নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

সুন্দরবন কুরিয়ারের সার্ভিস

২৪ শে জুন, ২০১৮ রাত ১০:১২




কয়েক দিন আগে অফিসের একটা গুরুত্ত্বপূর্ণ এগ্রিমেন্ট পাঠিয়েছিলাম কিন্তু মাস পার হয়ে আরেক মাস এসে পড়েছে। এরমধ্যে আনেক বার সুন্দরবন কুরিয়ারের হেল্প লাইনে (০২ ৯৫৫৬৯৫২-১৩৫) ফোন করেছি। ফোন করেছি স্থানীয় অফিসে(০১৭১১০৫৭৩৪১- ০১৯৩৬০০৩২৫৪), বড় অফিসার সব। ফোন ধরার সময় নেই। নূন্যতম কোন উপকার হয়নি। অফিসে গেলেও সহযোগীতার কথা বলেছে। আজও করেই যাচ্ছে। এটাযে তাদের একটা সার্ভিস সেটা মাথাই নেই।
বেআদব সবগুলা...
ইচ্ছে হচ্ছে মামলা করি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৮ রাত ১:৫৫

রাকু হাসান বলেছেন: এই রকম আমি আরও শুনেছি । মামলা করা উচিত । ওরা মামালা না খেলে ঠিক হবে না .।প্রথম দিকে প্রতিষ্ঠান টির সুনামছিল কিন্ত দিনদিন অবনতির দিকে যাচ্ছে । এই রকম কত মানুষ সঠিক সেবা পাচ্ছে না । আপনি শেয়ার করছেন বলে জানতে পারলাম ।

২| ২৫ শে জুন, ২০১৮ রাত ২:২৭

অক্পটে বলেছেন: বাঙ্গালী হবার কারনে এই দশা। সঠিক দায়িত্ববোধটা ঘরেও শিক্ষা দেয়া হয়না স্কুলেও নয়।

৩| ২৫ শে জুন, ২০১৮ সকাল ৯:৫৪

রাজীব নুর বলেছেন: সুন্দরবন বা কন্টিনেন্টাল কুরিয়ার তাদের সার্ভিস উন্নত নয়।
যারা ভূক্তভুগি তারাই জানে।

৪| ২৬ শে জুন, ২০১৮ রাত ১২:২২

সুমন কর বলেছেন: দুঃখজনক !! X((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.