| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন হারিয়ে যেতে চেয়েছিলাম,
শহর থেকে একটু দুরে
সবুজের মায়ায় ।
তুমি বলেছিলে ব্যস্ত অনেক ,
সময় হলে যাবে ।
বলেছিলে বর্ষা আসুক,
সবুজ গুলো আরো সবুজ হোক।
সেই থেকে প্রবল ইচ্ছে গুলো চেপে আছে বুকে ।
তারপর বর্ষা এলো ,
তুমি বললে , শরৎ আসুক,
নীল আকাশে মেঘেরা সেজে থাকবে,
চারপাশে উৎসবের আমেজে আমরা হারিয়ে যাব ।
সেই থেকে হারিয়ে যাওয়ার ইচ্ছে আমায় প্রবল ভাবে টানে ।
এরপর শরৎ , হেমন্ত গিয়ে আজ শীতের আহবান,
চল হারিয়ে যাই আজ ।
লোকারন্য পৃথিবী ছেড়ে বিশাল শূন্যতায়
©somewhere in net ltd.