নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

বারবার বই পরিবর্তন

২০ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:২২

বারবার বই পরিবর্তন আসলে কি ম্যাসেজ দিচ্ছে?
মৌলিকতা বিবর্জিত অন্তঃসারশূন্য এক শিক্ষা ব্যবস্থা হয়ে দাড়িয়েছে বর্তমান শিক্ষা ব্যবস্থা।
সমাজের বৃহত্তর জনগোষ্ঠীর চিন্তা চেতনা ও সাংস্কৃতিকে বাইপাস করে বারবার শিক্ষাক্রম পরিবর্তন ও পরিবর্ধন করা হচ্ছে। যা সামগ্রীক ভাবে জাতীকে নিরাস করবে। তৈরী করবে অনাস্থা।
একটা সুন্দর জাতি গঠনে পরিকল্পিত ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়েতোলা এখন সময়ের দাবি। যদি আমরা বারবার ভুলভাল শিক্ষা ক্রম ও শিক্ষানীতি তৈরী করতে থাকি তবে সামগ্রিক ভাবে জাতী ক্ষতির সম্মুখীন হবে।

একটা সুন্দর ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে উঠুক এই কামনা করছি।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:০৭

সোনাগাজী বলেছেন:




আমাদের শিক্ষা ব্যবস্হায় ভয়ংকর সমস্যা আছে; তবে, সমস্যা যে আছে তা' আপনিও বুঝতে পারছেন, এটা কিন্তু বিস্ময়ের ব্যাপার!

২০ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:৫৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: এই গ্রহের একমাত্র বুদ্ধিজীবি আপনে।আপনে ছাড়া আর কেও কিছুই বোঝে না। সবাই দুদু খাই

২| ২১ শে জানুয়ারি, ২০২৩ রাত ২:২৬

সোনাগাজী বলেছেন:



এই গ্রহে বিলিয়ন বুদ্ধিমান মানুষ আছেন; ওখানে আপনার নাম নেই।

২১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:০৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালো করে খুজে দেখুন। খুজে পাবেন নতুন কিছু

৩| ২১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: ওকে। জানলাম।

২১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:১৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: গুড

৪| ২১ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৩

নেওয়াজ আলি বলেছেন: হ য ব র ল অবস্থা । যেনো বাচ্চাদের অন্ধকারে ঠেলে দেওয়া

২২ শে জানুয়ারি, ২০২৩ রাত ১:২৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: এসব দেখে বেশ কষ্ট লাগে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.