নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

চলতে ফিরতে দেখা ০২

৩১ শে অক্টোবর, ২০১৭ ভোর ৬:৩০

চলতে ফিরতে দেখা (ছবি ব্লগ)
চলতে ফিরতে দেখা ০১

১) জীবনে প্যারার কোন শেষ নেই। অামাদের বসের বেতন বাড়ছে না। তাই অামি স্যারের কাছে কায়দা করে বোঝাইতে গেছি। অার অমনি ফান্দে পড়ে গেছি। বিষয়টা এমন যার জন্য করি চুরি সেই বলে চোর চোর। বসের জন্য শুপারিশ করতে গিয়ে বস ভাবছে অামি তাকে ক্ষতির চেষ্টা করছি। অমনি বিভিন্ন ভাবে অামাকে ঝামেলাই ফেলাচ্ছে।

২) অামার কলিগ অার অামি একই ধরনের সমস্যাই পড়েছিলাম কয়দিন অাগে। ঘটনাটা এমন ছিলোঃ ২টা মহিলা এসে দাঁড়ালো। বিভিন্ন সমসার কথা বলছে। এমন ভাবে ধরেছে যে দাবি মানতেই হবে, যা হোক এক ফাঁকে কটা টাকা দেওয়া হলো। টাকা নিয়ে বলছে স্যার অামার টাকা গুলো একটু নোট করে দেন। টাকা নিয়ে পরে দেখা যাচ্ছে টাকা গুলা পুড়া। তাহলে মানুষ মানুষকে কিভাবে বিশ্বাস করবে। একদিকে টাকা সাহায্য নিচ্ছে অাবার অন্যদিকে নষ্ট টাকা দিচ্ছে। মানুষ দিনে দিনে কোথায় যাচ্ছে। কেও বা রিয়েল কথা বলে অাবার কেওবা করে অভিনয়। সরকার বা সিটিকর্পরেশন নতুন নতুন নিয়ম করেই খালাশ। কোন অাইনের বাস্তবায়ন নেই। এসব কেও দেখেনা। অামার মনে হয় এদের সিন্ডিকেট অাছে।

৩) সেদিন একটা বিষয় দেখে খুব খারাপ লাগলো একটা বাচ্চা লেগুনাই হেলফারি করছে। বাচ্চাটার বয়স সর্বোচ্চ ২/৩ বছর হবে। একটা ছবি দিলে বুঝতে সুবিধা হতো। তখন খুব খারাপ লাগছিলো। অামারা নিজেদের কে সভ্য দাবি করি, বলি অামরা অাধুনিক, অল্ট্রা অাধুনিক। বাস্তবতা হলো অামাদের মধ্যে কোন মানবিকতাই নেই। হায়রে অামার দেশ। এজন্য তুমি স্বাধীন হয়েছো...

৪) এলাকায় রাস্তা হচ্ছে ৩ বছর ধরে। অান্তঃজেলা সড়ক। যে ভাবে রাস্তা হচ্ছে তাতে অনুমান করলাম কমপক্ষে ২৫ বছর রাস্তা রিপেয়ার করা লাগবেনা হয়তো। ৫ইন্চি পুরু রাস্তা বেশ মজবুত। কদিন পরে দেখি তাও উঠে যাচ্ছে। ৩০ কিলোমিটার রাস্তা ৩ বছর রানিং চলছে, অাজ ও শেষ হয়নি। অথচ রাস্ত এক পার্শ্ব থেকে উঠে যাচ্ছে। প্রধানমন্ত্রী একটি নতুন সিদ্ধান্ত নিয়েছেন "শহরের গলি রাস্তা গুলো সিমেন্ট পাথরের হবে"। উদ্যোগ ভালো কিন্তু যারা কাজ করছেন তারা যদি ভালো না হন তবে কেমন হবে? হ্যাঁ, তাই হয়েছে এতো দিন পিজ বা বিটুমিনের পরিবর্তে কেরোসিন তেল ও পুড়া মবিল ব্যবহার করেছে অার এখন ৫ বস্তা সিমেন্টের যায়গায় ২ বস্তা লাগাচ্ছে। অাইন যতোই করেন যারা অাইন বাস্তবায়ন করবে তারা যদি সৎ না হয় তবে পরিবর্তন হবে কি ভাবে?

৫) সৈয়দ মুজতবা অালি'র লেখা বিলেতের ৩৬৫ দিন (নাম ঠিক মনে পড়ছে না)। মুজতবা অালি একটা হোটেলে উঠেছেন। সেই হোটেল সংস্কার কাজ করছে এক মিস্ত্রী। তখন উনি তাকে বলছেন:
: অাচ্ছা তুমি তো সারাদিন কাজ করেই যাচ্ছো একটু বিশ্রাম নিবে না। তোমার মালিকতো দেখছে না।
: (শ্রমিক) কেন বসবো? অামিতো অামার কাজে জন্য পারিশ্রমিক পাচ্ছিই। মালিক দেখুক অার নাই দেখুক অামাকে অামার দ্বায়িত্ব যথাযথো ভাবে পালন করতে হবে।

জাতিগত ভাবে ইংরেজরা অনেক দ্বায়িত্ব সচেতন। অার অামাদের পরিচয় অামাদের কাজ দেখলেই পাওয়া যাচ্ছে। ইংরেজরা হার্ডিংজ লোহার সেতু তৈরী করেছে, ১০০ বছর পূর্তী হচ্ছে। অামরা যমুনা সেতু করেছি মাঝে মাঝেই ফেটে যায়। বাংলাদেশে বেশ কিছু লোহার সেতু হয়েছে, যার অনেক গুলা ভেঙ্গে পড়ে গেছে ফ্লাইঅভার করলে ভেঙ্গে যায়। সাদ তৈরীরে বাঁশ ঢুকাই। রাস্তা করলে বিটুমিনের পরিবর্তে পোড়া মবিল ঢুকাই। তবে দেশ কি ভাবে ভালো হবে???

অর্থ এমন একটা জিনিস, যতো হাতে অাসে ততো পেতে মন চাই। সৎ ভাবে অল্পো খেয়েও অনেকে সুখে অাছে। তারাও বাংলাদেশি। অাবার অনেক পিওন কোটি টাকার মালিক।

অাশা করি অামরা অামাদের দ্বায়িত্বের ব্যপারে সচেতন হবো।
এগিয়ে যাবে দেশ।
হবে সোনার বাংলাদেশ।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৭:৩৫

রূপক বিধৌত সাধু বলেছেন: আমাদের মতো চোর-বদমাশ বোধহয় পৃথিবীর আর কোথাও নেই।

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১১:০৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাসলে ২নাম্বারিতে অামরা বেশি এগিয়ে।

যার কারণে দেশের এই অবস্থা।

২| ৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৭:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, ২ নম্বরীতে আমাদের বেশ সুনাম

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১১:০৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা নিরন্তর।

৩| ৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:০৪

মোস্তফা সোহেল বলেছেন: যে যার স্থান থেকে সবাই যদি সৎ হত তবে এই দেশটা সত্যি সত্যি সোনার দেশ হয়ে উঠতো।

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১১:০৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর বলেছেন।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা নিরন্তর।

৪| ৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪০

প্রামানিক বলেছেন: আমরা বাঁশের রাজ্যে থাকি তাই সব কিছুতেই বাঁশ দিতে পছন্দ করি।

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১১:১৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: হুম।

সবাই সবাইকে বাঁশ দেয়।

কেও কারো ভালো চাইনা। যা পিছিয়ে পড়ার অন্যতম কারণ।

৫| ৩১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৭

ধ্রুবক আলো বলেছেন: হুমমম, এই দেশে দুই নাম্বারি ছাড়া ভালো কিছু উন্নতি সম্ভব না।

০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত।

সাথে থাকার জন্য ধন্যবাদ

শুভেচ্ছা নিরন্তর।

৬| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৪

করুণাধারা বলেছেন: আজকাল মহিলারাও প্রতারণা আর জোচ্চুরি করে। দুঃখজনক।

০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১০:১০

সামিউল ইসলাম বাবু বলেছেন: চাপাবাজী ধান্দাবাজীতে সবাই ব্যস্ত।

সবাই ইনকামের শর্টকাট পথ খোজে।

শুভেচ্ছা নিরন্তর।

৭| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৩

সুমন কর বলেছেন: কি আর করবে বলো, সব জায়গায় চুরি আর নিজের পকেট ভারী করায় ব্যস্ত !!

০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১০:১১

সামিউল ইসলাম বাবু বলেছেন: তবে কিছু ভালো মানুষ ও অাছে।

সাথে থাকার জন্য ধন্যবাদ

শুভেচ্ছা নিরন্তর।

৮| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার কথা মোস্তফা সোহেল লিখে দিয়েছেন...

০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ

শুভেচ্ছা নিরন্তর।

৯| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২১

একলা ফড়িং বলেছেন: পানির ট্যাপটা বন্ধ করে দেয়ার জন্য হাত নিশিপিশ করছে!

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪১

সামিউল ইসলাম বাবু বলেছেন: হা হা হা

বেসিনে চলেযান। তারপর ওটা ধরে বন্ধ করে দিন।

শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.