞা


০২ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক ধন্যবাদ।

ঠিক করে দিচ্ছি

১১| ০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৪:১০

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে বাবু ভাই

০২ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ করেছেন জেনে ভালোলাগলো।

শুভেচ্ছা জানবেন।

১২| ০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৩

ধ্রুবক আলো বলেছেন: সত্যের জয় হোক...

০২ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন

১৩| ০২ রা মার্চ, ২০১৭ রাত ৯:২১

টুনটুনি০৪ বলেছেন: ভালো লিখেছেন। পড়ে ভালো লাগল।

০২ রা মার্চ, ২০১৭ রাত ১০:০৭

সামিউল ইসলাম বাবু বলেছেন:

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ টুনটুনিপু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.