নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

ঈদ অানন্দ

২১ শে জুন, ২০১৭ রাত ৯:২৬

কবিতা

পথের শিশু অনাহারী বাস্তুহারা মানুষ,
ছেড়া কাপড় বাসি খাবার রোগ বালায়ে বেহুশ।
একটুও কি তাদের কথা তোমার পড়ে মনে?
নাকি তুমি ভুলেই গেছো ঈদের খুশির এই ক্ষণে?
তাদের ফেলে এই অানন্দ অাজকে বড় বেমানান,
নিজের থেকে অল্পো হলেও ভালোবাসার দাও জানান।
ঈদের খুশি সবার মাঝে সমান ভাবে যাক বয়ে,
ঈদের দিনে সবাই যেনো এক কাতারে যায় হয়ে।
তোমরা যারা বিত্তশালী এই সমাজে অাজকে,
দাঁড়াও পাশে কাছে এসে বাড়াও না ভাই হাতকে।
ফুটুক হাসি সবার মুখে খুশির বন্যা যাক বয়ে,
এমন দিনে এসোনা ভাই সবাই যাই এক হয়ে।

মন্তব্য ৩২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৭ রাত ৯:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সত্যিই অসাধারণ বিষয়ে অসাধারণ কথামালা দিয়ে দারুণ আহ্বান করে গেছেন প্রিয় বাবু ভাই।

সবার জন্য অনাবিল আনন্দ বয়ে আনুক এবারের ঈদ এমনটাই প্রত্যাশা।
ঈদ আনন্দ লেগে থাকুক প্রতিটি প্রাণে প্রাণে সবসময়।

শুভকামনা আপনার জন্য
ঈদ-উল-ফিতরের অগ্রিম শুভেচ্ছা রইল ভাই।

২১ শে জুন, ২০১৭ রাত ৯:৫৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ কবি।

অগ্রিম ঈদের শুভেচ্ছা জানবেন।

২| ২১ শে জুন, ২০১৭ রাত ৯:৪০

সুমন কর বলেছেন: ঈদের খুশি সবার মাঝে সমান ভাবে যাক বয়ে,
ঈদের দিনে সবাই যেনো এক কাতারে যায় হয়ে।
-- ভালো লিখেছেন।
+।

২১ শে জুন, ২০১৭ রাত ৯:৫৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: সুমন দাদা পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন।

অগ্রিম ঈদের শুভেচ্ছা রইলো

২২ শে জুন, ২০১৭ সকাল ৯:৩৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভাই, অারেকটু ছন্দ দেখেদিবেন কি?
ভালো হতো।

৩| ২১ শে জুন, ২০১৭ রাত ৯:৪০

ওমেরা বলেছেন: সুন্দর কবিতা ! অগ্রিম ঈদের শুভেচ্ছা ভাইয়া ।

২১ শে জুন, ২০১৭ রাত ১০:০০

সামিউল ইসলাম বাবু বলেছেন: ওমেরা অাপনাকেও অগ্রিম ঈদের শুভেচ্ছা ও দাওয়াত।

৪| ২১ শে জুন, ২০১৭ রাত ৯:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর লিখেছে
েঈদের শুভেচ্ছা অগ্রিম

২১ শে জুন, ২০১৭ রাত ১০:০৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন ধন্যবাদ।

ফাতেমাপু অাপনাকেও অগ্রিম ঈদের শুভেচ্ছা ।

৫| ২১ শে জুন, ২০১৭ রাত ৯:৪৭

বিজন রয় বলেছেন: অগ্রিম ঈদ মোবারক।

২১ শে জুন, ২০১৭ রাত ১০:০৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাপনাকে অগ্রিম ঈদ মোবারক।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ২১ শে জুন, ২০১৭ রাত ১০:২৮

শাহরিয়ার কবীর বলেছেন: ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল ।

২১ শে জুন, ২০১৭ রাত ১০:৪৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাপনাকেও অগ্রিম ঈদের শুভেচ্ছা ভাই।

৭| ২১ শে জুন, ২০১৭ রাত ১০:৩০

শাহরিয়ার কবীর বলেছেন: খুব সুন্দর লিখেছেন +

২১ শে জুন, ২০১৭ রাত ১০:৪৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

শুভেচ্ছা নিরন্তর।

৮| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:১১

ধ্রুবক আলো বলেছেন: ঈদের দিনে সবাই যেনো এক কাতারে যায় হয়ে। হ্যা সবাই এক কাতারে হয়ে যাক।

খুব সুন্দর লিখেছেন ++

২২ শে জুন, ২০১৭ সকাল ৯:২২

সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা নিরন্তর।

৯| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:২৪

দিকভ্রান্ত এক পথিক বলেছেন: খুব সুন্দর লিখেছেন তো আপনি। :)

২২ শে জুন, ২০১৭ বিকাল ৪:০৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ ভাই।

শুভেচ্ছা জানবেন।

১০| ২২ শে জুন, ২০১৭ রাত ১:২৯

উম্মে সায়মা বলেছেন: ঈদের খুশি সবার মাঝে সমান ভাবে যাক বয়ে,
ঈদের দিনে সবাই যেনো এক কাতারে যায় হয়ে।

এই কামনা করি। ঈদের অগ্রিম শুভেচ্ছা।

২২ শে জুন, ২০১৭ বিকাল ৪:০৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাপু অাপনাকেও অগ্রিম ঈদের শুভেচ্ছা।

১১| ২২ শে জুন, ২০১৭ সকাল ৯:৪৬

সুমন কর বলেছেন: প্রথম দুই লাইন নিয়ে আরো একটু চিন্তা করে যেতে পারে। আর শেষে,

......সবাই যায় < সবাই যাই, হলে মনে হয় ভালো হয়।

২২ শে জুন, ২০১৭ বিকাল ৪:০১

সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা নিরন্তর।

২৩ শে জুন, ২০১৭ রাত ৮:৪৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভাই, এডিট করলাম। একটু দেখে দিয়েন।

শুভেচ্ছা নিরন্তর।

১২| ২২ শে জুন, ২০১৭ বিকাল ৩:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: সবাই আর এক হতে পারি কই?দূরত্ব থেকেই যায়।
কবিতা ভাল লেগেছে।

২২ শে জুন, ২০১৭ বিকাল ৪:১০

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

সবাই এক হোক এই প্রত্যাশা করছি

শুভেচ্ছা নিরন্তর।

১৩| ২২ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১০

নীলপরি বলেছেন: ফুটুক হাসি সবার মুখে খুশির বন্যা যাক বয়ে,
এমন দিনে এসোনা ভাই সবাই যাই এক হয়ে।


খুব ভালো । ++

২২ শে জুন, ২০১৭ রাত ৮:৪১

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

অনুপ্রাণিত হলাম।

শুভেচ্ছা নিরন্তর।

১৪| ২২ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

বর্ষন হোমস বলেছেন:
কবিতার বিষয় টা সত্যিই অত্যন্ত গুরুত্বপূর্ণ।কবিতাটা আরেকটু বড় করে লিখলে ভাল হতো।

২২ শে জুন, ২০১৭ রাত ৮:৪৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ ভালোলাগলো মন্তব্যটা।

জি ভাইয়া চেষ্টা করবো পরবর্তিতে।

শুভেচ্ছা জানবেন।

১৫| ২৩ শে জুন, ২০১৭ রাত ৯:২২

সুমন কর বলেছেন: এবার ভালো হয়েছে। !:#P

২৪ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ দাদা।

শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.