নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

স্টিফেন হকিং যদি ঢাকায় থাকতেন তবে...

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫২

শিক্ষার উদ্দেশ্যঃ

অাচ্ছা একটু চিন্তাকরেনতো স্টিফেন হকিং যদি ঢাকাতে থাকতেন তবে কি করতেন তিনি?
মাথা চুলকায়?
অামি জানতাম অাপনি পারবেন।
একেবারে সহজ উত্তর, চোখবন্ধ করে বলে দেওয়া যাবে।
অামরা চলতে ফিরতে যা দেখি তাই।
খুব সহজ, স্বাধীন রিলাক্সের জব।
ভিক্ষা।
ভিক্ষা করতেন।

অনেক প্রাচীন কালথেকেই বাঙ্গালিরা একটু অলস টাইপের।
বর্তমান সময়ে দেখা যায় অনেকেই সহজে ধনী হওয়ার চেষ্টা করেন। অার সহজে ধনী হওয়া ও অায় করার নানা বিধ পথ রয়েছে। অবৈধ অায়কে অনেক সহজে এবং দুর্নীতিবাজরা সুযোগ হিসেবে গ্রহণ করে। অার এটা হয়ে থাকে একে বারে উপর মহল থেকে সর্বনিম্ন পর্যন্ত।
খোদ রাজধানীতেই অাছে অনেক সিন্ডিকেট। তার মধ্যে ভিক্ষুক সিন্ডিকেট অন্যতম। এর সাথে সমাজের অনেক প্রভাবশালী ও ছদ্মবেশী ভদ্রলোক জড়িত। যার ফলে অনেক সমস্যারই সমাধান হয়না বাংলাদেশে।




অামার কথায় অাপনারা অাবার মাইন্ড কইরেন না।
অামি মানুষের অসহায়ত্ব কে অস্বিকার করছিনা।
ভিক্ষুককে ঘৃণা করছিনা। অাবার কাওকে ঘৃণাও করতে বলছিনা।
কারণ হাদিসে অাছে, রাসূল (সঃ) বলেছেন কেও যদি তোমাদের কাছে চাই, তবে তাকে ফিরিওনা, অপমান করিওনা। সাধ্যমতো সহায়তা করো। হাদিসটা কতটা সহীহ, অামি সঠিক জানিনা। ভিক্ষাটাকে পেশে হিসেবে নিয়েছেন এমন অনেক কে দেখি। ফেসবুক/ইউটিউবেও বেশ কয়েকটি ভিডিও দেখেছি।

করণীয়ঃ অামারা কি করতে পারি?
হ্যাঁ, অামাদের অনেক কিছু করার অাছে।
একটা ছোট্ট কাজ, যদি শুধুমাত্র অামরা অামাদের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করি তবে অামাদের দেশটাকে পরিবর্তন করে ফেলা সম্ভব।

একটা সাধারণ মানুষ অপেক্ষা অনেক সময় প্রতিবন্ধীরা অনেক বেশি জিনিয়াস হয়ে থাকে।
একটা সুন্দর রিকল্পোনা পারে একটা নতুন কিছু তৈরী করতে। কিন্তু একটু পরিকল্পিত সুন্দর শিক্ষা পারে একটা অাদর্শ উন্নত জাতি গঠন করতে। স্টিফেন হকিং অাজ অামেরিকাতে অাছেন বলেই এ পর্যায়ে এবং পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী। অামাদের দেশের সকল জনশক্তিকে যদি অামারা কাজে লাগাতে পারি। সবাই যদি পরিশ্রম করে। অন্যকে ফাঁকি দেওয়ার প্রবণতা যদি অামাদের মাঝে না থাকে। তবে অামরাও অনেক সুন্দর একটা দেশ ও জাতি পাবো

সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছেন এজন্য ধন্যবাদ। ভিক্ষুক মুক্ত দেশ গড়বে।তবে সমস্যা হলো উদ্যোগটা কাজে অাসেনি। ভিক্ষুক কমেনি। তবে কি ভিক্ষুক তাড়ায়ে দিতে হবে। অবশ্যই না।

অামাদের দেশের যারা থিংক ট্যাংক তাদের একটা সমস্যা হলো "একটা চিন্তা মাথায় অাসার সাথে সাথেই অামরা তা বাস্তবায়ন করার সিদ্ধান্ত গ্রহণ করি।" ঈদের অাগে সেতু মন্ত্রী বক্তব্য দিয়েদিলেন যে, ১০ দিনের মধ্যে সারা দেশের রাস্তাকে রিপেয়ার করে ফেলতে হবে। অাসলে অবকাঠামো খাতের যে কোন জিনিসেই র-মেটেরিয়ালস একটু দুর্বল করলে তার ফল হবে অশ্বডিম্ব। যার ফলাফল অামাদের সড়ক মহাসড়ক। যাহোক অামি অাবার অন্য বিষয়ে চলে এসেছি।

কেন ভিক্ষুক ভিক্ষা করে?
কারা ভিক্ষাটাকে পেশা হিসেবে গ্রহণ করেছে?
কাজের সুযোগ থাকার পরেও কারা ভিক্ষা করছে?

সর্বপরি, একটা সমিক্ষা চালাতে হবে। তারপর করনীয় নির্ধারণ করতে হবে।
তা না করে। অামারা শুধু ঘষণার মধ্যেই সিমা বদ্ধ হয়ে অাছি।
অামারা অামাদের দেশের অধিকাংশ কাজই অপরিকল্পিত করি। যার ফলে দুর্ভোগ পোহায় দেশের সাধারণ জনগন।

অাসুন অামরা সকলে সচেতন হয়।
সুন্দর স্বপ্ন দেখি।
ভালো কাজের অভ্যাস গড়ে তুলি।
দেশকে ভালোবাসি।

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৭

অনিক_আহমেদ বলেছেন: ভিক্ষাবৃত্তি প্রথমে ব্যক্তিকে তারপর সমাজকে ধ্বংস করে। আমাদের এখনই উচিত এর বিরুদ্ধে উদ্যোগ নেয়া।

১৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪১

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

শুভকামনা জানবেন

২| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনি 'য়' আর 'ই' এর ব্যবহার ঠিক করুন। একজন ব্লগার হিসেবে এরকম ভুল মানায় না।

১৬ ই অক্টোবর, ২০১৭ ভোর ৬:১৮

সামিউল ইসলাম বাবু বলেছেন:

সহমত।

সুন্দর মন্তব্যেের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা নিরন্তর।

৩| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৫

এডওয়ার্ড মায়া বলেছেন: সুন্দর চিন্তা।
ধন্যবাদ

১৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪১

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ
শুভেচ্ছা ++

৪| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১১

সুমন কর বলেছেন: আমাদের দেশ থেকে ভিক্ষাবৃত্তি কখনো দূর হবে না।। X(( X(

লেখাটা কি দ্রুত শেষ করা হয়েছে? একটু গোছানোর দরকার ছিল।

১৬ ই অক্টোবর, ২০১৭ ভোর ৬:২১

সামিউল ইসলাম বাবু বলেছেন:
পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ দাদা।

অনেক দিন থেকে লেখার চেষ্টা করছি সময় ও সুযোগ হচ্ছে না। তাড়া হুড়ো করে লিখে ফেল্লাম। তাই অারকি...

শুভেচ্ছা নিরন্তর।

৫| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বারেক ওবামা যদি কেনিয়ায় থাকতেন তাহলে রাখাল, তখন নাম হত... ওমক বিন রাখাল ইবনে আল বারিকী। বাংলাদেশে থাকলে করণিক। তখন নাম হত বারিক্কা। ইন্ডিয়া থাকলে গরু চোরাচালান কারবারি । মায়ানমার থাকলে বাংলাদেশে ইয়াবা রপ্তানি করতেন। এদেশে তার বেষ্ট ফ্রেন্ড থাকত বদি।

১৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: হা হা হু হু হু হি হি হি

শুভেচ্ছা জানবেন

৬| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৯

কাছের-মানুষ বলেছেন: সঠিক বলেছেন। তবে বিড়ালের গলায় ঘন্টা বাধবে কেব?
শিক্ষা ব্যাবস্থা ব্যাপক উন্নয়ন হলে অবস্থায় পরিবর্তন হবে হয়ত কিন্তু বর্তমানে শিক্ষা ব্যাবস্থা ভাল হওয়া দূরে থাক অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে!

১৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: বেশ ভালো বলেছেন

তবে অামাদেরকেই পরিবর্তন হতে হবে। করতে হবে।


শুভকামনা জানবেন

৭| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:২১

ভ্রমরের ডানা বলেছেন:


ভুল বলেন নি! আমাদের দেশে সৃজনশীলতার দাম খুবই কম!

১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৬

সামিউল ইসলাম বাবু বলেছেন:

ব্যস্ততার কারণে রিপ্লাই দিতে পারিনাই বলে দুঃখিত।

অাপনার মন্তব্যে শতভাগ একমত।

দেশের সকল সেক্টোরে দূর্নীতি।

দেশ নিয়ে কেও ভাবে না।

দেশের উন্নতির জন্য বর্তমান শিক্ষা ব্যাবস্থাকে পরিবর্তন করা অতিব জরুরী।

৮| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২৮

সচেতনহ্যাপী বলেছেন: মধ্যপ্রাচ্য ভিক্ষা হারাম এবং নিষিদ্ধ।। কুয়েতে কেউ ভিক্ষাবৃত্তি করার সময় পুলিশের হাতে পড়লে সোজা জেল এবং সেখান থেকে দেশে ফেরত।।

১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৭

সামিউল ইসলাম বাবু বলেছেন:
নতুন তথ্য জানলাম।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা নিরন্তর।

৯| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৭

বিলিয়ার রহমান বলেছেন: ভিক্ষা বৃতি একটা অউৎপাদনশীল পেশা!! আমাদের মতো স্বল্পউন্নত দেশে এরকম একটা পেশার বিলুপ্তি সহযে ঘটবে বা ঘটানো যাবে বলে আমার মনে হয় না ।





১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৯

সামিউল ইসলাম বাবু বলেছেন:
সুন্দর বলেছেন।

বাঙ্গালিরা অলস প্রকৃতির।

যদি বিনাপরিশ্রমে কিছু পাই তবে পরিশ্রম করতে নারাজ।

১০| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩০

খায়রুল আহসান বলেছেন: ভিক্ষাবৃত্তিকে কখনোই উৎসাহিত করা উচিত নয়।
যদি শুধুমাত্র অামরা অামাদের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করি তবে অামাদের দেশটাকে পরিবর্তন করে ফেলা সম্ভব - সহমত।

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৩

সামিউল ইসলাম বাবু বলেছেন:
ব্যস্ততার কারণে রিপ্লাই দিতে পারিনাই বলে দুঃখিত।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন

১১| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: সহমত পোষণ করতে বাধ্য হলাম। শুভকামনা সবসময়।

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনুপ্রাণিত হলাম

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা নিরন্তর

১২| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৩

জাহিদ হাসান বলেছেন: এই লেখাটি আগেও কোথাও দেখেছি বলে মনে হচ্ছে.....

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৭

সামিউল ইসলাম বাবু বলেছেন:

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন

১৩| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন:

ভাল লিখেছেন+ :)

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: ব্যস্ততার কারণে রিপ্লাই দিতে পারিনাই বলে দুঃখিত।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৪| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৬

দৃষ্টিসীমানা বলেছেন: পোস্টটি সময় উপযোগী , ধন্যবাদ ।

০৩ রা নভেম্বর, ২০১৭ সকাল ১০:০২

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাপনাকেও ধন্যবাদ। অনেকদিন পর দেখা হলো। কেমন অাছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.