নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ঐ জাতির তরুণদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।\" সুলতান সালাউদ্দিন আইয়ুবী (রহ:)

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

গোপন গোনাহঃ ভয়ংকর এক রোগের সূত্র

২৭ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

গোপন গোনাহ_ভয়ংকর এক রোগের সূত্র :
ইদানীং একটি রোগ মহামারির রূপ ধারণ করেছে। অনেক দ্বীনদার ভাইয়েরাও এ মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। রোগটি খুবই ভয়ানক, অত্যন্ত সংবেদনশীল। রোগটির স্বরূপ হলো, আল্লাহর অস্তিত্ব, ইসলামের সত্যতা, আখিরাতের বিশ্বাস, কুরআন-সুন্নাহর নির্দেশনা ইত্যাকার বিষয়ে প্রকাশ অযোগ্য ভাবনার উদয়। অনেকেরই এখন এসব ব্যাপারে আজেবাজে চিন্তার উদ্রেক হচ্ছে। সন্দেহ ও সংশয় ব্যাপক আকার ধারণ করছে। অনেকের তো অবিশ্বাসের মাত্রা এতটাই বেড়ে গেছে যে, ইতিমধ্যে তারা দ্বীনদারি থেকে পুরোমাত্রায় দূরে সরে যাচ্ছে। ইসলাম থেকে ক্রমান্বয়ে অন্ধকার জগতের দিকে সরে যাচ্ছে। রোগটি এখন আর ব্যক্তিকেন্দ্রীক নেই; বরং ধীরে ধীরে ব্যাপকভাবে সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হচ্ছে। মানুষ এ রোগে আক্রান্ত হয়ে ইমানি মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে।
অনেক তাতব্য-তালাশ ও সময় ব্যয় করে যা বুঝতে পারলাম, তার সারসংক্ষেপ হলো, এ রোগের উৎস হলো, গোপন গোনাহ। মানুষ যখন জেনেবুঝে ইচ্ছাকৃতভাবে গোপনে গোনাহ করতে অভ্যস্ত হয়ে যায়, তখন অন্তর থেকে আল্লাহর ভয় বিদায় নিতে থাকে। অন্তর যখন তাকওয়াশূন্য হয়ে যায়, তখন অন্তর পাথরের মতো শক্ত হয়ে যায়। আল্লাহর ভয় আর জাগ্রত হয় না। মোনাজাতে চোখের পানি আসে না। এক পর্যায়ে শয়তান তার দুর্বল ইমান ও বিশ্বাসের ওপর আঘাত হানতে শুরু করে। বিভিন্ন শিরকি ও কুফরি চিন্তা তার মনে আসতে শুরু করে। সে না এগুলোর খণ্ডন জানে, আর না জানার জন্য কোনো আলিমের শরণাপন্ন হয়। যখন অবিশ্বাস অন্তরে একেবারে গেঁথে যায়, তখন সে হয়ে পড়ে সেক্যুলার বা নাস্তিক। অনেকে পরিবার ও সমাজের ভয়ে তা প্রকাশ না করলেও শেষে ইমানহীন অবস্থাই তার মৃত্যু ঘটে।
পূর্বের ও বর্তমানের একাধিক ঘটনা পাওয়া যায় যে, সারাজীবন দ্বীনদার ও পরহেজগার হিসাবে পরিচিত লোকটির মৃত্যুর সময় কালিমা নসিব হচ্ছে না। যতই চেষ্টা করছে, মুখ থেকে কালিমা বের হচ্ছে না। অনেকে তো শেষ সময়ে এসে সরাসরি ইসলামকেই অস্বীকার করে বসছে। কেউ কুরআন সামনে নিয়ে বলছে, আমি এর সবকিছু অস্বীকার করলাম। নিজ স্বীকারোক্তি বা পরিবার ও ভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে দেখা গেছে, সে বাইরে সবার কাছে ভালো দ্বীনদার হিসাবে প্রকাশ করলেও গোপনে নিয়মিত কবিরা গোনাহে লিপ্ত হতো।
বর্তমান সময়ে গোপনে গোনাহ করার আসবাব অনেক বেশি। উপকরণগুলো অত্যন্ত সহজলভ্য। তাই আমাদের যুবসমাজ দিনদিন গোপন গোনাহে বেশি জড়িয়ে পড়ছে। সামান্য ব্যতিক্রম ছাড়া দ্বীনদার শ্রেণিও বাদ পড়ছে না। এর ভয়াবহ ফলাফলও দেখতে পাচ্ছি। প্রচুর মানুষ এখন সংশয়ের রোগে আক্রান্ত হয়ে পড়ছে। দু,চারজন এটা নিয়ে চিন্তিত ও চিকিৎসা করার ব্যাপারে উদ্যোগী হলেও অধিকাংশ মানুষ এ ব্যাপারে উদাসীনই থেকে যাচ্ছে। শেষ জমানায় যে মানুষ ব্যাপকহারে ইমানহারা হতে থাকবে, তার বাস্তবায়ন বোধহয় শুরু হয়ে গেছে। বর্তমানের ভয়ংকর এ সময়ে কতজন যে মুক্তি পাবে, তা একমাত্র মহান রাব্বুল আলামিনই ভালো জানেন!
ইবনে জাওজি রহ. বলেন :
ﻭﺍﻟﺤﺬﺭ ﺍﻟﺤﺬﺭ ﻣﻦ ﺍﻟﺬﻧﻮﺏ، ﺧﺼﻮﺻًﺎ ﺫﻧﻮﺏ ﺍﻟﺨﻠﻮﺍﺕ، ﻓﺈﻥ ﺍﻟﻤﺒﺎﺭﺯﺓ ﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ ﺗﺴﻘﻂ ﺍﻟﻌﺒﺪ ﻣﻦ ﻋﻴﻨﻪ . ﻭﺃﺻﻠﺢ ﻣﺎ ﺑﻴﻨﻚ ﻭﺑﻴﻨﻪ ﻓﻲ ﺍﻟﺴﺮ، ﻭﻗﺪ ﺃﺻﻠﺢ ﻟﻚ ﺃﺣﻮﺍﻝ ﺍﻟﻌﻼﻧﻴﺔ ،
গোনাহ থেকে পরিপূর্ণরূপে বেঁচে থাকা; বিশেষত গোপন গোনাহ থেকে। কেননা, আল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বিতা করা বান্দাকে তাঁর নজর থেকে ফেলে দেয়। আল্লাহ ও তোমার মাঝে গোপনীয় বিষয় সংশোধন করো; তাহলে তিনি তোমার বহিরাগত বিষয় সংশোধন করে দেবেন। (সাইদুল খাতির : ২০৭, প্রকাশনী : দারুল কলাম, দিমাশক)
ইবনে আরাবি রহ. বলেন :
ﺃﺧﺴﺮ ﺍﻟﺨﺎﺳﺮﻳﻦ ﻣﻦ ﺃﺑﺪﻯ ﻟِﻠﻨَّﺎﺱِ ﺻَﺎﻟِﺢ ﺃﻋﻤﺎﻟﻪ، ﻭﺑﺎﺭﺯ ﺑﺎﻟﻘﺒﻴﺢ ﻣﻦ ﻫُﻮَ ﺃﻗﺮﺏ ﺇِﻟَﻴْﻪِ ﻣﻦ ﺣﺒﻞ ﺍﻟﻮﺭﻳﺪ .
সবচেয়ে নিকৃষ্ট ও ক্ষতিগ্রস্ত সে-ই, যে মানুষের সামনে ভালো আমল করে, কিন্তু যে সত্তা তার শাহরগ থেকেও অধিক নিকটবর্তী, তাঁর সামনে বদ আমল করে। (তারিখু দিমাশক : ৫/৩৫৬, প্রকাশনী : দারুল ফিকর, বৈরুত)
ইবনে রজব হাম্বলি রহ. বলেন :
ﺃَﻥَّ ﺧَﺎﺗِﻤَﺔَ ﺍﻟﺴُّﻮﺀِ ﺗَﻜُﻮﻥُ ﺑِﺴَﺒَﺐِ ﺩَﺳِﻴﺴَﺔٍ ﺑَﺎﻃِﻨَﺔٍ ﻟِﻠْﻌَﺒْﺪِ ﻟَﺎ ﻳَﻄَّﻠِﻊُ ﻋَﻠَﻴْﻬَﺎ ﺍﻟﻨَّﺎﺱُ، ﺇِﻣَّﺎ ﻣِﻦْ ﺟِﻬَﺔِ ﻋَﻤَﻞٍ ﺳَﻴِّﺊٍ ﻭَﻧَﺤْﻮِ ﺫَﻟِﻚَ، ﻓَﺘِﻠْﻚَ ﺍﻟْﺨَﺼْﻠَﺔُ ﺍﻟْﺨَﻔِﻴَّﺔُ ﺗُﻮﺟِﺐُ ﺳُﻮﺀَ ﺍﻟْﺨَﺎﺗِﻤَﺔِ ﻋِﻨْﺪَ ﺍﻟْﻤَﻮْﺕِ
বান্দার গোপন গোনাহ ও অবাধ্যতার কারণে মন্দ মৃত্যু হয়ে থাকে, যা মানুষ জানে না; চাই তা খারাপ কোনো আমল হোক বা অন্য কিছু। তার এ গোপন চরিত্রই তার মন্দ মৃত্যুর কারণ হয়। (জামিউল উলুম ওয়াল হিকাম : ১/১৭২/১৭৩, প্রকাশনী : মুআসসাসাতুর রিসালা, বৈরুত)
ইবনে কাইয়িম জাওজিয়া রহ. বলেন :
ﺃﺟﻤﻊ ﺍﻟﻌﺎﺭﻓﻮﻥ ﺑﺎﻟﻠﻪ ﺃﻥ ﺫﻧﻮﺏ ﺍﻟﺨﻠﻮﺍﺕ ﻫﻲ ﺃﺻﻞ ﺍﻻﻧﺘﻜﺎﺳﺎﺕ .
সব আল্লাহওয়ালা এ ব্যাপারে ঐক্যমত্য পোষণ করেছেন যে, গোপন গোনাহ-ই অধঃপতন ও অবনতির প্রধান কারণ। (মাউকিউ দুরারিস সুন্নিয়্যা : ১/২৪৩)
গোপন গোনাহ থেকে বেঁচে থাকার উপায়সমূহ :
১. রোনাজারি করা ও আল্লাহর কাছে দোয়া করা; যেন তিনি তাঁর নাফরমানি ও সকল গোনাহ থেকে হিফাজত করেন।
আল্লাহ তাআলা বলেন :
ﻭَﺇِﺫَﺍ ﺳَﺄَﻟَﻚَ ﻋِﺒَﺎﺩِﻱ ﻋَﻨِّﻲ ﻓَﺈِﻧِّﻲ ﻗَﺮِﻳﺐٌ ﺃُﺟِﻴﺐُ ﺩَﻋْﻮَﺓَ ﺍﻟﺪَّﺍﻉِ ﺇِﺫَﺍ ﺩَﻋَﺎﻥِ ﻓَﻠْﻴَﺴْﺘَﺠِﻴﺐُﻭﺍ ﻟِﻲ ﻭَﻟْﻴُﺆْﻣِﻨُﻮﺍ ﺑِﻲ ﻟَﻌَﻠَّﻬُﻢْ ﻳَﺮْﺷُﺪُﻭﻥَ
আর আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে; বস্তুত আমি রয়েছি সন্নিকটে। যারা প্রার্থনা করে, তাদের প্রার্থনা কবুল করি, যখন তারা আমার কাছে প্রার্থনা করে। কাজেই আমার হুকুম মান্য করা এবং আমার প্রতি নিঃসংশয়ে বিশ্বাস করা তাদের একান্ত কর্তব্য, যাতে তারা সৎপথে আসতে পারে। (সুরা আল-বাকারা : ১৮৬)
২. নফসের সাথে মুজাহাদা করা, তার কুমন্ত্রণা দূর করা এবং আল্লাহর আনুগত্যের মাধ্যমে অন্তরকে পরিশুদ্ধ করার চেষ্টা করা।
আল্লাহ তাআলা বলেন :
ﻭَﻧَﻔْﺲٍ ﻭَﻣَﺎ ﺳَﻮَّﺍﻫَﺎ . ﻓَﺄَﻟْﻬَﻤَﻬَﺎ ﻓُﺠُﻮﺭَﻫَﺎ ﻭَﺗَﻘْﻮَﺍﻫَﺎ . ﻗَﺪْ ﺃَﻓْﻠَﺢَ ﻣَﻦْ ﺯَﻛَّﺎﻫَﺎ . ﻭَﻗَﺪْ ﺧَﺎﺏَ ﻣَﻦْ ﺩَﺳَّﺎﻫَﺎ
শপথ প্রাণের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন, তাঁর। অতঃপর তাকে তাকে অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন। যে নিজেকে পরিশুদ্ধ করে, সেই সফলকাম হয়। আর যে নিজেকে কলুষিত করে, সে ব্যর্থ মনোরথ হয়। (সুরা আশ-শামস : ৭-১০)
তিনি আরও বলেন :
ﻭَﺍﻟَّﺬِﻳﻦَ ﺟَﺎﻫَﺪُﻭﺍ ﻓِﻴﻨَﺎ ﻟَﻨَﻬْﺪِﻳَﻨَّﻪُﻡْ ﺳُﺒُﻠَﻨَﺎ ﻭَﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﻟَﻤَﻊَ ﺍﻟْﻤُﺤْﺴِﻨِﻴﻦَ
(সুরা আল-আনকাবুত : ৬৯)
৩. হাদিসে বর্ণিত ওই অবস্থার কথা চিন্তা করা, কিয়ামতের দিন যখন গোপন গোনাহকারীদের আমলসমূহ ধূলিকণার ন্যায় উড়িয়ে দেওয়া হবে।
রাসুলুল্লাহ সা. বলেন :
ﻟَﺄَﻋْﻠَﻤَﻦَّ ﺃَﻗْﻮَﺍﻣًﺎ ﻣِﻦْ ﺃُﻣَّﺘِﻲ ﻳَﺄْﺗُﻮﻥَ ﻳَﻮْﻡَ ﺍﻟْﻘِﻴَﺎﻣَﺔِ ﺑِﺤَﺴَﻨَﺎﺕٍ ﺃَﻣْﺜَﺎﻝِ ﺟِﺒَﺎﻝِ ﺗِﻬَﺎﻣَﺔَ ﺑِﻴﻀًﺎ، ﻓَﻴَﺠْﻌَﻠُﻬَﺎ ﺍﻟﻠَّﻪُ ﻋَﺰَّ ﻭَﺟَﻞَّ ﻫَﺒَﺎﺀً ﻣَﻨْﺜُﻮﺭًﺍ ‏» ، ﻗَﺎﻝَ ﺛَﻮْﺑَﺎﻥُ : ﻳَﺎ ﺭَﺳُﻮﻝَ ﺍﻟﻠَّﻪِ ﺻِﻔْﻬُﻢْ ﻟَﻨَﺎ، ﺟَﻠِّﻬِﻢْ ﻟَﻨَﺎ ﺃَﻥْ ﻟَﺎ ﻧَﻜُﻮﻥَ ﻣِﻨْﻬُﻢْ، ﻭَﻧَﺤْﻦُ ﻟَﺎ ﻧَﻌْﻠَﻢُ، ﻗَﺎﻝَ : ‏« ﺃَﻣَﺎ ﺇِﻧَّﻬُﻢْ ﺇِﺧْﻮَﺍﻧُﻜُﻢْ، ﻭَﻣِﻦْ ﺟِﻠْﺪَﺗِﻜُﻢْ، ﻭَﻳَﺄْﺧُﺬُﻭﻥَ ﻣِﻦَ ﺍﻟﻠَّﻴْﻞِ ﻛَﻤَﺎ ﺗَﺄْﺧُﺬُﻭﻥَ، ﻭَﻟَﻜِﻨَّﻬُﻢْ ﺃَﻗْﻮَﺍﻡٌ ﺇِﺫَﺍ ﺧَﻠَﻮْﺍ ﺑِﻤَﺤَﺎﺭِﻡِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻧْﺘَﻬَﻜُﻮﻫَﺎ
আমি আমার উম্মতের কতক দল সম্পর্কে অবশ্যই জানি, যারা কিয়ামতের দিন তিহামার শুভ্র পর্বতমালার সমতুল্য নেক আমল নিয়ে উপস্থিত হবে। কিন্তু মহামহিম আল্লাহ সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবেন। সাওবান রা. বললেন, হে আল্লাহর রাসুল, তাদের পরিচয় পরিষ্কারভাবে আমাদের নিকট বর্ণনা করুন, যাতে অজ্ঞাতসারে আমরা তাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই। তিনি বললেন, তারা তোমাদেরই ভ্রাতৃগোষ্ঠী এবং তোমাদের সম্প্রদায়ভুক্ত। তারা রাতের বেলা তোমাদের মতোই ইবাদত করবে। কিন্তু তারা এমন লোক, যারা একান্ত গোপনে আল্লাহর হারামকৃত কর্মে লিপ্ত হবে। (সুনানু ইবনি মাজাহ : ২/১৪১৮, হা. নং ৪২৪৫ প্রকাশনী : দারু ইহইয়াইল কুতুবিল আরাবিয়্যি)
৪. আল্লাহ তাআলার পর্যবেক্ষণের কথা চিন্তা করা যে, তিনি আমাকে সর্বদাই দেখছেন।
আল্লাহ তাআলা বলেন :
ﺇِﻥَّ ﺍﻟﻠّﻪَ ﻛَﺎﻥَ ﻋَﻠَﻴْﻜُﻢْ ﺭَﻗِﻴﺒًﺎ
নিশ্চয় আল্লাহ তোমাদের ওপর পর্যবেক্ষক। (সুরা নিসা : ১)
৫. গুনাহ করার সময় এ চিন্তা করা যে, আমার শ্রদ্ধেয় বড় কেউ দেখলে কি আমি এ গোনাহ করতে পারতাম?
রাসুলুল্লাহ সা. বলেন :
ﻭَﺍﺳْﺘَﺢِ ﺍﻟﻠَّﻪَ ﺍﺳْﺘِﺤْﻴَﺎﺀَ ﺭَﺟُﻞٍ ﺫِﻱ ﻫَﻴْﺒَﺔٍ ﻣِﻦْ ﺃَﻫْﻠِﻚِ
তুমি তোমার পরিবারের কোনো প্রভাবশালী সদস্যকে যেমন লজ্জা পাও, আল্লাহকে (কমপক্ষে) তেমন লজ্জা করো। (মুসনাদুল বাজ্জার : ৭/৮৯, হা. নং ২৬৪২, প্রকাশনী : মাকতাবাতুল উলুম ওয়াল হিকাম, মদিনা)
৬. এ চিন্তা করা যে, গোনাহরত অবস্থা যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে কিভাবে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব।
রাসুলুল্লাহ সা. বলেন :
ﻳُﺒْﻌَﺚُ ﻛُﻞُّ ﻋَﺒْﺪٍ ﻋَﻠَﻰ ﻣَﺎ ﻣَﺎﺕَ ﻋَﻠَﻴْﻪِ
প্রত্যেক ব্যক্তিকে (কিয়ামতের দিন) ওই অবস্থায় উঠানো হবে, যে অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। (সহিহ মুসলিম : ৪/২২০৬, হা, নং ২৮৭৮, প্রকাশনী : দারু ইহইয়াইত তুরাসিল আরাবিয়্যি, বৈরুত)
৭. আল্লাহর নিয়ামত ও জান্নাতের সুখ-শান্তির কথা স্মরণ করা এবং জাহান্নামের আজাব ও ভয়ানক শাস্তি কল্পনা করা।
আল্লাহ তাআলা বলেন :
ﺇِﻥَّ ﺍﻟَّﺬِﻳﻦَ ﻳُﻠْﺤِﺪُﻭﻥَ ﻓِﻲ ﺁﻳَﺎﺗِﻨَﺎ ﻟَﺎ ﻳَﺨْﻔَﻮْﻥَ ﻋَﻠَﻴْﻨَﺎ ﺃَﻓَﻤَﻦ ﻳُﻠْﻘَﻰ ﻓِﻲ ﺍﻟﻨَّﺎﺭِ ﺧَﻴْﺮٌ ﺃَﻡ ﻣَّﻦ ﻳَﺄْﺗِﻲ ﺁﻣِﻨًﺎ ﻳَﻮْﻡَ ﺍﻟْﻘِﻴَﺎﻣَﺔِ ﺍﻋْﻤَﻠُﻮﺍ ﻣَﺎ ﺷِﺌْﺘُﻢْ ﺇِﻧَّﻪُ ﺑِﻤَﺎ ﺗَﻌْﻤَﻠُﻮﻥَ ﺑَﺼِﻴﺮٌ
নিশ্চয় যারা আমার আয়াতসমূহের ব্যাপারে বক্রতা অবলম্বন করে, তারা আমার কাছে গোপন নয়। যে ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে সে শ্রেষ্ঠ, না যে কিয়ামতের দিন নিরাপদে আসবে? তোমরা যা ইচ্ছা করো। নিশ্চয় তিনি দেখেন যা তোমরা করো। (সুরা ফুসসিলাত : ৪০)
আল্লাহর কাছে আমরা ইমানের জন্য নিয়মিত দুআ করতে থাকি। গোপন গোনাহ থেকে সর্বাত্মকভাবে বেঁচে থাকি। মোবাইল ও ইন্টারনেটের অপব্যবহার থেকে দূরে থাকি। দ্বীনদার আলিমদের সোহবত বেশি বেশি ইখতিয়ার করি এবং কুরআন তিলাওয়াত, জিকির-আজকার ও ইসলামি বই অধিকহারে অধ্যয়ন করতে শুরু করি। আল্লাহ আমাদের হিফাজত করুন। শিরকমুক্ত ইমান ও বিদআতমুক্ত আমল দান করুন। ইমানের হালতে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তাওফিক দান করুন।
মুফতী তারেকুজ্জামান হাফি.

মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১৫

চাঁদগাজী বলেছেন:



আগের দিনে, এই রকম অবস্হা হলে তো নতুন নবী আসতেন; এখন কি নতুন কেহ আসছেন; আপনার কাছে কোন খরাখবর আছে?

২| ২৭ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: নো কমেন্ট...:(

৩| ২৭ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভাই, রিপ্লাই দেওয়া কষ্ট হচ্ছে

৪| ২৭ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:০৪

আপেক্ষিক মানুষ বলেছেন: চাঁদগাজী বলেছেন:



আগের দিনে, এই রকম অবস্হা হলে তো নতুন নবী আসতেন; এখন কি নতুন কেহ আসছেন; আপনার কাছে কোন খরাখবর আছে?


আর কোন নবী আসবে না। হযরত মুহাম্মদ (সঃ) ই শেষ নবী। তার দেখানো পথেই আমাদের চলতে হবে/উচিৎ(আমি মনে করি)।

৫| ২৭ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:১২

চাঁদগাজী বলেছেন:


@আপেক্ষিক মানুষ বলেছেন, "আর কোন নবী আসবে না। হযরত মুহাম্মদ (সঃ) ই শেষ নবী। তার দেখানো পথেই আমাদের চলতে হবে/উচিৎ(আমি মনে করি)। "

-অবস্হা ভয়ংকর, আল্লাহের কাছে অনুরোধ করতে হবে, উনার সিদ্ধান্ত বদলানোর জন্য!

৬| ২৭ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:২৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: মিষ্টার চাঁদগাজী আপনি আল্লাহ তায়ালার কাছে সিদ্ধান্ত পরিবর্তনের দরখাস্তের কথা বলেছেন।

দেখুন কি হবে আর না হবে সে কোরআনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।

আপনি কোরআন দেখেনিয়েন।

৭| ২৭ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫

চাঁদগাজী বলেছেন:


সামিউল ইসলাম বাবু বলেছেন, " মিষ্টার চাঁদগাজী আপনি আল্লাহ তায়ালার কাছে সিদ্ধান্ত পরিবর্তনের দরখাস্তের কথা বলেছেন।
দেখুন কি হবে আর না হবে সে কোরআনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। আপনি কোরআন দেখেনিয়েন। "

-সময় ও প্রয়োজনের সাথে তাল মিলিয়ে, মুসা(আ: )। ইশা (আ: ), মোহাম্দ(স: ) এসেছেন; এখন সময় বদলে গেছে, ও প্রয়োজন দেখা দিয়েছে।

৮| ২৭ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭

চাঁদগাজী বলেছেন:


টাইপো: সময় ও প্রয়োজনের সাথে তাল মিলিয়ে, মুসা(আ: )। ইশা (আ: ), মোহাম্দ(স: ) এসেছেন; এখন সময় বদলে গেছে, ও প্রয়োজন দেখা দিয়েছে। "

শুদ্ধ: "সময় ও প্রয়োজনের সাথে তাল মিলিয়ে, মুসা(আ: ), ইশা (আ: ), মোহাম্মদ(স: ) এসেছেন; এখন সময় বদলে গেছে, ও প্রয়োজন দেখা দিয়েছে। "

৯| ২৭ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: জনাব চাঁদগাজী সে সুযোগ আর নেই। তবে ইমাম মাহাদি (আ:) আসবেন। ভবিষ্যৎ বাণী।

বর্তমান বিশ্ব ব্যবস্থা সেদিকেই যাচ্ছে ...

১০| ২৭ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: জনাব চাঁদগাজী সে সুযোগ আর নেই। তবে ইমাম মাহাদি (আ:) আসবেন। ভবিষ্যৎ বাণী।

বর্তমান বিশ্ব ব্যবস্থা সেদিকেই যাচ্ছে ...

১১| ২৭ শে জুলাই, ২০১৯ রাত ৮:০৪

জগতারন বলেছেন:
প্রিয় সামিউল ইসলাম বাবু; এ বিষয়ে
ব্লগার চাঁদগাজী -এর মন্তব্যের
আর কোন প্রতি উত্তর দেবেন না।
মেজাজ ঠিক রাখতে পারবেন না।

আমার তরফ থেকে আপনাকে সতর্ক ও অনুরোধ করা হলো।

১২| ২৭ শে জুলাই, ২০১৯ রাত ৮:০৭

চাঁদগাজী বলেছেন:


সামিউল ইসলাম বাবু বলেছেন, " জনাব চাঁদগাজী সে সুযোগ আর নেই। তবে ইমাম মাহাদি (আ:) আসবেন। ভবিষ্যৎ বাণী।
বর্তমান বিশ্ব ব্যবস্থা সেদিকেই যাচ্ছে ... "

-ভবিষ্যতে বিলিয়ন মানুষ জন্ম নেবেন, সেটা বলা যায়; কিন্তু স্পেসিফিকেশন অনুসারে কেহ জন্ম নেবে না।

১৩| ২৭ শে জুলাই, ২০১৯ রাত ৮:২১

চাঁদগাজী বলেছেন:


কেহ যদি ভবিষ্যত বাণী করেন যে, ভবিষ্যতে নিদ্দিষ্ট স্পেসিফিকেশনে একজন মানুষ জন্ম নেবেন; সেটা হাজারো মিথ্যার দুয়ার খুলে দেবে: হাজার মানুষ দাবী করবে যে, সেই এই ব্যক্তি

১৪| ২৭ শে জুলাই, ২০১৯ রাত ৮:২৩

আমিই মুসাফির বলেছেন: আখেনাটেন ওরফে চাঁদগাজী এম্নে আর কত বাইচ্ছাগো মতো ঝগড়া কইরবেন? বাদ দেন ছাই। আম্নের প্রশ্ন আম্নের মাথাত থাক আর হেতেরটা হেতের কাছে থাক।

১৫| ২৭ শে জুলাই, ২০১৯ রাত ৮:৩১

চাঁদগাজী বলেছেন:


@আমিই মুসাফির ,

আপনি না ভেবে, আমাকে মালটিনিকের দোষ দেন কেন? আমি যেই ধরণের পোষ্ট লিখি, যেই ধরণের গাল দিই, যেই ধরণের আলোচনা করি, এতে মালটি নিকের দরকার হয় না। আর, মন্তব্য! অনেকের ভুল-পজিটিভ মন্তব্য আমার পোষ্টের মানহানি করে।

আমি ১ মালটি নিক নিলে, ব্লগে চাঁদগাজীর মতো আরো একজন ব্লগার থাকতেন; এটা বুঝতে কি কলম্বিয়ায় পড়তে হবে?

১৬| ২৭ শে জুলাই, ২০১৯ রাত ১১:৩৯

চেংকু প্যাঁক বলেছেন: পাঁদগাজি যেই সমস্ত গোপন গুনাহ কইরা বেয়াদব নাস্তিকের মত কথা কওয়া শিখছে, সেই সমস্ত গুনাহ থেকে পুরাপুরি বাঁচার জন্য আল্লাহর কাছে পানাহ চাইতেছি।

১৭| ২৮ শে জুলাই, ২০১৯ রাত ১২:৪৪

কানিজ রিনা বলেছেন: চাঁদগাজীকে বলছি আপনাকে আমি কতবার
বলেছি আপনি যখন ধার্মীক না ধর্ম বিষয়ে
আপনার কোনও পুরপুরি জ্ঞান নাই তখন
ধর্মীয় পোষ্টে তর্ক করতে আশা বোকামী
ছারা আর কিছুনা। তাই আমি বলেছিলাম
চাঁদগাজী ধর্মীয় পোষ্টে মন্তব্য থেকে বিরত
থাকুন।
বরঞ্চ আপনি আধুনিক এটোম নিয়ে গবেষনা
করুন আধুনিক এটোম দ্বারা কিভাবে পৃথিবী
ধ্বংস হবে। ইদানিং তো আধুনিক ঔষধ প্রয়োগে
বুইড়াদের যৌবন ফিরে আসেছে আর তাতে
বুইড়া পুরুষরা ধর্ষনে এগিয়ে আছে তাই বলছি
চাঁদগাজী আধনিক বিজ্ঞানে বিশ্বাসী আপনি
নাহয় আধুনিকতার গবেষনায় মননিবেশ করুন।

১৮| ২৮ শে জুলাই, ২০১৯ সকাল ৯:০৩

রাজীব নুর বলেছেন: আল্লাহ আমাদের সকল গোপন গুনাহ ও প্রকাশ্য গুনাহ থেকে দূরে রাখুক।

১৯| ২৮ শে জুলাই, ২০১৯ সকাল ১০:০৩

কালো যাদুকর বলেছেন: লেখককে অনেক ধন্যবাদ সাবধান করে দেয়ার জন্য।

২০| ২৮ শে জুলাই, ২০১৯ সকাল ১১:১৮

হাসান কালবৈশাখী বলেছেন:
মানুষ কোটি বছরের বিবর্তনে একসময় সভ্য হতে সুরু করে, ছোট ছোট সমাজ গঠন করে, টেক্সটাইল, পাথরাস্ত্র, আগুন জালাতে শিখে। প্রাকৃতিক বিপর্যয়ে ভয় পায়,
একসময় তাঁরা প্রকৃতিকে ভয় পেত, ভক্তি করতো। পরে মুর্তির বা কিছু একটা কিছু বানিয়ে তাকেই ঈশ্বর মনে করতো। সময়ে দেবদেবির সংখা বাড়তে থাকে।

মানুষ ক্রমশ বুদ্ধিমান হল, শক্তিশালী হল; সমগ্র জীব প্রকৃতি জগতের ওপর নিজের শ্রেষ্ঠত্ব কায়েম করল। একসময় লৌকিক মুর্তি ঈশ্বর অলৌকিকে বদলে গেল। কিছু চতুর বিভিন্ন বুজুর্গি দেখিয়ে বদলে দিল।
কিছু সমাজপ্রধান মুলত নেতৃত ও শৃক্ষলা বজায় রাখতেই ঈশ্বর বা অশরিরির কিছু ভয় দেখায়। কিছু চালাক বুদ্ধিমান নেতা যুদ্ধের জন্য সৈন্য/সেচ্ছাসেবক সংগ্রহের জন্যই স্বর্গ-নরকের স্বপ্ন দেখিয়ে কিছু দুর্বল মানুষকে মানুষকে দাস বানায়, সৈনিক বানায়। ক্ষমতা কুক্ষিগত করে । এরপর সমাজ গোত্র বড় হয়, গোত্রের মাস্তান চতুররা সময় কেউ বুঝে গাছতলায় ধ্যানে বসে, কেউ পর্বতের গুহায় বসে নিজেকে ঈশ্বররের প্রতিনিধি দাবি করে, মিশরে তো একজন পর্বতে সরাসরি ঈশ্বররের সাথে দেখা করে। আর একজন তো ঈশ্বরকে অদৃশ্ব নিরাকার বলে নিজেকে পিতা বিহীন ঈশ্বরপুত্র দাবি করে বসে!
এভাবেই মুলত বিভিন্ন প্রেক্ষাপটে মানব মননে ঈশ্বরের আবির্ভাব।

২১| ২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:৩৪

তারেক ফাহিম বলেছেন: গোপন গুনাহ থেকে বাঁচার উপায়গুলো রেফারেন্সসহকারে দেয়ার জন্য ধন্যবাদ।

ধর্মীয় পোষ্টগুলোতে সবার প্রতিত্তর করার দরকার নাই।

২২| ২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:৩৬

চাঁদগাজী বলেছেন:



@কানিজ রিনা,

এই যে, নতুন আবিস্কার "গোপন গুনাহ" নিয়ে যখন লিখা এসেছে, ইহা পড়েছি; পড়লে কিছু বলতে হয়! আমার মনে হয়, এগুলো ধর্মীয় বিষয় নয়, এগুলো ধর্মে সংযুক্তি; এভাবে, উদ্ভট কিছু নিত্য নতুন যোগ হচ্ছে ধর্মে।

২৩| ২৮ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:২৬

ইসিয়াক বলেছেন: মাথা ধরে গেল..............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.