![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজো ঐ দুটি চোখে
জোছনার বাস ।
ভাবনায় ভালবাসা ,
স্মৃতির আভাস ।
আজো আছে বিশ্বাস,
হৃদয়ের টান ।
দ্বিধাহীন ইশারায় ,
কাছে আহবান ।
পুরনো সে স্মৃতি গুলো ,
তারা হয়ে জ্বলে ।
সোনালী সময় গুলো
হেসে কথা বলে ।
পাশাপাশি একরাত ,
তারা জ্বলা রাত ।
নির্ঘুম রাত শেষে ,
নতুন প্রভাত ।
চোখে চোখে কথা হত
খানিক সময় ।
কত শত কান্না ,
হারানোর ভয় ।
কখনো হঠাৎ ছিল
বিষাদের হানা ।
মুখে মুখে অভিমান,
কথা বলা মানা ।
এমন করেই যেত ,
খানিক সময় ।
লোকে বলে ভালবাসা
এমনি হয় ।
©somewhere in net ltd.