![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুটা হলেও কার্যকারী হবে বলে আশা করছি।
সম্প্রতি ফেসবুকে একটি বিজ্ঞাপনের ভিডিও দেখে খুব আকৃষ্ট হই গ্যাজেটির প্রতি। মজার সব ফিচার সম্বলিত, নতুন (আমার কাছে নতুন, কিন্তু এটা পুরনো টেকনলজি) টেকনলজি, দেকতেও স্মার্ট এবং এটি একটি ওয়্যরএবেল। নতুন টেকনোলজির বেপারে আমার বরাবর রুচি একটু বেশি, তাই যথাসম্ভব ঘটা ঘাটি করে বুঝতে পারলাম যে গ্যাজেটা কাজ করবে ঘটনা সত্য, কিন্তু সাক্ষী দূর্বল। তাই দেরি না করে চটপট একটা হ্যালো দিলাম tuk tak ২৪ কে, কিন্তু তাদের স্টক শেষ! নিরুপায় হয়ে বসে রইলাম। প্রতিক্ষার প্রহর শেষ হলো ২৫ দিন পর, tuk tak আমাকে গ্যাজেটটি পৌছে দিল।
রিভিউটি পরার আগে অনুরোধ রইলো ভিডিওটি একবার দেখেনেয়ার জন্য:
গ্যাজেটটি স্মার্ট রিং! হ্যা এটি ওয়্যরএবেল রিং, এতে আছে এন এফ সি ( নেয়ার ফিল্ড কমিউনিকেশন ) যা আপনার নিকটবর্তী এন এফ সি সম্বলিত ডিভাইসের সাথে কাজ করে। এন এফ সি একটি হার্ডওয়্যার, আধুনিক অনেক স্মার্ট ফোনে এখন এন এফ সি আছে। এন এফ সি সাধারণত ফোনের পেছনে ব্যটারির দিকটায় থাকে। এন এফ সি হার্ডওয়্যারটি মূলত ডেটা ট্রান্সফারের কাজে ব্যবহৃত হয়ে থাকে। এই রিং টি মূলত এন এফ সি রিং। এর কার্যকারিতার দিক বিবেচনে করে অনেকে স্মার্ট রিং বা ম্যাজিক রিং বলে থাকে। রিং টির একটি নিজস্য একটি এপ্লিকেশন (অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ফোনের জন্য) রয়েছে, যার মাধ্যমে এটি ডাটা রিড / রাইট করে। এছাড়াও অনেক ফ্রি এপ্লিকেশন আছে এন এফ সি হার্ডওয়্যারের জন্য।
স্মার্ট রিং টিতে ২ টি মাইক্রো এন এফ সি চিপ রয়েছে, প্রতিটি চিপে আছে আলাদা মেমোরী। প্রতিটি চিপের মেমোরী ভেদে রয়েছে আলাদা কাজ।
প্রথম চিপ টি দিয়ে আপনি, ফোন লক / আনলক, এপ্লিকেশন লক / আনলক, ডোর লক / আনলক, এপ্লিকেশন অটো রান করতে পারবেন। প্রতিটি কাজের জন্য আপনাকে কেবল রিং টি আপনার ফোনে টাচ করাতে হবে। রিং টির এপ্লিকেশনে আপনার পছন্দ মত প্রোগ্রাম সেট করে রাখতে পারবেন, যা পরবর্তিতে আপনার রিঙের টাচ করার মাধ্যমে প্রোগ্রাম গুলো রান করবে। যেমন ধরুন আপনি ফোন লক করে রাখতে চান, অন্য কেউ যেন আপনার ফোন হাতে নিয়ে খুলতে না পারে, এর জন্য যা করতে হবে রিং এপ্লিকেশনে স্ক্রিন লক অন করে রিং টি টাচ করে প্রোগ্রাম টা সভে করে নিতে হবে। এর পর আপনার হাত থেকে আপনার ফোন টি অন্য কেউ নিলে তা পাসওয়ার্ড বা পেটার্ন ছাড়া খুলতে পারবেনা, শুধু মাত্র আপনি যদি রিং টি টাচ করান তবেই পাসওয়ার্ড বা পেটার্ন ছাড়া খোলা সম্ভব। একই ভাবে এপ্লিকেশন লক / আনলক এবং অন্যান্য প্রোগ্রাম গুলো কাজ করবে।
দিতীয় চিপ টি তে রয়েছে মাইক্রো ট্রান্সমিটার, যা আপনাকে সাহায্য করবে ডেটা শেয়ার করার জন্য অন্য এন এফ সি সম্বলিত ফোনের সাথে। যার সাথে আপনি ডেটা শেয়ার করবেন তার ফোন এপ্লিকেশন না থাকলেও চলবে। এই চিপ টি দিয়ে, ওয়েব লিংক, ড্রপ বাক্স লিংক, বিজনেস কার্ড, পার্সোনাল মেসেজ ইত্যাদি শেয়ার করতে পারবেন। এর জন্য যা করতে হবে রিং এপ্লিকেশনে শেয়ার ইনফো থেকে আপনার প্রয়োজনীয় লিংক টি দিয়ে দিতে হবে তার পর আপনার রিং টি আপনার ফোন টাচ করিয়ে লিংক টি সভে করে নিতে হবে, অতপর আপনি যার সাথে শেয়ার করতে চান তার ফোনে জাস্ট টাচ করে দিন ব্যস, কোনো টাকা পয়সা ছাড়া তার ফোনে আপনার লিংক টি চলে যাবে।
আসুন এবার জেনেনেয়া যাক রিংটির স্পেসিফিকেশন:
werless ডিসটেন্স : ১.৬ cm
ফ্রিকোয়েন্সি: ১৩.৫৬ মেগাহার্টজ
রেঞ্জ অফ কাভার : ১৫ mm
ওয়াটারপ্রুফ : IP68
প্রধান উপাদান: Gem, noble metal, electronic
কমপ্যাটিবল ফোন: এন এফ সি সম্বলিত অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ফোন।
Video link
এই রিংটি আপনি ১২ মাস পরতে পারবেন, কারণ এটা ওয়াটারপ্রুফ, ডাস্টপ্রুফ এবং চার্জ দেয়া লাগেনা। 7 মাস 4 সপ্তাহ আগে স্মার্ট রিং নিয়ে প্রথম টিউন করেছিলেন জনাব রাসেল ইসলাম শান্ত, কিন্তু উনি যে রিং টি নিয়ে লিখেছেন তাতে চার্জ দেয়া লাগে এবং দামও অনেক বেসি। রিংটির সবচে বড় এবং ১ টাই নেগেটিভ দিক হলো এটি এন এফ সি সম্বলিত ফোন ছাড়া কাজ করে না।
২| ১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩২
সামসিল আরিফিন বলেছেন: এন এফ সি মূলত টাচ ছাড়া কাজ করে না। কল করা বা কল ধরার মত ফিচার এখনো এড হয়নি।
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৬
কঙ্কাল দ্বীপ বলেছেন: ভাই টেকনোলজি একটু কম বুঝি, এই রিং কি মোবাইলের কাজ করতে পারেনা, ধরুন, কল করা, কল ধরা......?