নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

মুহাম্মদ সাঃ কে নিয়ে লেখা চীনা সম্রাটের কবিতা

০৩ রা ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৫৯



মুহাম্মদ সা: নিয়ে চীনা সম্রাট হঙ উ-র কবিতা
রসুল প্রশস্তি
অনুবাদ : সায়ীদ আবুবকর

[হঙ উ (১৩২৮-১৩৯৮), যিনি ঝু ইয়াঙঝাঙ নামেও পরিচিত, ১৩৬৮ সাল থেকে ১৩৯৮ সাল পর্যন্ত চীনের সম্রাট ছিলেন। তিনি ছিলেন মিঙ রাজবংশের প্রথম সম্রাট, যিনি তার বিশাল সেনাবাহিনী দিয়ে ইয়ান রাজবংশকে পরাজিত করে দেশ দখল করে নেন ও ক্ষমতায় অরোহণ করেন। তার সেনাবাহিনীর মধ্যে ১০ জন মুসলিম জেনারেল ছিলেন যারা যুদ্ধে নেতৃত্ব দেন। তার নির্দেশে ন্যানজিং, ইয়াননান, গুয়ানডঙ ও ফুজিয়ানে বেশ কিছু মসজিদ নির্মিত হয়। তিনি মুহাম্মদ সা:-কে নিয়ে ১০০ শব্দের একটি প্রশস্তি রচনা করেন। অনুবাদে ১০০ বাংলা শব্দ বজায় রাখা সম্ভব হয়নি।-অনুবাদক]

মহাবিশ্ব সৃষ্টির প্রাক্কালে
সৃষ্টিকর্তা দিয়েছিলেন ঘোষণা
পাঠাবেন মর্ত্যে
মহান এ ধর্মপ্রচারককে;
অবশেষে তিনি আবির্ভূত হলেন পশ্চিমে;
তাঁকে দেওয়া হলো পবিত্র কিতাব
যার ভাগ হলো ত্রিশটা,
সমস্ত সৃষ্টিকে যা দেখাবে পথ।
তিনি বিশ্বাসীগণের নেতা;
আসমান থেকে আসে সাহায্য তাঁর কাছে
তাঁর জাতিকে রক্ষার জন্য।
দিনে পাঁচবার প্রার্থনা করেন তিনি,
কেবলি শান্তির কামনা নৈঃশব্দে
হৃদয় নিমগ্ন শুধু আল্লাহর ধ্যানে।
গরিবকে তিনি ক্ষমতায় বসান,
বাঁচান তাদেরকে তাবৎ দুর্দশা থেকে।
অন্ধকারে নিমজ্জিত আত্মাসমূহকে
বের করে আনেন আলোয়
সমস্ত বিভ্রান্তি থেকে;
বিশ্বব্রহ্মাণ্ডের জন্যে তিনি আশীর্বাদ।
তিনি পাড়ি দিয়ে এসেছেন প্রাচীন গৌরবময় সব পথ;
বিতাড়িত করেছেন সমস্ত অপশক্তিকে।
তাঁর ধর্ম খাঁটি, সত্য;
মুহাম্মদ- তিনি মহান ও শ্রেষ্ঠ।



মন্তব্য ২৭ টি রেটিং +১১/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৫৮

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ চীনা সম্রাট কে সত্য কে অনুধাবন করার জন্য । আর আপনাকেও ধন্যবাদ এই অসাধারন বিষয়টা তুলে ধরার জন্য।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

ব্যস্তার কারণে উত্তর দিতে দেরি হয়েছে বলে দুঃখিত।

অাপনি অামার ব্লগ বাড়িতর হয়তো নতুন তাইতো স্বাগতম।

ভালোথাকবেন শুভকামনা জানবেন।

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০৪

আবু তালেব শেখ বলেছেন: বুঝলো আমাদের মুসলিম শাষকরা। ক্ষমতার লোভে ধর্মকে বিসর্জন দিতে কুন্ঠাবোধ করে না

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

ব্যস্তার কারণে উত্তর দিতে দেরি হয়েছে বলে দুঃখিত।

অাপনি অামার ব্লগ বাড়িতর হয়তো নতুন তাইতো স্বাগতম।

ভালোথাকবেন শুভকামনা জানবেন।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০৯

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
মুগ্ধ !

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ

শুভেচ্ছা নিরন্তর।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৭

এ আর ১৫ বলেছেন: মুহাম্মদ- তিনি মহান ও শ্রেষ্ঠ !!!!

হায় হায় হায় চীনা সম্রাট (সা: ) লিখেননি দরুদ পড়েন নি !!!!! তিনি তাকে অপমান করেছেন !!!!!
---- কই সেই চেতনার মমিনরা যারা স্বতু সাই নামক একজন ব্লগারের গুষ্ঠি উদ্ধার করেছে যিনি (সা: ) না লিখে গুণী লিখেছিলেন ।
এবার শুরু করেন চীনা সম্রাটের গুষ্ঠি উদ্ধার করার !!!!!!!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৩

সামিউল ইসলাম বাবু বলেছেন:

অনর্থক ঝামেলা পাকায়ে লাভকি?

অাপনিতো ঝামেলার বিপক্ষের মানুষ অাপনি অাপনার জায়গা থেকে সংশোধন হোন।

মুহাম্মদ সাঃ এর নাম উচ্চারণ করলে সকল মুসলিমকে দুরুদ পড়তে হয়। অাপনিও পড়ুন।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৯

খায়রুল আহসান বলেছেন: চীনা সম্রাট হঙ উ বা ঝু ইয়াঙ ঝাঙ কে ধন্যবাদ, বিশ্বের সর্ব শ্রেষ্ঠ মানব সম্পর্কে এ প্রশস্তিটুকু লিখার জন্য।
অনুবাদককেও ধন্যবাদ, সেটা বাংলায় অনুবাদ করে তা বাঙালীদেরকে জানানোর জন্য। আপনাকেও, সেটা এখানে উপস্থাপনের জন্য।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: জ্ঞানী মানুষের কথা গুলো চমৎকার লাগে।
অাপনার মন্তবটা বেশ ভালোলেগেছে।

শুভেচ্ছা জানবেন।

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৩

নতুন নকিব বলেছেন:


@এ আর ১৫,
আপনি কি বলদ টলদ না কি?

চীনা সম্রাট কোথায় আর স্বতু সাঁই কোথাকার? কার সাথে কি মেলাচ্ছেন? বেকুবিরও তো একটা সীমা-পরিসীমা থাকে!!!!!!!!!!!!!!!!!!!!

উল্লেখিত ব্লগার 'স্বতু সাঁই' তো ইতোপূর্বে তার ব্লগীয় নাতনী ওমেরার সাথে কোন এক পোস্টে কথোপকথনের এক পর্যায়ে স্বীকার করেছেন, 'তিনি ঈদের নামাজ বাসায় পড়েন'। তার মানে, তিনি অবশ্যই মুসলিম। তা না হলে নামাজ পড়ার কথা তিনি কখনই স্বীকার করতেন না। তা বাসায় হোক, আর মাঠে হোক। ঈদের নামাজ হোক, আর ওয়াক্তিয়া হোক। তো, একজন মুসলিম পরিচয়দানকারী ব্যক্তি যিনি নামাজ পড়েন, তিনি যখন মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারনের পরে দরূদ সালাম পাঠ না করে ঘুরিয়ে ফিরিয়ে ছলচাতুরির আশ্রয়ে তাঁর নামের পূর্বে 'গুনী' শব্দ লিখেন, আর সেখানে যখন তার প্রতিবাদ করা হয়, সেটা আপনার কাছে 'চেতনা' মনে হয়!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
যারা এই কাজ করেন, তারা আপনার দৃষ্টিতে 'চেতনার মমিন'!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
হায় হায়!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
এ কোন জোচ্চো.................. খপ্পড়ে পরলামরে বাবা!!!!!!!!!!!!!!!!!!!!!!!
সকালটাইতো দেখছি মাটি হতে চলেছে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

নবীজীর নামের শেষে দরূদ সালাম যিনি পড়েন না, হাদিসে তাকে 'বখিল' বলে আখ্যায়িত করা হয়েছে। হাদিসের ভাষ্যে বুঝা যায়, এটা মুসলমানদের জন্যই বলা হয়েছে। কারন, অন্য ধর্মের লোকের তো এই হাদিস জানা থাকার কোন কারন নেই। কিন্তু কথা হল, এখানে অন্য ধর্মের 'চীনা সম্রাটকে' মুসলিম 'স্বতু সাঁই'য়ের সাথে তুলনা করা আপনার বোকামী ও মূর্খতার পরিচয় নয় কি?

স্বতু সাঁই তো যাক তবু স্বীকার করেছেন, তিনি ঈদের নামাজ পড়েন, মানে, তিনি মুসলিম। ধন্যবাদ তাকে। পরিচয় বড় ফ্যাক্টর। তিনি তার পরিচয় প্রকাশ করেছেন। জনাব, আপনি কি আপনার পরিচয়টা একটু দিবেন? আপনার ব্যাপারেও তো বিভ্রান্তি কাটছে না।

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৬

নতুন নকিব বলেছেন:



মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশস্তিতে কলম ধরেছিলেন চীনা সম্রাট, এটা জানা ছিল না। তাকে ধন্যবাদ। তুলে ধরায় আপনাকে অভিনন্দন। অনুবাদকের প্রতি কৃতজ্ঞতা।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাপনাকেও ধন্যবাদ নকিব ভাই

শুভেচ্ছা জানবেন।

৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনাকে ও সেই চীনা সম্রাটকে ধন্যবাদ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাপনাকেও অনেক অনেক ধন্যবাদ মাইদুল সরকার ভাই

অাপনার মন্তবে অনুপ্রাণিত হলাম।

শুভকামনা জানবেন

৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০০

এ আর ১৫ বলেছেন: নতুন নকিব বেলেছেন ::: কিন্তু কথা হল, এখানে অন্য ধর্মের 'চীনা সম্রাটকে' মুসলিম 'স্বতু সাঁই'য়ের সাথে তুলনা করা আপনার বোকামী ও মূর্খতার পরিচয় নয় কি?

আপনার মত খাসীরা না দাবি করেন ঐ লোক হোল নাস্তিক ও মুরতাদ !!!!!! একজন নাস্তিক মুরতাদের কাছে দরুদ আশা করতে পারেন , তাহোলে চীনা সম্রাটের কাছে কেন নহে ।
আপনি না আল্লাহ মানি, কোরান মানি না কিন্তু হাদিস মানি সম্প্রদায়ের লোক -----
আপনি তো স্বতু সাই যে হাদিস গুলো দিয়েছে সে গুলো বিশ্বাষ করেন কিন্তু তার মতামত মানেন না, তাহোলে কেন যদি ঐ হাদিস গুলো মানেন ??? আমি তো স্বতু সইয়ের মতামত কে অগ্রাহ্য করেছি বলেছি ৩০০ বৎসর পরে লেখা হাদিসের উপর ভিত্তি করে কোন মতামত গ্রহন যোগ্য নহে , ( সেই ব্লগে গিয়ে দেখে আসেন ) .

আপনারা যারে নাস্তিক মুরতাদ বলেন সে যখন দরুদ পড়ে না তার গুষ্ঠি উদ্ধার করেন এখন গাল চালাকি দেখান সে নাকি ঘরে ঈদের নামাজ পড়ে । পাচ ওয়াক্ত নামাজ শেখ হাসিনা পড়ে তবুও তিনি নাস্তিক , শাহরিয়ার কবিরা ঈদের নামাজ জুম্মার নামাজ পড়ে তবুও তারা নাস্তিক তাহোলে ঘরে ঈদের নামাজ পড়ে স্বতু সাই কে কেন এখন ঠেলায় পড়ে মুসলমান বলেন ? তাকে তো আপনার মত সকলে নাস্তিক মুরতাদ মনে করে । তিনি তো আপনার ৩০০ পরে লিখা হাদিস মানে না এবং এই হাদিস অনুযায়ি একজন মহামানব কি ভাবে কলংকিত হয় সেটা দেখিয়ে দিয়েছে , তারে আপনারা ইসলামের শত্রু মনে করেন, এখন উনি নাকি মুসলমান !!!!!
সে লোকের তো দরুদ পড়ার কথা না সেটা তো মেটার অফ কমন সেন্স তবুও তার কাছে দরুদ পড়ার দাবি , তাহোলে কি কারনে চীনা সম্রাটের কাছে নহে ???
আপনি কাদিয়ানী পিছে বাশ না দিয়ে মওদুদী বা ওহাবীবাদের পিছনে বাশ দিলে ইসলামের উপকার কোটি গুণের বেশি হোত । কাদিয়ানী থেকে মওদুদী হাসান বান্নারা ইসলাম ধর্মের অনেক বেশি ক্ষতি করেছে । একজন কলংকিত জামাতী মওদুদীবাদির মুখে কাদিয়ানীর বদনাম মানায় না ।

১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০২

উচ্ছল বলেছেন: মাশাআল্লাহ

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: জাজাকাল্লাহ ভাই

১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৮

নতুন নকিব বলেছেন:



মাথা বিগড়ানোটার অবস্থা দেখুন, কি সব আবোল তাবোল লিখেছে। লিখেছে- 'নতুন নকিব বেলেছেন ::: '

'বেলেছেন' আবার কি রে বাবা???????

মাথার তার সবগুলো ছিঁড়ে গেছে না কি?

বানান টানান সব দেখি আউলা হয়ে যাচ্ছে!!!!!!!!!!!!!

৯ এর জবাব দিয়ে রেখেছি নিচের লিঙ্কে-

কাদিয়ানী আহমদীদের ধোঁকা থেকে বাঁচতে হলে তাদের অসারতা অনুধাবন অপরিহার্য্য পর্ব-০২

১২| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৪

এ আর ১৫ বলেছেন: মাথা বিগড়ানোটার অবস্থা দেখুন, কি সব আবোল তাবোল লিখেছে। লিখেছে- 'নতুন নকিব বেলেছেন ::: '

ছাগলদের বলাকে বেলে বলা হয় -- তাই ছাগলতো বেলবেই !!!!!!

কাদিয়ানিরা বাটপার হলে, মওদুদীরা হবে বাটপার কাম মুনাফেক ।
কাদিয়ানি ফেতনার চেয়ে মওদুদী ওহাবী ফিতনা ইসলামের জন্য কোটি গুণ বেশি ক্ষতিকর ।
কাদিয়ানিদের বিরুদ্ধে গণ হ্ত্যা ধর্ষন মানবতা বিরুধী কার্যকলাপের কোন অভিযোগ নেই কিন্তু ওহাবী মওদুদীদের বিরুদ্ধে হাজার হাজার অভিযোগ আছে । কাদিয়ানী ফিতনা জংগী তৈরী করে না কিন্তু মওদুদী ফিতনা রাজাকার তালেবান হেফাজত আই এস আই , হরকাতুল জেহাদ , লস্করে তৈয়ব নামক ক্রিমিনাল তৈরী করে ।

ছাগলরা যাকে নাস্তিক মুরতাদ মনে করে তার কাছে আশা করে দরুদ পড়ার যেমন স্বতু সাই এর কাছে দরুদ আশা করে !!!!

১৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১২

আবু সায়েদ বলেছেন: নিশ্চয়ই মহাম্মাদ সাঃ সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসুল। ইসলাম সত্য ধর্ম।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২১

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

অাপনি অামার ব্লগ বাড়িতর হয়তো নতুন তাইতো স্বাগতম।

ভালোথাকবেন শুভকামনা জানবেন।

১৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৫

ধ্রুবক আলো বলেছেন: অনুবাদককেও ধন্যবাদ, সেটা বাংলায় অনুবাদ করে তা বাঙালীদেরকে জানানোর জন্য। আপনাকেও, সেটা এখানে উপস্থাপনের জন্য।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:২৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাপনাকেও ধন্যবাদ ধ্রুবক অালো

এটা অনুবাদ করছেন অামার কলেজ শিক্ষক। তিনি একজন কবি ও সাহিত্য সমালোচক।
শুভেচ্ছা নিরন্তর।

১৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৩

খায়রুল আহসান বলেছেন: @ধ্রুবক আলো, এটা তো আমার কথাই আপনি হুবহু বলে দিলেন, কোন উদ্ধৃৃতি চিহ্ন কিংবা নামোল্লেখ ছাড়াই!!! :(

১৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪১

শকুন দৃিষ্ট বলেছেন: গুড পোস্ট। লেখককে ধন্যবাদ এমন সুন্দর বিষয়টি জনসম্মুখে উপস্হাপনের জন্য। কিন্তু, পরিতাপের বিষয় শি চিন পিং-এর বর্তমান চিন উল্টোরথেই হাটছে।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:২৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

অাসলে বর্তমানচীনের শাসক গণ সম্পদের পাহাড় গড়ছেন। অার বিশ্ব নেতৃত্বদানের চিন্তায় বিভিন্ন সামরিক ও ব্যাবসাহিক কাজে ব্যস্ত।

অাপনি অামার ব্লগে হয়তো নতুন। শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.