নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

৭মার্চ ও একটি স্বাধীনতার সূর্য

০৭ ই মার্চ, ২০১৭ সকাল ৭:২৩

অাজ ৭মার্চ। জাতীর ঐক্যবদ্ধ হওয়ার দিন। ৭মার্চের ভাষণ পৃথিবীর ইতিহাসে যতোগুলো সাড়া জাগানো ভাষণ অাছে তার মধ্যে অন্যতম। কিন্তু এই ভাষণে কি অাছে? অাসলে শেখ মুজিবর রহমান সাহেবের এই বক্তব্যে সাড়ে সাত কোটি মানুষের হৃদয়ের কথা উঠে এসেছিলো। একটি মাত্র ভাষণে জাতী হয়েছিলো ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধ সংগ্রামের ফল একটি স্বাধীন দেশ।

জাতীর উন্নতির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন জননেতা Not রাজনৈতিক নেতা। যে নেতাকে জনগণ তাদের অাশ্রয় স্থলের প্রতিক ভাবতে পারে। যার কাছে সবাই অাশ্রয় ও কল্যাণ পাবে, এমন নেতা প্রয়োজন। যে নেতৃত্বের চুড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে ৭মার্চ শেখ মজিবর রহমান সাহেবের ভাষণের ভিতর। যা মানুষকে এক কাতারে কাধে কাধ মিলিয়ে দুঃখ কষ্ট ভুলে অান্দোলন সংগ্রাম করতে প্রেরণাযুগায়।

তাই, অাজকের এই দিনে সকলের উচিৎ একটি ঐক্যবদ্ধ ও পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল জাতী গঠনের প্রত্যয়ে পথচলা এবং সকল প্রকার সামাজিক অবিচার দুরকরা জন্য সচেতনতা সৃষ্টি করা। অার এ দ্বায়িত্ব সমাজের প্রত্যেকটি শিক্ষিত ও সচেতন মানুষের।

অার, একটি ঐক্যবদ্ধ জাতী ছাড়া উন্নত দেশ গড়া সম্ভব নয়।


মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:১৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: একটি ঐক্যবদ্ধ জাতী ছাড়া উন্নত দেশ গড়া সম্ভব নয়।


সঠিক উপলব্ধি।

০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা জানবেন।

অনেক দিন পর পেলাম অাপনাকে

২| ০৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৩৬

ধ্রুবক আলো বলেছেন: ঐক্যবদ্ধ হতে হবে সবাইকেই নতুবা দেশ পেছনে রয়ে যাবে। একতার কোনো বিকল্প নেই

০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত।

মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৩| ০৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মূলমন্ত্র বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ। বহুকাল আগের এই ভাষণটি এখনো রক্ত গরম করে দেয়, জাগিয়ে তুলে সব চেতনা। এই ভাষণ আমাদের গৌরবময় উত্তরাধিকার।

ঐক্যবদ্ধ জাতি দরকার দেশকে উন্নত করতে। সুন্দর কথায় পোষ্ট।
ভালোবাসা রইল

০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: নয়ন ভাই অাপনিও ভালোবাসা জানবেন।


শুভেচ্ছা জানবেন।

৪| ০৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
জাতীর উন্নতির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন জননেতা Not রাজনৈতিক নেতা। যে নেতাকে জনগণ তাদের অাশ্রয় স্থলের প্রতিক ভাবতে পারে। যার কাছে সবাই অাশ্রয় ও কল্যাণ পাবে, এমন নেতা প্রয়োজন। যে নেতৃত্বের চুড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে ৭মার্চ শেখ মজিবর রহমান সাহেবের ভাষণের ভিতর। যা মানুষকে এক কাতারে কাধে কাধ মিলিয়ে দুঃখ কষ্ট ভুলে অান্দোলন সংগ্রাম করতে প্রেরণাযুগায়।"- অসাধারণ বলেছেন ভাই।

০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

৫| ০৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:

তাই, অাজকের এই দিনে সকলের উচিৎ একটি ঐক্যবদ্ধ ও পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল জাতী গঠনের প্রত্যয়ে পথচলা এবং সকল প্রকার সামাজিক অবিচার দুরকরা জন্য সচেতনতা সৃষ্টি করা। অার এ দ্বায়িত্ব সমাজের প্রত্যেকটি শিক্ষিত ও সচেতন মানুষের।"- অত্যন্ত জরুরী কথা।

০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা জানবেন।

৬| ০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১:২২

ওমেরা বলেছেন: যা বলেছেন সবই ঠিক আছে কিন্ত সেটা সম্ভব না বাংলাদেশের সব মানুষ শুধু নিজের পকেট নিয়ে ভাবে দেশ নিয়ে ভাবে না ।

ধন্যবাদ ভাইয়া ।

০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: চিন্তার বিষয়।

মন্তব্যের জন্য ধন্যবাদ

৭| ০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৪৫

হাসান কালবৈশাখী বলেছেন:
ঐক্যবদ্ধ জাতি দরকার দেশকে উন্নত করতে। সুন্দর কথা।
ঐক্য সবার সাথে হবে। তবে সুধু বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষে যারা সুধু তাদের সাথেই।
এটিও পড়ুন - পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রভাব বিস্তারকারি কয়েকটি ভাষনের অন্যতম সেরা ভাষণ -
১৯৭১ এর উত্তাল বিকেলে একটি জাতিকে স্বপ্ন দেখিয়েছিল.! view this link

০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন।

৮| ০৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

চাঁদগাজী বলেছেন:


:যে নেতৃত্বের চুড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে ৭মার্চ শেখ মজিবর রহমান সাহেবের ভাষণের ভিতর। যা মানুষকে এক কাতারে কাধে কাধ মিলিয়ে দুঃখ কষ্ট ভুলে অান্দোলন সংগ্রাম করতে প্রেরণাযুগায়। "

-শেখ সাহেব সংগ্রামের ডাক দিয়েছিলেন, এটুকুই উনার নেতৃত্ব

০৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:১৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত।

যুদ্ধ করেছে সাধারণ মানুষ অার সেনা সদস্যরা।

৯| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:২১

টুনটুনি০৪ বলেছেন: অাজ ৭মার্চ। জাতীর ঐক্যবদ্ধ হওয়ার দিন। ৭মার্চের ভাষণ পৃথিবীর ইতিহাসে যতোগুলো সাড়া জাগানো ভাষণ অাছে তার মধ্যে অন্যতম। কিন্তু এই ভাষণে কি অাছে? অাসলে শেখ মুজিবর রহমান সাহেবের এই বক্তব্যে সাড়ে সাত কোটি মানুষের হৃদয়ের কথা উঠে এসেছিলো। একটি মাত্র ভাষণে জাতী হয়েছিলো ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধ সংগ্রামের ফল একটি স্বাধীন দেশ। সহমত

০৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:২৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা নিরন্তন।

১০| ০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

সজল দাস বলেছেন: হুম.........

০৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ

১১| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১:০০

রাশিদা রাজাপুর বলেছেন: ঐক্যবদ্ধ হতে হবে সবাইকেই নতুবা দেশ পেছনে রয়ে যাবে। একতার কোনো বিকল্প নেই

০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:২৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন

১২| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০৫

এনায়েত হোসাইন বলেছেন: স্বাধীনতার এই মহান নেতার প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা।

০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩০

সামিউল ইসলাম বাবু বলেছেন:
মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন।

১৩| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ১১:২৬

টুনটুনি০৪ বলেছেন: সুন্দর পোষ্ট

১০ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৩০

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ অাপুনি

১৪| ১৩ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

অতৃপ্তচোখ বলেছেন: ভালো লাগলো লেখা। সুন্দর বুঝিয়েছেন। ঐক্যবদ্ধ্য জাতি ছাড়া দেশ গঠন সম্ভব হবেনা পুরোপুরি।

১৩ ই মার্চ, ২০১৭ রাত ৯:০৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত

শুভেচ্ছা জানবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.