![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের দ্বারে, চেনা জানালায়,
স্মৃতি গুলো কেঁদে কেঁদে সাতরায় ।
স্বপ্নরা একা বসে নিরালায় ,
চুপিচুপি বিষাদের গান গায় ।
ক্ষনগুলো চুপিসারে বয়ে যায়,
জীর্নতা ঘিরে থাকে এ আমায় ।
এভাবে দিনের আলো হলো শেষ,
আধার ঘেরা রাতের সে আবেশ ।
আধারের গায়ে বাজে চেনা সুর ,
সুর লহরির তাল সুমধুর ।
চেনা সুরে বাধা পড়ে পোড়ামন,
শূন্যতা ঘিরে রাখে সারাক্ষন ।
কে এসে অগোচরে সারাক্ষন,
গেয়ে যায় সময়ের কীত্তন ।
স্বপ্নরা কাছে এসে ফিরে যায় ,
তারা গুলো জ্বলে পোড়ে নিরাশায় ।
©somewhere in net ltd.