নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর মাঝে আধার আমিসাদার মাঝে কালো । দুঃখে ভরা জীবনটাতে থাকতে চাইনা ভালো । তাইতো আমি রোজ সকালেআধার করি খোজ । দুঃখের সাথে স্বপ্ন গেথে,দিচ্ছি কেবল পোজ ।

নীল বসন্ত

আমি পুষ্পহীন বসন্ত

নীল বসন্ত › বিস্তারিত পোস্টঃ

স্মৃতিময় ভালবাসা

১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৮

আজো ঐ দুটি চোখে
জোছনার বাস ।
ভাবনায় ভালবাসা ,
স্মৃতির আভাস ।

আজো আছে বিশ্বাস,
হৃদয়ের টান ।
দ্বিধাহীন ইশারায় ,
কাছে আহবান ।

পুরনো সে স্মৃতি গুলো ,
তারা হয়ে জ্বলে ।
সোনালী সময় গুলো
হেসে কথা বলে ।

পাশাপাশি একরাত ,
তারা জ্বলা রাত ।
নির্ঘুম রাত শেষে ,
নতুন প্রভাত ।

চোখে চোখে কথা হত
খানিক সময় ।
কত শত কান্না ,
হারানোর ভয় ।

কখনো হঠাৎ ছিল
বিষাদের হানা ।
মুখে মুখে অভিমান,
কথা বলা মানা ।

এমন করেই যেত ,
খানিক সময় ।
লোকে বলে ভালবাসা
এমনি হয় ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.