![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোট জনসংখ্যার ১ দশমিক ১০ শতাংশ নৃ-গোষ্ঠীর জন্য কোটা সংরক্ষিত থাকছে পাঁচ শতাংশ, ১ দশমিক ৪০ শতাংশ প্রতিবন্ধীর জন্য এক শতাংশ এবং শূন্য দশমিক ১৩ শতাংশ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ।
মোট ৫৬%
ইউনিভার্সিটিতে থাকতে একবার আমরা কোটা পদ্ধতি সংস্কারের জন্য আন্দোলন করেছিলাম।
কার্জন হলের সামনে অবরোধ করেছিলাম....কোন কাজ হয়নি।
সময়টা ছিল বি.এন.পি. সরকারের। এক দল বলল 'শিবির' অন্য দল বলল সরকারের বিরূদ্ধে ষড়যন্ত্র।
আমরা কোটা পদ্ধতি বাতিলের কথা বলিনি। শুধু সংস্কারের কথা বলেছিলাম।
আমি মনে করি আমাদের ভবিষ্যত প্রজন্মের কথা ভেবে হলেও এখনই কোটা পদ্ধতি সংস্কারের জন্য দাবি চালিয়ে যাওয়া উচিত।
আরো জানতে....http://bangla.bdnews24.com/bangladesh/article639188.bdnews
২| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:০৬
সর্ট সার্কিট বলেছেন: এর সাথে আরও একটা ফাঁদ আছে, বয়সের ফাঁদ,
আমি একটা ব্যাপার বুঝতে পারি না, প্রায় সময় সরকারী চাকুরী বিজ্ঞপ্তিতে লেখা থাকে, বয়স অনূর্ধ ৩০ বছর সাথে অভিজ্ঞতা ৫ বছর।
জাতীয় বিশ্ববিদ্যালয়-এর কল্যাণে আমরা কি ২৫ বছর বয়সে মাস্টার্স শেষ করতে পারি?
কেউ বুঝাইয়া দিলে খুশি হইব।
৩| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:৩০
বিভ্রান্ত মানুষ বলেছেন: আছে রে আছে । যেখানে পাবেন সেখানেই পোষ্যদের গালে দুইটা চর দেবেন ।
কোন সভা সমাবেশে গেলে প্রথমে দাড়িয়ে জানতে চাইবেন এই খানে পোষ্য কেহ আছে কিনা । যদি থাকে তাহলে তাদেরকে ভদ্র ভাষায় জানিয়ে দিবেন যারা পোষ্য আছেন তারা আমি যত সময় বক্তব্য রাখবো তারা যেন দয়াকরে বাহিরে অবস্থান করেন ।
পোষ্যদের কোটায় যোগদানকৃতদের গুষ্টির ষষ্টি দিলাম ।
পোষ্যবাদে যারা আছেন তাদের প্রতি শুভ কামনা রইল ।
৪| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৩
সায়েম মুন বলেছেন: সেই সময় আন্দোলনে কিছু শিবির হয়ত ঢুকে পড়েছিল। প্রথম আলো পুরো আন্দোলনটাকে শিবিরের আন্দোলন বলে আখ্যা দিলো। এরপর আন্দোলন গেল ভেস্তে।
৫| ২৪ শে জুন, ২০১৩ রাত ৯:২১
কালীদাস বলেছেন: মনে আছে ঐ আন্দোলনের কথা।
কোটা আরও বাড়ানো উচিত :-<
৬| ২৪ শে জুন, ২০১৩ রাত ১১:৫৯
রাজুআমি বলেছেন: ভাই আমাদের একটা আন্দোলন শুরু করতেই হবে।আমার মনে হয় এই সরকারের সেশের দিকে ,তাই এখনই সেই সুবর্ন সময়।আমরা আশা করি প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ত্ররা আমাদের এই আন্দোলনের লিড দিবে,কারন বাংলাদেশে সব আন্দোলনের শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।আর আমরা জারা এই কোটার ভুক্তভোগী তারা কসম করে বলছি জান দিয়ে দিবএটার জন্য।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪৯
মাজহারুল হুসাইন বলেছেন: যতদিনকোটা পদ্ধতির সংস্কার না হবে, ততদিন আসলে সরকারী চাকুরীতে মেধাবীরা বঞ্চিত রয়ে যাবে ।