![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Sun will forget to shine, Stars will forger to bright, But I will not forget you.. নটরডেম কলেজে পড়ছি। ২য় বর্ষ। বিজ্ঞান বিভাগ। জন্ম ২রা জুন, ১৯৯২। জন্মস্থান রাজশাহী জেলার মিশন হাসপাতাল।
আমার হবু বউয়ের সাথে আমার সম্পর্ক বিগত ১১ বছর ধরে। একটা পরিসংখ্যান উপস্থাপন করি। এই গত ১১ বছরে তার সাথে আমার দেখা হয়েছে প্রায় ২৪৭ বার।
অনেক ছবি তোলাতুলিও হয়েছে।
সবচেয়ে মজার খবরটি হল তার সাথে আমার একবার বিয়েও হয়েছে। এবং সেটা অবশ্য আসল না, নকল বিয়ে।
যাই হোক, অনেক দিন পর তার সাথে আমার শেষ কথা হয়েছিল আজ থেকে ২ মাস আগে। ভাঙা গলায় কিনা মনে নেই।
অবশ্য অতটা মন খারাপের কারণ নেই, কারণ তার খবরাখবর আমি প্রতিনিয়তই পাই।
কিন্তু তার কাছে কোন মোবাইল ফোন নেই।
সে নাকি পড়া বাদ দিয়ে বান্ধবীদের সাথে ফুসুর-ফাসুর আলাপ করে। তাই তার মোবাইল ফোন তার আম্মা কর্তৃক ব্যন করা হয়েছে।
দেখা যাক সম্পর্ক কত বছর স্থায়ী হয়।
২| ১৯ শে মার্চ, ২০০৯ রাত ৮:২৪
বোকা ছেলে বলেছেন:
ভাই, জটিল complicated
৩| ১৯ শে মার্চ, ২০০৯ রাত ৮:২৯
মিথ্যাস্বাক্ষী বলেছেন: েমাবাইেল কথা কইেল গলা েতা ভাংেবাই
০৯ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০৩
ঋফায রহমান বলেছেন: হ্যা অবশ্যই।
৪| ১৯ শে মার্চ, ২০০৯ রাত ৮:২৯
নাজমুল আহমেদ বলেছেন: আমি পুতুল, পুতুলদের কোন বয়স থাকে না।
(কৃতজ্ঞতাঃ আপনার প্রোফাইল)
৫| ১৯ শে মার্চ, ২০০৯ রাত ৮:৪৫
অরণ্য আনাম বলেছেন: ভাই নকল বিয়াতে কী আসল কাম হইয়া গেছে
১৯ শে মার্চ, ২০০৯ রাত ৯:৫৬
ঋফায রহমান বলেছেন: আসল কাম কি? বলেন না প্লিজ!
৬| ১৯ শে মার্চ, ২০০৯ রাত ৯:৩৫
লেখাজোকা শামীম বলেছেন: মোবাইল পাইলে যে বান্ধবীদের সাথে আলাপের পাশাপাশি বন্ধুদের সাথেও জমায় না, সেটা কেমনে জানলেন ?
১৯ শে মার্চ, ২০০৯ রাত ৯:৫২
ঋফায রহমান বলেছেন: বন্ধুদের সাথে তো জমানোর কথা না।
৭| ১৯ শে মার্চ, ২০০৯ রাত ১০:০১
হমপগ্র বলেছেন: আপনার হবু বউয়ের বয়স কত?
১৯ শে মার্চ, ২০০৯ রাত ১০:২১
ঋফায রহমান বলেছেন: ভাইয়া এটা কি জানতেই হবে?
৮| ১৯ শে মার্চ, ২০০৯ রাত ১০:২০
হমপগ্র বলেছেন: আমার উত্তর পেলাম না!
১৯ শে মার্চ, ২০০৯ রাত ১০:২১
ঋফায রহমান বলেছেন: উত্তর দিবো কিনা বুঝতে পারছি না। জানতেই হবে?
৯| ১৯ শে মার্চ, ২০০৯ রাত ১০:২১
আশিক মাসুম বলেছেন: আপনে গোপনে একটা মোবাইল কিনাব ডেন টাইলেইতো হয়।
১৯ শে মার্চ, ২০০৯ রাত ১০:২২
ঋফায রহমান বলেছেন: কি দরকার, আমার চেয়ে মায়েরাই ভাল বুঝে কোনটা দরকারঅ আপনি বলার দরকার নাই কারন আমি আপনাদের চেয়ে ছোট।
১০| ১৯ শে মার্চ, ২০০৯ রাত ১০:২৫
মো মুজাহিদ আলম বলেছেন: আমার এক কলিগ ৯ বৎসর প্রেম করে বিয়া করছে । প্রেম শুরুর সময় বয়স ছিল ১১ বছর । ভাই প্রেম শুরুর সময় আপনার বয়স কত ছিল ?
১৯ শে মার্চ, ২০০৯ রাত ১০:২৮
ঋফায রহমান বলেছেন: বলেন কি? আমি তো প্রেম করি না।
প্রেমিকা করা আর হবু বউ এক কথা না।
তাই না?
১১| ১৯ শে মার্চ, ২০০৯ রাত ১০:৩৭
জিনাত বলেছেন: শুভ কামনা ...আপনাদের জন্য
০৯ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০০
ঋফায রহমান বলেছেন: ধন্যবাদ রইল।।
১২| ১৯ শে মার্চ, ২০০৯ রাত ১০:৩৮
খলিল মাহমুদ বলেছেন: গল্পটা ভালো লাগলো।
১৯ শে মার্চ, ২০০৯ রাত ১০:৫১
ঋফায রহমান বলেছেন: জীবনের কাহিনীটাকে গল্প ভাবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি জানি ব্লগে সবধরণের ব্লগারই আছে। বিশ্বাসী অবিশ্বাসী সবাই।
১৩| ১৯ শে মার্চ, ২০০৯ রাত ১০:৪৩
হমপগ্র বলেছেন: বয়সটা বলেন, একটা হিসাব মিলাতে চাচ্ছি। একান্তই না চাইলে থাক।
সাহায্য করতাম, এইজন্য দরকার ছিল।
১৯ শে মার্চ, ২০০৯ রাত ১০:৫২
ঋফায রহমান বলেছেন: তাহলে আপনাকে গোপনে বলতে হবে। কিভাবে বলব?
১৪| ১৯ শে মার্চ, ২০০৯ রাত ১০:৫৭
হমপগ্র বলেছেন: আমাকে মেইল করেন,
[email protected]
গোপন থাকবে, কথা দিলাম!
১৫| ১৯ শে মার্চ, ২০০৯ রাত ১১:৩৩
তুতুষার বলেছেন: best of luck for both of u
১৬| ২০ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৫৫
ইষ্টিকুটুম বলেছেন: ভালই! লেখকের মন্তব্যগুলো আরো!
১৭| ২০ শে মার্চ, ২০০৯ সকাল ১১:১০
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ১১বছর!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আমার মাতা ঘুরতাছে।।।।।।।।।।।
১৮| ২০ শে মার্চ, ২০০৯ রাত ৮:৫৪
পান্থ বিহোস বলেছেন: ১১-এর তুলনায় ৬ খুব কম, তাই না?
২১ শে মার্চ, ২০০৯ রাত ১২:৩২
ঋফায রহমান বলেছেন: আপনার কথাটার মানে পুরোপুরি বুঝতে পারলাম না।। ।
১৯| ২১ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:০১
পান্থ বিহোস বলেছেন: আপনার লেখার প্রথম লাইনটি পড়ুন। সেখানে ১১-এর জায়গায় ৬ বসান। তারপর ভাবুন, ঐ কথাটা আমি বলছি।
২১ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৪৭
ঋফায রহমান বলেছেন: জ্বী। আর দেখা হবার সংখ্যাও কি এক?
২০| ২২ শে মার্চ, ২০০৯ সকাল ৯:৩৩
কিংশুক০০৭ বলেছেন:
জটিলস!!!!!!!
২২ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:৪৫
ঋফায রহমান বলেছেন: জটিল তো একটা ঘটনাই ভাইয়া। প্লুরাল হবে না।
২১| ২২ শে মার্চ, ২০০৯ সকাল ৯:৫১
চাঙ্কু বলেছেন: আফসুস
২২ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:৪৬
ঋফায রহমান বলেছেন:
২২| ২২ শে মার্চ, ২০০৯ সকাল ১০:০০
নীল-দর্পণ বলেছেন: "মোবাইল ফোন তার আম্মা কর্তৃক ব্যন করা হয়েছে।" আহালে....
২৩| ২২ শে মার্চ, ২০০৯ সকাল ১০:০২
আকাশভরাতারা বলেছেন: মোবাইল ফোন ভালা না।
২২ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:৪৬
ঋফায রহমান বলেছেন: আসলেই মোবাইল ফোন ভালা না।
২৪| ২২ শে মার্চ, ২০০৯ সকাল ১১:২০
পান্থ বিহোস বলেছেন: না, দেখা হবার সংখ্যা এক না। প্রথম তিন বছরে ৪ বার। পরের ১ বছর মিনিমাম ৭০০-১০০০ হাজার বার (তখন দৈনিক ৩ বারও দেখা হতো)। এখন সপ্তাহে ৩-৪ বার।...
২২ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:৪৭
ঋফায রহমান বলেছেন: ভাইয়া প্রথম তিন বছর কি হল?
২৫| ২২ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৩৮
পান্থ বিহোস বলেছেন: একজন ঢাকায় আর একজন ঢাকার বাইরে... কী যে কষ্ট! কী যে কষ্ট!!!
২৩ শে মার্চ, ২০০৯ দুপুর ১:১২
ঋফায রহমান বলেছেন: ইশ! কি কষ্ট! বুক ফেটে যায়!
২৬| ২৩ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:২৯
আমড়া কাঠের ঢেকি বলেছেন: আসল বিয়ায় দাওয়াত দিবেন কইলাম........ বহুত দিন বিয়া খাই না
২৩ শে মার্চ, ২০০৯ রাত ৯:৩৬
ঋফায রহমান বলেছেন: বিয়ে তো খাওয়া যায় না।।।
২৭| ২৩ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৩৬
মুক্ত বয়ান বলেছেন: নকলটায় দাওয়াত দেন নাই। আসলটায় দাওয়াত না দিলে মাইরালামু!!
আর, তাড়াতাড়ি বিয়া কইরালান
২৩ শে মার্চ, ২০০৯ রাত ৯:৩৬
ঋফায রহমান বলেছেন: আসল বিয়ের তো অনেক..........দেরী
আমি মাত্র এস এস সি পরীক্ষা দিলাম।
২৮| ২৪ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:০৩
মুক্ত বয়ান বলেছেন: আমি মিঞা ভার্সিটিতে পইড়াও নকল বিয়াই করতে পারলাম না!!
২৪ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:১৩
ঋফায রহমান বলেছেন: নকল বিয়ের দরকার নাই। একবারে আসল বিয়াই কইরেন।
২৯| ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১:১৩
আশফাক সফল বলেছেন:
বুঝলাম না ...আপনি কি আপনার হবু বউয়ের লগে প্রেম করেন নাকি আপনার হবু বউ আপনার লগে প্রেম করে ?
২৫ শে মার্চ, ২০০৯ রাত ১:৩৪
ঋফায রহমান বলেছেন: আসলে কেউই কারো সাথে প্রেম করে না।
প্রেম বিষয়টা এখনো আমাদের বয়সে আসে নি।
আর আমাদের প্রেম বোধহয় হবে না।
প্রেমিকা আর হবু বউ তো এক ই কথা না।
৩০| ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১:৩৭
রেজওয়ান শুভ বলেছেন: তাজুল ইসলাম মুন্না বলেছেন: ১১বছর!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আমার মাতা ঘুরতাছে।।।।।।।।।।।
২৫ শে মার্চ, ২০০৯ রাত ১:৪৫
ঋফায রহমান বলেছেন: মাতা মানে মা, মাতা ঘুরে না, ঘুরে মাথা।
৩১| ২৫ শে মার্চ, ২০০৯ রাত ২:১৮
আমড়া কাঠের ঢেকি বলেছেন: মুক্ত বয়ান বলেছেন: আমি মিঞা ভার্সিটিতে পইড়াও নকল বিয়াই করতে পারলাম না!!
২৫ শে মার্চ, ২০০৯ সকাল ১১:৫৩
ঋফায রহমান বলেছেন:
৩২| ০৫ ই জুন, ২০০৯ দুপুর ২:৩৬
ছানাপোনা বলেছেন: বুঝছি...............বাংলা ছিঃনেমার কাহীনির মত আপনাদের মা-বাবা আপনাদের জন্মের সময় অথবা আগেই বিয়ে ঠিক করে রাখছিলো...............
আপনি যদি মাত্র এস এস সি দিয়ে থাকেন তাহলে আপনার বয়স ১৬/১৭+
আপনার হবু বউর বয়স তাহলে ১৩/১৪ হবে...+
আপনার বয়স যখন ৫/৬ তখন তার সাথে আপনার ১ম দেখা হইছিলো...= ১১বছরের পরিচয়।
০৫ ই জুন, ২০০৯ রাত ৮:০৪
ঋফায রহমান বলেছেন: বাহ্। তা ছানাপোনা আপনার এখন কি করা হয়?
আপনার প্রথম মন্তব্য এই ব্লগে। অশেষ ধন্যবাদ।
৩৩| ০৫ ই জুন, ২০০৯ রাত ১১:২৮
ছানাপোনা বলেছেন: কেন কেন..................আমি কি করি জানা দরকার কেন......???
ছানাপোনারা কি করে জানেন না.......চিক্কুর পাইরা কান্দে........ওয়া ওয়া...!!
০৬ ই জুন, ২০০৯ রাত ১২:২১
ঋফায রহমান বলেছেন: বলেন না। এমনি জানার জন্য।
৩৪| ০৬ ই জুন, ২০০৯ বিকাল ৫:৫১
ছানাপোনা বলেছেন: ওরে খোকারে................তোমার চাইতে আমি অনেক বড় কেলাসে পড়ি............
০৬ ই জুন, ২০০৯ রাত ১০:১৩
ঋফায রহমান বলেছেন: তাতো্ জানা কথা। কোনটা সেটাই জানতে চাই।
৩৫| ০৮ ই জুন, ২০০৯ রাত ৩:০২
রথে চেপে এলাম বলেছেন: (
এই মিয়া... এতো তারাতারি এত কিছু কইরা ফালাইছেন!!!! আমি ভার্সিটিতে পইরাও এখনো বিয়ার নাম মুখে আনতে পারলাম না!
০৮ ই জুন, ২০০৯ দুপুর ১:২৭
ঋফায রহমান বলেছেন: আমি আর কি করলাম। যা করার তো........
৩৬| ০৬ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:১৬
হোসেন আলী বলেছেন: আসল কামের অর্থ বোঝেনা পোলায় হবু বউ বোঝে। আসলে না বোঝার ভান ধরছে। ২৪৭বারের মধ্যে আসল কাম কয়বার হইছে কইলে আরও ভাল হইতো।
০৬ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:২৭
ঋফায রহমান বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০০৯ রাত ৮:১৮
নীলপাখি বলেছেন: Interesting...