নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
আমি ছুটলাম তোরা আয়
আল ফারাবি
ভয়কে মোরা জয় করিব
বৈষম্য করিব দূর
বঙ্গ সম্মানে হিমালয় টপিবো
সেচিবো সমুদ্দুর!
মোর রক্তে রচিছে বারুদ কাব্য
স্বরে বিনাশী সুর
কার বাপের সাহস আছে আজ
আমাকে বধিবে! ধুর!!
আনবোই লুটে খুটে খুটে সম্ভ্রম
পিশাচের বুক খানি চিড়ে
আমরা জাগলে বঙ্গ জননী
শান্তিতে ঘুমাবে নীড়ে!
হে উদ্দম, হে মহাপ্রাণ, হে মহা অনল প্রবাহ
বঙ্গমাতৃ আজ বড় ত্রাসত্রী, ইজ্জত যত্রযাহ!
আমি শ্বাসে থেকে কার হিম্মত এতো
মাতৃবক্ষে আঁচড় আঁটে
আমি ছুটলাম, কে যাবি আয় সাথে
কুরুক্ষেত্র হবে আজ বঙ্গহাটে!
©somewhere in net ltd.