নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা সংগ্রাম

১৯ শে মার্চ, ২০১৭ ভোর ৬:৫৪

একটু ডাল ভাত অার ভিটা মাটি ঘর,
কিছু নির্মল সুবিধা থাকে এ সমাজে।
সাবলিল জীবনের কিছু স্বপ্ন দেখা,
স্বাধীনতা অমলিন রয় তার মাঝে।

নিপীড়িত জনপদ বারে বার তাই,
সংগ্রামে খুজেফেরে অনাবিল সুখ।
স্বাধীনতা সকলের জন্য মহৎ দান,
কুরবানি অাজ তবে মিছেমায়া সুখ।

মজলুমানের তাই চক্ষু জল বুঝি,
হৃদয়ের এ জমিনে ভারী হয়ে যায়।
জালিমের অট্টালিকা ভাঙ্গে একদিন,
ঘাসপাতা অবশেষে ধুয়ে মুছে যায়।

স্বাধীনতা অন্দোলনে মজলুম তাই,
যুগে যুগে দেখে যাই অগ্রোসেনা হয়।
অত্মাচারীর কঠিন বুহো অান্দোলনে,
তিলে তিলে অবশেষে ক্ষয়ে ভেঙ্গে যায়।

স্বাধীনতা অন্দোলনে রক্ত নদী বহে,
স্বাধীনতা চিরদিন সকলের বুকে।
মজলুম নিপীড়িত বীর অাছে যারা
স্বাধীনতার রক্তিম সূর্যটাকে অাঁকে।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৭ সকাল ৭:০৬

চাঁদগাজী বলেছেন:


আপনি কি স্বাধীনতা সংগ্রামের উপর কবিতা প্রতিযোগীতায় অংশ নিচ্ছেন?

১৯ শে মার্চ, ২০১৭ সকাল ৭:৩৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: সেমন মনে হলো!!!

২| ১৯ শে মার্চ, ২০১৭ সকাল ৮:০০

মাহবুবুল আজাদ বলেছেন: খুবই সুন্দর লিখেছেন, একরাশ ভাল লাগা রইল।

১৯ শে মার্চ, ২০১৭ সকাল ৮:০৫

সামিউল ইসলাম বাবু বলেছেন:
মাহবুবুল অাজাদ ভাই, পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা নিরন্তন।

৩| ১৯ শে মার্চ, ২০১৭ সকাল ৮:৩৮

তৌহিদ ইসলাম রোবন বলেছেন: বাহ্ সুন্দর ছিলো

১৯ শে মার্চ, ২০১৭ সকাল ৮:৫৩

সামিউল ইসলাম বাবু বলেছেন:
ধন্যবাদ রোবন ভাই।

শুভেচ্ছা জানবেন।

৪| ১৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৩৩

ওমেরা বলেছেন: ভাল লাগল ধন্যবাদ ভাইয়া ।

১৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৩৫

সামিউল ইসলাম বাবু বলেছেন:
পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ অাপুনি।

৫| ১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২৮

সামিউল ইসলাম বাবু বলেছেন:
পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ অাপুনি

শুভেচ্ছা চিরন্তন

৬| ১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১:১১

অতঃপর হৃদয় বলেছেন: ভাল ছিল।

১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:২২

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ হৃদয় ভাই।

৭| ১৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২১

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ সুমন কর দাদা।

শুভেচ্ছা জানবেন।

৮| ২০ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫৯

সালমা অক্তার বলেছেন: খুবই সুন্দর লিখেছেন

২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১:২৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ সালামাপু।

শুভেচ্ছা জানবেন।

৯| ২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫০

রাশিদা রাজাপুর বলেছেন: খুবই সুন্দর লিখেছেন, একরাশ ভাল লাগা রইল।

২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১:২৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলেগেছে জেনে ভালোলাগলো।

শুভেচ্ছা নিরন্তন।

১০| ২০ শে মার্চ, ২০১৭ রাত ১০:৫১

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগা রইল ।

২১ শে মার্চ, ২০১৭ সকাল ৭:৪১

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ।

শুভেচ্ছা নিরন্তন।

১১| ২১ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৩৯

বিলিয়ার রহমান বলেছেন: সামিউল ইসলাম বাবু

সুন্দর হয়েছে!:)

২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৬

সামিউল ইসলাম বাবু বলেছেন:
অনেক দিনপরে পেলাম অাপনাকে। ভালোলাগছে।

ব্লগে এসেছেন ও পড়েছেন জেনে ভালোলাগলো।


শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.