নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
কিছু কিছু কথা থাকে বলা যায়না। কিছু কিছু ব্যাথা অাছে সওয়া যায়না। এই গানটি খুব মনে পড়ছে। কিছু কিছু কথা জীবনের সাথে মিশে একাকার হয়ে যায়। কিছু কিছু গান জীবনের অায়না হয়ে নিজের প্রতিবিম্ব দেখায়।
মাঝে মাঝে জীবনটাকে নিঃসঙ্গ ভাবে কাটাতে ভালোলাগে। কিন্তু একা থাকাওতো সম্ভব নয়।
হে অাল্লাহ, তুমি সর্বক্ষেত্রে ধৈর্য ও মধ্যপন্থা অবলম্বন করার তৌফিক দাও। জ্ঞান ও যোগ্যতা বাড়িয়ে দাও
কষ্ট লাগে তখন, যখন দেখি নিজের কোন কোয়ালিটি নেই। অনাবরত ভুল করেই চলেছি...
নিজেকে বড় অসহায় লাগে...
২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: অামি পরিকল্পোনা করেছিলাম কোন রিপ্লাই দিবোনা।
অাপনার মন্তব্যের কারণে উত্তর না দিয়ে পারলামনা।
অনেক অনেক শুভকামনা জানবেন।
হাসতে ভালো লাকছেনা, তবুও একটু হেসেছি
২| ২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
গোলাপের মতই সুন্দর জাজাকাল্লাহ খাইরান
গোলাপের মতই সুন্দর থাকুন
২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১০
সামিউল ইসলাম বাবু বলেছেন:
জাজাকাল্লাহু খায়রান।
অনেক অনেক শুভকামনা শুভেচ্ছা জানবেন, ভালো থাকবেন সবসময় দো'য়া এবং এই কামনা করছি।
৩| ২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৬
সুমন কর বলেছেন: হতাশা নয়, চেষ্টা করুন।
২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১২
সামিউল ইসলাম বাবু বলেছেন:
পাশে অাছেন জেনে ভালোলাগলো।
মন্তব্যের জন্য অনেক অনেক ধনবাদ।
অান্তরিক শুভেচ্ছা জানবেন।
৪| ২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৭
দৃষ্টিসীমানা বলেছেন: সামিউল ইসলাম বাবু , পৃথিবীটা একটি নাট্যশালা আর সে মঞ্চে আমরা সবাই বিভিন্ন ভাবে এগিয়ে যাচ্ছি সেখানে মাঝে মাঝে হোঁচট খাচ্চি তাই বলে
কি আমরা থেমে যাব ? কখনই না , এটিকে জীবনের অভিজ্ঞতা বলে আর এই অভিজ্ঞতাটি মনে রাখতে হবে ।অল্প বয়সের অভিজ্ঞতা সামনে নিরাপদ পথের দিক নির্দেশনা দেয় । শুভ কামনা রইল ।
২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: দৃষ্টিসিমানা অাপনার মন্তব্যটা অনেক ভালোলেগেছে।
সবসময় ভালোথাকুন এই কামনা করি।
পাশে থাকার জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা নিরন্তন।
৫| ২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৪
বিলিয়ার রহমান বলেছেন: woods are lovely, dark and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep
আর কিছু কি বলতে হবে!!!
২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: Thanks my dear.
But, why i can't succeeded, what can i do?
I need help of Allah, because none but Allah can help me.
thank you for your comment.
৬| ২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৫
সিনবাদ জাহাজি বলেছেন: কিছু কিছু কথা থাকে বলা যায়না। কিছু কিছু ব্যাথা অাছে সওয়া যায়না।
তারপরো জিবন এমন ই সতত অভিনয় করে যেতে হয় ভাল থাকার।
২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৪
সামিউল ইসলাম বাবু বলেছেন:
অাসলেই।
ধন্যবাদ সিন্দাবাদ।
শুভেচ্ছা জানবেন।
৭| ২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৯
মোস্তফা সোহেল বলেছেন: নিজেকে অসহায় ভাবলে আরও হতাশ হয়ে পড়বেন।
মাঝে মাঝে আসলেই হতাশা আমাদের গিলে খায়।
আপনার জন্য অনেক শুভ কামনা রইল। সব হতাশা দূর হয়ে আপনার জীবন সুখে ভরে উঠুক।
২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
অনেক শুভকামনা জানবেন।
দোয়া রইলো।
দোয়া করবেন।
৮| ২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৫
বিলিয়ার রহমান বলেছেন: নিজের প্রতি আস্থা রাখুন!
ভরসা রাখুন যে পারবেন, বিশ্বাসের সাথে চেষ্ট জুড়ে দিন!
ফেইল হলে বারবার চেষ্টা করুন!
সফলতা তাহলে ধরা দেবেই!
আপনার জন্য শুভকামনা!
২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ কবি।
পাশে অাছেন ভালোলাগলো তাই।
অান্তরিক ভালোবাসা রইলো।
৯| ২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩১
ধ্রুবক আলো বলেছেন: আসলেই খুব কষ্ট লাগে যখন দেখি নিজের কোনো কোয়ালিটি নেই।
কিছু না করতে পারার মত দুঃখ আর হয় না।
২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩০
সামিউল ইসলাম বাবু বলেছেন: খুব খারাপ লাগে।
সহমত।
১০| ২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৯
Al Rajbari বলেছেন: স্রষ্টার উপর ভরসা রাখুন।। আর ভাবুন যে আপনাকে জয়ী হতে হবে.!
২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩২
সামিউল ইসলাম বাবু বলেছেন: হুম, সহমত।
অাপনি একটি অনেক সুন্দর কথা বলেছেন।
অাসলে সামনে চলাছাড়াতো অার কিছুই করার উপায় রেই।
ধন্যবাদ।
১১| ২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৪
শাহরিয়ার কবীর বলেছেন:
ফেল করা মানে ফিরে আসা না .............।নিজের ভুল থেকে শিক্ষা নেওয়াই বুদ্ধিমানের কাজ । আবার চেষ্টা করুন ।
শুভ কামনা রইল ।
২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৪
সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা নিরন্তর
ভালোথাকবেন সবসময়
©somewhere in net ltd.
১| ২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন
আল্লাহ আপনাকে সঠিক পথ দেখান এবং ধৈর্য্যশীল হতে তৌফিক দান করুন।
নিজেকে অসহায় ভাববেন না। আপনার চারিদিকে তাকান-আপনার চেয়ে শত সহস্র অসহায় চোখে পড়বে। অকে এখন একটা হাসি দেন দেখি