নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Valo Thaka khub Kothin

ভব ঘুরতে চাই। ভবঘুরে হতে চাই না।

নীল সুমন

তখন আমি ছোট ছিলাম

নীল সুমন › বিস্তারিত পোস্টঃ

দেখি সব জিনিয়াসরা কি উত্তর দেন?

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪১

দেখি সব জিনিয়াসরা কি উত্তর দেন?



এক দোকানে একটা সুন্দরী মেয়ে আসছে ।

মেয়েটা দোকান থেকে ২০০টাকার কেনাকাটা করেছে ।



এরপর দোকানদারকে ১০০০টাকার একটা নোট দেন ।

দোকানদার এর কাছে ভাংতি না থাকয় সে পাশের

দোকন থেকে ভাংতি এনে মেয়েটাকে ৮০০ টাকা ফেরত দেন । ।



মেয়েটা চলে যায় পরক্ষনে পাশের দোকানদার আসে এবং বলে ১০০০

টাকার নোট টা জাল । সো সে তার ১০০০ টাকা নিয়ে চলে যায় । ।



এখন প্রশ্ন হচ্ছে ১ম দোকানদার এর টোটাল কত লস হয়েছে ?



সংগৃহীত:

মন্তব্য ৩৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৫

শাহ আজিজ বলেছেন: ২০০০ টাকা

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৫

নীল সুমন বলেছেন: ব্যাখা প্রতাশা করছি।

২| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৭

মাথা নষ্ট সিপাহি বলেছেন: 2000 taka.

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৫

নীল সুমন বলেছেন: আরেকবার ভাবুন।

৩| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৩

মোঃ আনারুল ইসলাম বলেছেন: ০ টাকা লস কেননা জাল টাকা টি তার নিজের ছিল ।

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৬

নীল সুমন বলেছেন: মাল গুলিও ফ্রি পাইল?

৪| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৪

চিকন আলি বলেছেন: ১২০০

৫| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৫

চিকন আলি বলেছেন: ২০০০ আগের টা বাদ

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৭

নীল সুমন বলেছেন: আরেকবার ভাবলে কি এই উত্তরটাও বাদ?

৬| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৩

শাহ আজিজ বলেছেন: মেয়েটি দিলো ১০০০
দোকানী পাশের থেকে আনল ভাংতি ১০০০
মেয়েটিকে ফেরত ৮০০ প্লাস২০০ টাকার মাল
দকানির হাতে রইল ২০০
পাশের দোকানী পেল ১০০০

১৮০০ লস কারন ১ম দোকানির কাছে ২০০ থাকছে ।
উত্তর ঠিক কিনা ??

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২০

নীল সুমন বলেছেন: মনে হচ্ছে হয়নি। ডোন্ট মাইন্ড

৭| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২০

মুদ্‌দাকির বলেছেন: ১৮০০ টাকা প্লাস জামার ক্রয় মূল্য ।

মেয়ে টা ৮০০ নিল ফাউ + জামা নিল

আর ২য় দোকান দার ১০০০টাকা

ঠিক না ভুল ?

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৩

নীল সুমন বলেছেন: তার মানে আপনার উত্তর ২০০০ টাকা?
সুন্দরী(!) মেয়েটা জামা ছাড়া আর কিছু কিনতে পারে না?.... ;)

৮| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৩

ওয়াসওয়াসিফ বলেছেন: মেয়টা নিল ১০০০ ার দোকানদার নিল ২০০ েক্সটরা... মোট ১২০০

৯| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৪

আল মোমিন বলেছেন: এক হাজার টাকা লস হইসে । পাশের দোকানি থিকা যে টাকা ভাংতি আনসে ওইটা একটা প্যারাডক্স । ওই এক হাজার টাকা হিসাবে আনার ই দর্কার নাই ।
আসল লস হইল মালের মুল্য ২০০ টাকা আর ৮০০ টাকা মেয়েটিকে ফেরত দিসে এই দুই এর যোগফল =১০০০ টাকা

১০| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৬

আল মোমিন বলেছেন: amar ta correct ansrwer . Practically taka niya koira dekhen

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৪

নীল সুমন বলেছেন: জাল নোট কই পাবো?

১১| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৭

এম আর ইকবাল বলেছেন:
মাত্র ১০০০ টাকা ।

১২| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৪

গোবর গণেশ বলেছেন: ১০০০ টাকা মাত্র। বিক্রিত পন্যের ক্রয়মূল্য হিসাব করলে আরো কম হতে পারে, মানে ১০০০ টাকার চাইতেও কম।

ব্যাখ্যাঃ
প্রথমতঃ মেয়েটি পণ্য নিয়েছে ২০০ টাকার; ১০০০ টাকা ভাঙ্গিয়ে সেই ২০০ টাকা কিন্তু দোকানদার নিজের কাছে রেখেই মেয়েটিকে ৮০০ টাকা ফেরত দিয়েছে, অর্থাৎ সমানে সমান। (বিক্রিত পন্যের ক্রয়মূল্য কম হলে সামান্য কিছু লাভ হয়েছে বৈকি?)

দ্বিতীয়তঃ পাশের দোকানদার যখন নকল টাকাটি পরিবর্তন করে আসল ১০০০ টাকা নিয়ে গেল তখন সেই পুরো টাকাটাই তার ক্যাশ থেকে গেল; অর্থাৎ এই ১০০০ টাকাই লস। (বিক্রিত পন্যের ক্রয়মূল্য কম হলে ১০০০ টাকার চাইতে কিছু কম লস)

১৩| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৮

মুদ্‌দাকির বলেছেন: ভুল ছিলাম

লস=(৮০০টাকা + বিক্রিত জিনিশের ক্রয় মুল্য )

১৪| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৪

মেহেদী_হাসান বলেছেন: He gets 1000 Tk(bad note)=0Tk from her. But he gave her things of 200Tk and 800 Tk cash. Loss (with her) is = 1000 Tk.
He brought 1000 Tk giving bad 1000 Tk i.e. 0Tk, that means that he borrowed 1000 Tk from other shopkeeper. As he borrowed that money, he need to return that. And he returned it later; so there is no loss with other shopkeeper.
So the total loss is 1000 Tk.

Sorry for writing in English as I don't have avro right now.

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৭

নীল সুমন বলেছেন: বাংলা ইংরেজি ব্যাপার না। বোঝাতে পারলে হল।

১৫| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৮

স্টোরি বলেছেন: ১০০০ টাকা

১৬| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১০

মুক্তকণ্ঠ বলেছেন: (১০০০ + পণ্যের ক্রয়মূল্য - ২০০) টাকা।
ওই পণ্য যদি ১৫০ টাকায় কেনা হয়, তাহলে লস ৯৫০ টাকা।

১৭| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৩

আন্ধার রাত বলেছেন:

2200/- Loss B-)

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৯

নীল সুমন বলেছেন: দোকানদার শেষ। ব্যবসা লাটে।

১৮| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২১

অংকন কুরী বলেছেন: ১৬০০ টাকা :P

১৯| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৪

মদন বলেছেন: বিক্রিত মালের খরচ ২০০ ধরলে দোকানীর লস সর্বমোট ১০০০ টাকা

২০| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৪

প্রফেসর সাহেব বলেছেন: sobi bujlam bt meyeta sundori eta alada kore bolar ki holo?

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৯

নীল সুমন বলেছেন: সুন্দরী বলেই তো জাল নোট দিয়ে পার পেয়েছে।

২১| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫২

খাজুইরা আলাপ বলেছেন: জাল নোটটা যেহেতু ১০০০ টাকা তাই সে যেখানে ধরা খাবে সেখানে সর্বোচ্চ ১০০০ টাকাকেই ০ শুন্য টাকা বানাবে (পুলিশের হাতে ধরা না খাইলে) সুতরাং লস হবে ১০০০ টাকা (বিক্রিত পন্যের লাভ উপেক্ষিনীয় )

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪০

নীল সুমন বলেছেন: লাভ উপেক্ষা করেন। বেটা লস গুনেই কুল পায় না।

২২| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১০

বেকার সব ০০৭ বলেছেন: ১ম দোকানদারের কোনো লস হয়নি, কারন ১ম দোকানদার ৮০০ টাকা সে পাশের দোকন থেকে ভাংতি আনছে ১০০০ টাকা নোট না দিয়ে । জাল নোটটা ছিল পাশের দোকানদারের সে জাল নোটটা ১ম দোকানদারকে দেখানোর জন্য নিয়ে এসেছে।

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪২

নীল সুমন বলেছেন: কইছে আপ্নেরে। শুধু দেখানোর জন্য আনছে? কানসাটিতে যে থাপ্পড় দিছে সেইটা তো লিখি নাই।

২৩| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৬

জেনারেশন সুপারস্টার বলেছেন: ভাই অপশন দিয়া দেন।কমপক্ষে ২টা বা ৩টা

২৪| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৬

নীল সুমন বলেছেন: অপশন আর আমি কি দিব? বিভিন্ন টাইপের কমেন্টে যে সকল উত্তর দেওয়া হয়েছে সেগুলিই অপশন।
তারপরও
১. ১৮০০
২. ২০০০
৩. ১০০০
৪. ২২০০
এখন সঠিক উত্তরে টিক চিন্হ দিন।

২৫| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৮

বেকার সব ০০৭ বলেছেন: ২২০০ টাকা যদি

২৬| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১১

নীল সুমন বলেছেন: যারা ১০০০ টাকা উত্তর দিয়েছেন তারা সবাই সঠিক বলেছেন।
আমার ব্যাখা
সুন্দরী জাল নোট দিয়েছে.....
অর্থাৎ কিছুই দেয়নি, কিন্তু পন্য নিয়ে গেল ২০০ টাকার আর ক্যাশ ফেরৎ নিয়ে গেল ৮০০ টাকা(এই ৮০০ টাকা ২য় দোকানির ভাংতি টাকার অংশ), সুতরাং সে ২০০ টাকার (শুধুমাত্র পন্য) ক্ষতির সম্মুখীন হল।
আসেন দ্বিতীয় অংশে...
২য় দোকানি থেকে এনেছিল ১০০০ টাকা। সে কিন্তু এই এক হাজার টাকাই ফেরৎ নিবে।
প্রথম দোকানির কাছে পন্যের বিনিময় মূল্য আছে ২০০ টাকা+ তাকে সুন্দরীকে ফেরৎ দেওয়া ৮০০ টাকা (এই ৮০০ টাকা ২য় দোকানির), সেটা তাকে ম্যানেজ করে দিতে হবে।
তাহলে ক্ষতি কত হলো?
১০০০ টাকা(ক্রয়মূল্য কম হলে আরো কিছুটা কম হতে পারে)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.