নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

একদিনে ইউরোপ অামেরিকা সফর (ছবিব্লগ)

০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৮:২৮

চলতি পথে কিচুক্ষণ ঘুরে এলাম।
সুযোগ পেলেই মনটা চাই একটু ঘুরে অাসি, অাগানে-বাগানে, এখানে-সেখানে।

অার তাইতো ঘুরে এলাম সেদিন।

সাথে নিয়ে এলাম কিছু স্মৃতিকে B:-) :#) |-)



হাটতেছিলাম। হঠ্যাৎ নাক বরাবর তাকিয়ে অবাক। কারণ, জানতাম না এখানে চলে এসেছি।

এইযে দেখছি অাইফেল টাওয়ার...

তাহলেকি অামি এখন প্যারিস চলে এসেছি...

হতেও পারে অধুনিক যুগ, বিজ্ঞান ও প্রযুক্তির কত ব্যাপার স্যাপার। !:#P



ব্লগের জন্যই মূলতঃ কিছু ছবি নেওয়া। কারণ ব্লগের বন্ধুরা ছাড়া মজা করা তেমন মানুষ নেই। অার সবার সাথে মজাও করা যায়না।

অাইফেল টাওয়ার দেখে অাসলাম। অর্থাৎ প্যারিস ঘুরা শেষ করেই হতবাক! এখন অাই কুতাই চলি এলাম।

ও অাল্লাহ! অামি কি অাম্রিকায় চলে এলাম নাকি। এটাতো দেখছি স্টাচু অব লিবার্টি।

অাসলে অামি স্বপ্পন খেকতেছি নাতো! অামি কিন্তু কয়তাম পারতাম না। চিমটি কাটলে মনে হচ্ছে, অাই বাস্তবেই অাছি :D
স্টাচু অব লিবার্টি



এটা অাবার কুতাই এলাম বাপু!!! বড় বড় কল কব্জা।(এটা পার্কের বাহিরে অন্য জায়গা থেকে তোলা ছবি)



বড় বড় বেডা পুলা গুন কাপের ভিতর হান্দায় কি করতাছে!!! অাই কিছু বুজতান্নো।হেতারা কি করে। চায়ের কাপ থাকে হাতে। চুমুক হয় ঠোটে। এরাদেখি ভিতোর বসে অাছে। এ অাবার কোন দ্যাশে অাইলামরে বাপু...

উল্টা পাল্টা ব্যাপার দেখতাছি...



ওমোর খোদা!!! এই ইউরোপ অাম্রিকায়ও কুড়ে ঘর থাহে। মাথা ঘোরেরে। কুতাই এলামগো...

অাজকে কার মুক দেহে ঘুম থেকে উঠছিরে বাপু। অাজব অাজব জিনিস চোখে পড়তাছে...




ফুল গুলা মোর দেশি মতো লাগতাছে। অাই কি দ্যাশেই অাছি। ও মোর খুদা!


হা হা হা... :D =p~ " :-B

ঘুরে এলাম শেখ রাসেল পার্ক ফরিদপুর। ভালোই লাগছিলো। অল্পো জায়গায় অনেক কিছু দেখা হলো।

সাদা মনের মানুষের মতো তো পকেটে টাকা নাই। মন চাইলেই এক জায়গায় ঘুরে অাসবো।

তাই দুধের সাদ একটু ঘোলে মিটালাম অারকি

কল্পোনার জগতে নাকি বিশ্বদেখা যায়। তেমনই একটা চেষ্টা...
কল্পোনায় ঘুরতে ভালোই লাগে। নিজেকে যা ইচ্ছে তাই ভাবা যায়। ভালোতো, ভালোনা ... B-)) :D B-)

মন্তব্য ৭১ টি রেটিং +২/-০

মন্তব্য (৭১) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৮:৪১

সাদা মনের মানুষ বলেছেন: ক্যাপশন থাকলে আরো ভালো লাগতো

০২ রা এপ্রিল, ২০১৭ ভোর ৬:০৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ সাদামনের মানুষ ভাই,

অাপনার মন্তব্য সবসময়ই অনুপ্রেরণা যোগাই।

শুভেচ্ছা নিরন্তন।

০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ৭:২৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: বড় ভাই ক্যাপশন দিয়ালাইচি...

১৪ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:০৫

সামিউল ইসলাম বাবু বলেছেন:

২| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৪

সুমন কর বলেছেন: হুম, ক্যাপশন থাকলে আরো ভালো লাগতো !!

০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ৭:২৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: সুমন দাদা এইতো দিয়ে দিলাম।

শুভেচ্ছা জানবেন।

৩| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৬

ধ্রুবক আলো বলেছেন: প্রথম কমেন্টের সাথে সহমত, তবে ছবি সুন্দর হয়েছে।

০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ধ্রুবক অালো।

শুভেচ্ছা জানবেন।

৪| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৯:১৬

অপ্‌সরা বলেছেন: বস্তা বাড়িটা কিসের বাড়ি???

০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাপুনি ওটা বাশের চাটাই দিয়ে তৈরী কুঁড়ে ঘর।

শুভেচ্ছা জানবেন।

অনেক অনেক শুভকামনা রইলো।

১৪ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:০৫

সামিউল ইসলাম বাবু বলেছেন:

৫| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৯:২৯

আহমেদ জী এস বলেছেন: সামিউল ইসলাম বাবু ,




দু'টো তো না বললেও চেনা যেত । বাকীগুলো চেনাবে কে ?

০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: এবার চিনে নিন।

অাসলে অচেনার মাঝেও একটা মজা থাকে।

অাপনার অান্তরিক মন্তব্য অনেক ভালোলেগেছে জি এস ভাই।

শুভেচ্ছা জানবেন।

১৪ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:০৬

সামিউল ইসলাম বাবু বলেছেন:

৬| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালই করেছেন ব্লগে শেয়ার করে। কিছু আনন্দ পেলাম। ভ্রমণ বৃত্তান্ত লিখলে আরো ভালো লাগতো। ছবিগুলো ভালো লাগলো।

০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১১:৪০

সামিউল ইসলাম বাবু বলেছেন: এইতো নয়ন ভাই লিখে দিয়েছি।

ভালোলেগেছে জেনে ভালোলাগলো।

অাপনার ছোট ভাই কেমন অাছেন?

অনেক শুভকামনা জানবেন।

১৪ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:০৬

সামিউল ইসলাম বাবু বলেছেন:

৭| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ১০:২০

সামিউল ইসলাম বাবু বলেছেন: ঠিক অাছে ক্যাপশন দিয়ে দিচ্ছি।

৮| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ১০:৪০

শাহরিয়ার কবীর বলেছেন:
ক্যাপশন দেন তারাতারি !!!!

০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১১:৪১

সামিউল ইসলাম বাবু বলেছেন: প্রিয় কবির ভাই, ক্যাপশ দিয়ালাইছি।

অনেক ভালোবাসা জানবেন।

১৪ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:০৬

সামিউল ইসলাম বাবু বলেছেন:

৯| ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ২:১০

অতঃপর হৃদয় বলেছেন: অপ্স !!! যদি যেতে পারতাম। যাওয়ার আশা আছে।

১৩ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:০১

সামিউল ইসলাম বাবু বলেছেন: চলে অাসুন ভাইয়া।

ফরিদপুর অনেক সুন্দর জায়গা।

অনেক কিছু দেখার অাছে।

সাথে অাছেন জেনে ভালোলাগলো।

শুভেচ্ছা জানবেন।

১৪ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:০৭

সামিউল ইসলাম বাবু বলেছেন:

১০| ০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ৮:৪৪

খায়রুল আহসান বলেছেন: আরেকটু বিশদ পরিচিতিসহ আরেকটু বড় হলে ভাল হতো।

১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:২০

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

সাথে অাছেন এজন্য ভালোলাগলো।

শুভেচ্ছা নিরন্তর।

১৪ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:০৭

সামিউল ইসলাম বাবু বলেছেন:

১১| ০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: ভালই লাগছে খারাপ না।

১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:২০

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলেগেছে জেনে ভালো লাগলো।

শুভেচ্ছা জানবেন।

১৪ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:০৮

সামিউল ইসলাম বাবু বলেছেন:

১২| ০২ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

বিজন রয় বলেছেন: এত কম?

ওখানে তো আরো অনেক কিছুই আছে।

পরের পোস্টে দিয়ে দেন।

১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫০

সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

অাসলে একদিনের সফরতো। যতটুকু পেরেছি অারকি

শুভেচ্ছা জানবেন।

১৪ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:০৮

সামিউল ইসলাম বাবু বলেছেন:

১৩| ০২ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

জুন বলেছেন: আপনার সাথে আমিও না দেখা রাসেল পার্ক ঘুরে আসলাম সামিউল ইসলাম বাবু।
মজার ক্যাপশন :)
+

০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫০

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ অাপুনি।

ব্লগে এসে মন্তব্য করেছেন, ভালোলাগলো অনেক খানি।

শুভেচ্ছা জানবেন।

১৪ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:০৯

সামিউল ইসলাম বাবু বলেছেন:

১৪| ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৬

কলিমুদ্দি দফাদার বলেছেন: খুব ভাল লাগলো।

১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫২

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলেগেছে জেনে ভালোলাগলো।

শুভকামনা জানবেন।

১৪ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:০৯

সামিউল ইসলাম বাবু বলেছেন:

১৫| ০৩ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৯

সিনবাদ জাহাজি বলেছেন: ভালো লাগলো
যাওয়ার ইচ্ছা জাগলো

১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলেগেছে জেনে ভালোলাগলো।

যেহেতু ইচ্ছে পোষণ করেছেন বেড়িয়ে অাসুন। অারো ভালোলাগবে।

শুভকামনা জানবেন।

১৬| ০৩ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৬

রিনা আক্তার বলেছেন: ঠিক বলেছেন
ভাই
কল্পনায় ঘুরতে ভাল লাগে
পুরো পৃথিবী ঘুরা যায়...

০৩ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: হা হা হা

গরিব মানুষ। কি করবো ভাই। কল্পোনাতেই ঘুরছি তাই

১৪ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:১০

সামিউল ইসলাম বাবু বলেছেন:

১৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৩

ওমেরা বলেছেন: আমার ঘরে একটা জানালা আছে সেই জানালা দিয়ে দুরের আকাশ দেখা যায় । আকাশের চাঁদের দিকে আমি তাকিয়ে থাকি আর মনে মনে বলি ঐ চাঁদটা আমার । ঘরেই আমার ভাল লাগে বাহিরে ঘুরতে ভাল লাগে না ।

ধন্যবাদ ভাইয়া ।

০৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

অামিও ঘরকুনো সভাবের তবে, ঘুরতে ভালোই লাগে।

১৪ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:১০

সামিউল ইসলাম বাবু বলেছেন:

১৮| ০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৬

মো নিয়াজ হোসেন বলেছেন: খুব ভাল লেগেছে।

১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলেগেছে জেনে ভালোলাগলো।

শুভকামনা জানবেন।

১৪ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:১১

সামিউল ইসলাম বাবু বলেছেন:

১৯| ০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৮

রাশিদা রাজাপুর বলেছেন: আরেকটু বিশদ পরিচিতিসহ আরেকটু বড় হলে ভাল হতো।

১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

অাসলে লেখার অভ্যাস কমতো।

চেষ্টা করছি অাস্তে অাস্তে লেখার।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন।

১৪ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:১১

সামিউল ইসলাম বাবু বলেছেন:

২০| ০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১১

তামান্না আক্তার কেয়ামনি বলেছেন: সুন্দর পোষ্ট।

১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ কেয়া মনি।

শুভেচ্ছা জানবেন।

১৪ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:১২

সামিউল ইসলাম বাবু বলেছেন:

২১| ০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:২০

নতুন নকিব বলেছেন:



#সাদা মনের মানুষের মতো তো পকেটে টাকা নাই। মন চাইলেই এক জায়গায় ঘুরে অাসবো।

তাই দুধের সাদ একটু ঘোলে মিটালাম অারকি#

-বাবু ভাই,

সিস্টেম খারাপ করেন নি। বায়বীয় ভ্রমন বলা যেতে পারে এটাকে। কথার ফাঁকে এক হাত যে নিলেন, সাদা মনের মানুষ হয়তো খেয়ালই করেন নি। সাদা মনের মানুষ পেয়ে এমন করা কিন্তু ঠিক না!

ভাল থাকবেন।

০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

অামি সাদা মনের মানুষকে অনেক সম্মান করি। ওনাকে বাঁশ দিবো কেনো ভাই। অাক্ষেপ করছি। টাকা হাতে থাকলে অামিও সাদামনের মানুষের মতো ঘুরতাম দেশ বিদেশ।

১৪ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:১২

সামিউল ইসলাম বাবু বলেছেন:

২২| ০৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১১

নতুন নকিব বলেছেন:



আমি বাঁশের কথা বলি নি!

হাতের কথা বলেছি।

ভাল থাকবেন।

মজা করলাম একটু।

০৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: ওহ স্যরি ভাই।

ভালো থাকবেন।

শুভেচ্ছা জানবেন।

২৩| ০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৭

রিফাত হোসেন বলেছেন: ঢাকা থেকে ফরিদপুর বাসে কতক্ষন লাগতে পারে? যদি এয়ারপোর্ট থেকে যাওয়া যায়, সবচেয়ে ভাল বাস কি হবে?

ঢাকাতে খোলা জায়গা কম, তাই ঘুড়ে আসতাম আর কি :)

১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:০২

সামিউল ইসলাম বাবু বলেছেন: চলে অাসুন, স্বাগতম ফরিদপুরে।

ঢাকা থেকে ফরিদপুর বা ঝিনাইদহের যে কোন গাড়িতে চলে অাসুন। এসি ৬০০- ৬৫০ টাকা ভাড়া নিবে। নন এসি ৪০০-৪৫০ টাকা ভাড়া চার্জ কাটবে।

ফরিদপুরে অনেক কিছু দেখার অাছে। পল্লিকবি জসিম উদ্দীনের বাসা, নদী গবেষণা ইনিস্টিটিউট ...

মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৪ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:১৩

সামিউল ইসলাম বাবু বলেছেন:

২৪| ১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৪

শারমিন আক্তার কৃষ্ণকাঠি বলেছেন: তবে ছবি সুন্দর হয়েছে।

১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:০৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলেগেছে জেনে ভালোলাগলো।

শুভকামনা জানবেন।

১৪ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:০৫

সামিউল ইসলাম বাবু বলেছেন:

২৫| ১৩ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:৪৬

নিরব জ্ঞানী বলেছেন: আপনার প্রথম ছবি দেখে আমি তো মনে করেছিলাম আপনি সত্যি সত্যিই প্যারিসে গেছেন। পরের ছবিগুলো দেখে বুঝলাম দুধের সাধ ঘোলে......।

ফরিদপুরে একবার গিয়েছিলাম বন্ধুর বাড়ি। লাহিরীপাড়ায়। ইউনিভার্সিটিতে পড়ার সময়।

ভাল থাকবেন ভাইয়া।

১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:১৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: হা হা হা... =p~ =p~ =p~

এটা মূলত মজা করার জন্যই করেছি।

যখন ছবি উঠি তখনই ভাবছিলা এটা দিয়ে মজা করা যাবে।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

সময় পেলেই অাবারও বেড়িয়ে অাসবেন এই কামনা করছি।

শুভেচ্ছা জানবেন।

২৬| ১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৩

দৃষ্টিসীমানা বলেছেন: বাবু পোষ্টটি অনেক ভাল লাগল ।

১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:২২

সামিউল ইসলাম বাবু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

নববর্ষের শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.