নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ঐ জাতির তরুণদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।\" সুলতান সালাউদ্দিন আইয়ুবী (রহ:)

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে ইসলামের আগমন, রাসুল( সাঃ) এর মামা সাদ বিন আবু ওয়াক্কাস (রা) এর মাধ্যমে

১৯ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

মহানবী হযরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহন করেন খ্রিস্টিয় ৫৭০ সালে। এর মাত্র ৫০ বছর পর ৬২০ খ্রিষ্টাব্দে বাংলাদেশে তথা উপমহাদেশে প্রথম ইসলাম আসে !আর উত্তরের জেলা লালমনিরহাটে শুরু হয় যাত্রা!

বিভিন্ন গবেষণা ও প্রাপ্ত শিলালিপি এমন দাবিই জোরালো করেছে। এতে আরও দেখা যায়, ৬৯০ খ্রিষ্টাব্দে দেশের প্রথম মসজিদটিও নির্মিত হয় এই জেলার পঞ্চগ্রাম ইউনিয়নের ‘মজেদের আড়া’ নামক গ্রামে।

১৯৮৭ সালে পঞ্চগ্রামে জঙ্গল খননের সময় প্রাচীন মসজিদের ধ্বংসাবশেষ পাওয়া যায়। এর একটি ইটে কালেমা তাইয়্যেবা ও ৬৯ হিজরি লেখা রয়েছে। এ থেকে অনুমান করা হয়, মসজিদটি হিজরি ৬৯ অর্থাৎ ৬৯০ খ্রিষ্টাব্দের দিকে স্থাপন কিংবা সংস্কার করা হয়।

রংপুর জেলার ইতিহাস গ্রন্থ থেকে জানা যায়, রাসুল (সা.)-এর মামা, মা আমেনার চাচাতো ভাই আবু ওয়াক্কাস (রা.) ৬২০ থেকে ৬২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত বাংলাদেশে ইসলাম প্রচার করেন (পৃ. ১২৬)। অনেকে অনুমান করেন, পঞ্চগ্রামের মসজিদটিও তিনি নির্মাণ করেন যা ৬৯০ খ্রিষ্টাব্দে সংস্কার করা হয়।

দেশের প্রথম ও প্রাচীন এই মসজিদটি উত্তর-দক্ষিণে ২১ ফুট ও প্রস্থ ১০ ফুট। মসজিদের ভিতরে রয়েছে একটি কাতারের জন্য ৪ ফুট প্রস্থ জায়গা।

মসজিদের চার কোণে রয়েছে অষ্টকোণ বিশিষ্ট স্তম্ভ। ধ্বংসাবশেষ থেকে মসজিদের চূড়া ও গম্বুজ পাওয়া গেছে।

মতিউর রহমান বসুনিয়া রচিত ‘রংপুরে দ্বীনি দাওয়াত’ গ্রন্থেও এই মসজিদের বিশদ বিবরণ আছে।

‘দেশে ইসলাম প্রচার করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন খিলজী’ এমন একটি ধারণা প্রতিষ্ঠিত থাকলেও এসব তথ্য প্রমান করে যে, এর অনেক আগেই এদেশে ইসলাম প্রচারিত হয়। ১২০৪ খ্রিষ্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন খিলজীর বাংলা বিজয়ের প্রায় ৬০০ বছর আগেই সাহাবীদের দ্বারা বাংলাদেশে ইসলাম ধর্মের আবির্ভাব হয়। প্রথম মসজিদও নির্মিত হয় সেই সময়েই।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৯ রাত ৮:০৩

আকতার আর হোসাইন বলেছেন: অজানা একটি তথ্য জানলাম। আপনাকে ধন্যবাদ।

২| ১৯ শে মে, ২০১৯ রাত ৮:০৯

রাজীব নুর বলেছেন: তথ্যসুত্র কি?

২১ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০০

সামিউল ইসলাম বাবু বলেছেন: কপি পোষ্ট।

অনলাইন পত্রিকা থেকে সংগ্রীহিত

৩| ১৯ শে মে, ২০১৯ রাত ৯:৩৬

ওসেল মাহমুদ বলেছেন: তবে কি মক্কা বিজয়ের পূর্বেই(৬৩০ খ্রী:) এবং নবীজী (সা:) জীবিত (৫৭০-৬৩২ খ্রী:) থাকা সময়েই বাংলায় ইসলাম প্রচার হয় !!??

২১ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০২

সামিউল ইসলাম বাবু বলেছেন: সম্ভবত, সেমনটাই

৪| ১৯ শে মে, ২০১৯ রাত ১১:৫৪

মেঘ প্রিয় বালক বলেছেন: অনেক কিছু জানতে পারলাম ভাই,আপনার পোষ্ট থেকে। ধন্যবাদ

৫| ১৯ শে মে, ২০১৯ রাত ১১:৫৭

মাহমুদুর রহমান বলেছেন: ধন্যবাদ আপনাকে।অনেক ধন্যবাদ।

৬| ২২ শে মে, ২০১৯ ভোর ৫:০২

নতুন বলেছেন: 619 The year of sorrows: Khadija (his wife) and Abu Talib (his uncle) die
619 Banu Hashim clan boycott ends
c. 620 Isra and Mi'raj (reported ascension to heaven to meet God)
622 Hijra, emigration to Medina (called Yathrib)
623 Battle of Badr
625 Battle of Uhud
627 Battle of the Trench (also known as the siege of Medina)
628 The Meccan tribe of Quraysh and the Muslim community in Medina signed a 10-year truce called the Treaty of Hudaybiyyah
629 Conquest of Mecca
632 Farewell pilgrimage, event of Ghadir Khumm, and death, in what is now Saudi Arabia

৬১৯ সালে রাসুল সা: এর চাচা এবং বিবি খাদিজা রা: ইন্তেকাল করেছিলান.....
৬২০ সালে রাসুল সা: মিরাজে গিয়েছিলেন.... তারপরেই নামাজের নিদেশ` আসে....

৬২২ সালে রাসুল মদিনাতে হিজরত করেছিলেন....

তাহলে আপনার গুজবের মতে ৬২০ সালের আগেই রাসুল সা: এর মামাকে বাংলাদেশের উদ্দেশ্যে পাঠিয়েছিলেন????

তিনি তখন মদিনাতে হিজরতও করেন নাই.... তিনি মিরাজেও জান নাই....তিনি বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য তার মামাকে পাঠিয়ে দিয়েছিলেন????

কারা এই সব গুজব সৃস্টি করে???

২১ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

দেখুন , এটা একটা গবেষণা।
গবেষণা শতভাগ মেলানো কঠিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.